আরও দ্রুত চলার সাথে ব্যাটারি লাইফ বাড়বে, Xiaomi-র এই ফোনে আসছে MIUI 14 আপডেট

Xiaomiui প্রদত্ত রিপোর্ট অনুসারে, ২০২১ সালের ডিসেম্বরে আত্মপ্রকাশ করা শাওমি ১২এক্স স্মার্টফোনের জন্য এমআইইউআই ১৪ বিল্ড প্রস্তুত এবং আগামী কয়েক মাসের মধ্যে রিলিজ করা হবে।

Xiaomi মাত্র এক মাস আগেই লেটেস্ট Android 13 অপারেটিং সিস্টেম ভিত্তিক তাদের নয়া কাস্টম ইউজার ইন্টারফেস MIUI 14 -এর ঘোষণা করেছিল। যারপর চীনে উপলব্ধ কয়েকটি হ্যান্ডসেট এই ওএস ভিত্তিক আপডেট পেতে শুরু করে। যদিও সংস্থাটি অন্যান্য অঞ্চলের স্মার্টফোনগুলির জন্য তাদের এই নতুন কাস্টম ওএসের আপডেট চালু করার ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বী ব্র্যান্ডগুলির তুলনায় সামান্য পিছিয়ে আছে। অন্যান্য সংস্থার একাধিক ডিভাইস যেখানে ইতিমধ্যেই Android 13 ভিত্তিক সর্বশেষ কাস্টম স্কিন আপগ্রেড পেয়ে গেছে, সেখানে Xiaomi -র বহু ফ্ল্যাগশিপ মডেল এখনো আপডেট পাওয়ার থেকে বঞ্চিত। তবে এবার মনে হচ্ছে সংস্থাটি তাদের কাজে দ্রুততা আনার সিদ্ধান্ত নিয়েছে। কেননা গত ৩১সে জানুয়ারি Xiaomi 12 Pro মডেলের পর এবার Xiaomi 12X ফোনের ইউরোপীয়ান মডেলটি MIUI 14 আপডেট পেলো।

EEA অঞ্চলের Xiaomi 12X মডেল MIUI 14 আপডেট পেলো

Xiaomiui প্রদত্ত রিপোর্ট অনুসারে, ২০২১ সালের ডিসেম্বরে আত্মপ্রকাশ করা শাওমি ১২এক্স স্মার্টফোনের জন্য এমআইইউআই ১৪ বিল্ড প্রস্তুত এবং আগামী কয়েক মাসের মধ্যে রিলিজ করে দেওয়া হবে। এক্ষেত্রে উক্ত ফোনের ইউরোপীয়ান মডেলের জন্য উপলব্ধ আপডেটের লেটেস্ট অভ্যন্তরীণ এমআইইউআই বিল্ড নম্বর হল – MIUI-V14.0.1.0.TLDEUXM ৷ ফলে EEA অঞ্চলের আলোচ্য হ্যান্ডসেট ব্যবহারকারীরা শীঘ্রই অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে নির্মিত এমআইইউআই ১৪ আপডেট ডাউনলোড করতে পারবেন।

যেহেতু শাওমি ১২এক্স ফোনের ইউরোপীয়ান ভ্যারিয়েন্ট ইতিমধ্যেই আপগ্রেড পাওয়ার যোগ্য হয়েছে, সেহেতু আমাদের অনুমান খুব শীঘ্রই অন্যান্য অঞ্চলের মডেলটির এমআইইউআই ১৪ আপডেট আনুষ্ঠানিকভাবে রোলআউট করে দেওয়া হবে। নিচে শাওমি ১২এক্স ফোনের জন্য ঘোষিত লেটেস্ট কাস্টম রম আপডেটের সম্পূর্ণ চেঞ্জলগ দেওয়া হল।

হাইলাইট (Highlights) –

• এমআইইউআই ১৪ তুলনায় হালকা এবং অনেক কম স্টোরেজ স্পেস খরচ করবে। পাশাপাশি দীর্ঘ সময় ধরে দ্রুত এবং প্রতিক্রিয়াশীল (রেস্পন্সিভ) পারফরম্যান্স প্রদানে সক্ষম।

• পার্সোনালাইজেশনের ক্ষেত্রে উন্নতি লক্ষ্য করা যাবে, যার দরুন আরো উন্নত ইউজার এক্সপিরিয়েন্স পাওয়া সম্ভব হবে।

পার্সোনালাইজেশন (Personalization) –

• এমআইইউআই ১৪ -এ সুপার আইকন নামে একটি নয়া ফিচার সাপোর্ট করে, যা ডিভাইসের হোম স্ক্রিনকে একটি নতুন লুক দেবে।

• আপনি যেসকল অ্যাপ্লিকেশন সর্বাধিক ব্যবহার করেন, সেগুলিকে হাইলাইট করবে হোম স্ক্রিন ফোল্ডার। আরো সোজা ভাষায় বললে, ইজি অ্যাক্সেস প্রদানের জন্য ডিভাইসের হোম স্ক্রিনে অ্যাপগুলি উপস্থিত থাকবে৷

নয়া ও উন্নীত ফিচারসমূহ (features and improvements) –

• আলোচ্য আপডেটের সাথে ডিভাইসের সেটিংস অপশনে সার্চ করার পদ্ধতি আরো উন্নত হয়েছে। ফলে দৃশ্যত সার্চ হিস্ট্রি এবং রেজাল্ট ক্যাটাগরি এখন অনেক বেশি আকর্ষণীয় দেখাবে।

সিস্টেম (System) –

• সর্বশেষ অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেম ভিত্তিক স্থিতিশীল এমআইইউআই আপডেট।

• ২০২৩ সালের জানুয়ারী মাসের সিকিউরিটি প্যাচ অন্তর্ভুক্ত, যা আরো বেশি সিস্টেম নিরাপত্তা প্রদান করবে।

উপরে উল্লেখিত বিশেষত্ব ছাড়াও আলোচ্য আপগ্রেড নিজের সাথে ডিভাইসে বিভিন্ন প্রকারের অপ্টিমাইজেশান নিয়ে এসেছে, যার মধ্যে সামিল রয়েছে – উন্নত ব্যাটারি লাইফ এবং দ্রুত অ্যাপ লঞ্চ টাইম। ফলে কম স্টোরেজ স্পেস খরচ করে অধিক সময় পর্যন্ত ফোন ব্যবহার করা যাবে। এছাড়া এই নয়া সিস্টেম – রিভ্যাম্পড সিস্টেম অ্যাপস, রিডিজাইন অ্যাপস, ওয়ালপেপার, নতুন অ্যানিমেটেড উইজেট, উন্নত হোম স্ক্রিন ফিচার সহ আরও অনেক কিছু অফার করবে। সর্বোপরি গ্যালারির যে কোনো ছবি থেকে টেক্সট কপি করার সুবিধাও প্রদান করা হবে। এক কথায় বললে, অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক এমইএইউআই ১৪ কাস্টম স্কিন চালিত শাওমি ১২এক্স স্মার্টফোন পূর্বের তুলনায় অনেক দ্রুত, নিরাপদ এবং প্রতিক্রিয়াশীল হয়ে উঠবে।