অপেক্ষার অবসান ঘটিয়ে Xiaomi-র দুই স্মার্টফোনে এল নতুন HyperOS আপডেট

শাওমি (Xiaomi) তাদের বিভিন্ন ডিভাইসে ধীরে ধীরে জুন, ২০২৪-এর সিকিউরিটি আপডেট রোল আউট করা শুরু করেছে, যা সিকিউরিটি ও পারফরম্যান্সের উন্নতিতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। এই আপডেটটি বিশেষভাবে শাওমি (Xiaomi), রেডমি (Redmi) এবং পোকো (Poco) – তিন ব্র্যান্ডের স্মার্টফোন ব্যবহারকারীদের লক্ষ্য করে। আপডেটের লক্ষ্য হল ডিভাইসগুলিকে বিদ্যমান সমস্যাগুলির বিরুদ্ধে আরও সুরক্ষা প্রদান করা এবং সামগ্রিক সিস্টেমের কার্যকারিতা অপ্টিমাইজ করা। লেটেস্ট HyperOS আপডেট পাওয়া ডিভাইসগুলির মধ্যে রয়েছে Xiaomi 12T Pro এবং Xiaomi 11 Lite 5G NE। ইউরোপে এই ফোনগুলির ইউজারদের আপডেটটি রোল আউট করা হয়েছে।

Xiaomi 12T Pro এবং Xiaomi 11 Lite 5G NE ফোনে এল নতুন আপডেট

শাওমি ১২টি প্রো এবং শাওমি ১১ লাইট ৫জি এই-এর জন্য এই হাইপারওএস আপডেটটি সিস্টেম সিকিউরিটিকে উল্লেখযোগ্যভাবে উন্নত করে। আপডেটের বিল্ড নম্বর হল যথাক্রমে OS1.0.5.0.ULFEUXM এবং OS1.0.5.0.UKOEUXM। আপডেটটি বর্তমানে শুধুমাত্র হাইপারওএস পাইলট টেস্টার ইউজারদের জন্য উপলব্ধ, তবে ধীরে ধীরে সমস্ত ব্যবহারকারীদের কাছে রোল আউট করা হবে।

জানিয়ে রাখি, শাওমি ১২টি প্রো ফোনটি ব্যতিক্রমী ২০০ মেগাপিক্সেলের স্যামসাং এইচপি১ সেন্সরের সাথে এসেছে। এই হাই-রেজোলিউশনের ক্যামেরা ব্যবহারকারীদের অবিশ্বাস্যভাবে ডিটেইলস যুক্ত এবং পরিষ্কার ফটো অফার করে। ক্যামেরা প্রযুক্তিতে এই উদ্ভাবন ফটোগ্রাফি প্রেমীদের জন্য একটি দুর্দান্ত সুবিধা প্রদান করে এবং শাওমি ১২টি প্রো মডেলটিকে বাজারের অন্যান্য স্মার্টফোনের থেকে আলাদা করে। এছাড়াও, এর উচ্চ-পারফরম্যান্স প্রসেসর এবং দীর্ঘস্থায়ী ব্যাটারি দৈনন্দিন ব্যবহারে ডিভাইসটির কার্যকারিতা বাড়ায়।

অন্যদিকে, Xiaomi 11 Lite 5G NE ফোনটি তার স্লিম এবং স্টাইলিশ ডিজাইনের মাধ্যমে ক্রেতাদের মনোযোগ আকর্ষণ করে। তবে শুধু আকর্ষণীয় লুক নয়, ফোনটিকে এর শক্তিশালী হার্ডওয়্যার ফিচারগুলির জন্যও প্রশংসা করা হয়। যদিও এর হালকা এবং পাতলা গঠন ডিভাইসটির বহনযোগ্যতা বাড়ায়, এর শক্তিশালী প্রসেসর এবং উচ্চ-মানের ডিসপ্লে ইউজারদের অভিজ্ঞতাকে সমৃদ্ধ করে। Xiaomi 11 Lite 5G NE বিশেষ করে স্টাইলকে প্রাধান্য দেওয়া ইউজারদের জন্য একটি আদর্শ বিকল্প হয়ে উঠেছে।

প্রসঙ্গত, জুন, ২০২৪ সিকিউরিটি আপডেট শুধুমাত্র ডিভাইসের নিরাপত্তাই উন্নত করে না, তার পাশাপাশি পারফরম্যান্সের উন্নতি এবং নতুন বৈশিষ্ট্যগুলিও অফার করে। আপডেটের পরে ফোনটি আরও উন্নত ইউজার এক্সপেরিয়েন্স প্রদান করবে এবং আগের চেয়ে আরও বেশি সুরক্ষিত হবে।

Ananya Sarkar

Recent Posts

জানুয়ারিতে আসছে Maruti Suzuki-র প্রথম বৈদ্যুতিক গাড়ি, ভারত থেকে রপ্তানি বিশ্বজুড়ে

Maruti Suzuki অনেকদিন ধরেই eVX কোডনেমের একটি ইলেকট্রিক গাড়ির উপর কাজ করছে৷ যার কনসেপ্ট ভার্সন…

43 mins ago

ডার্বি বাতিলের পর‌ এবার নবাবের শহরে চ্যারিটি ম্যাচে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল-মোহনবাগান, খেলা হবে এই ক্রিকেট স্টেডিয়ামে

এই বছর ডুরান্ড কাপের গ্ৰুপ পর্বে ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের মুখোমুখি হওয়ার কথা ছিল। কিন্তু আরজি…

1 hour ago

Kuldeep Yadav: ‘মনে হয় পরিবারের কাউকে হারিয়েছি’, প্রয়াত এই লেজেন্ডকে নিজের আইডল বলে জানালেন কুলদীপ

এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপেও কুলদীপ যাদব বল হাতে দুরন্ত ফর্মে ছিলেন। তিনি সম্প্রতি শেষ হওয়া…

2 hours ago

Poco Pad 5G ভারতে 12 ইঞ্চি ডিসপ্লে ও 10000mAh ব্যাটারি সহ লঞ্চ হল, প্রথম সেলে 4000 টাকা ছাড়

পোকো আজ ভারতে তাদের প্রথম ট্যাবলেট Poco Pad 5G লঞ করেছে। 5G সাপোর্টের এই ট্যাবলেটের…

2 hours ago

স্মার্ট ফিচার্সের সঙ্গে স্মার্ট ক্যামেরা, ফাঁস হল Honor 200 Smart-এর দাম সহ প্রচুর তথ্য

Honor তাদের 200 সিরিজে একটি নতুন স্মার্টফোন যুক্ত করছে বলে খবর পাওয়া গিয়েছে। নতুন মডেলটির…

2 hours ago

Flipkart Minutes: অর্ডারের 13 মিনিটের মধ্যে ডেলিভারি, কফি খেতে খেতে ল্যাপটপ হাতে পেল ক্রেতা

ই-কমার্স প্ল্যাটফর্মগুলির মধ্যে দ্রুততম প্রোডাক্ট ডেলিভারির প্রতিযোগিতা রয়েছে। ব্লিঙ্কিট দাবি করে তালা ১০ মিনিটেই প্রোডাক্ট…

3 hours ago