অপেক্ষা শেষ হতে চলেছে, ভারত সহ নানা দেশে লঞ্চের দোরগোড়ায় Xiaomi 13 সিরিজ

শাওমি (Xiaomi) গত মাসে চীনা বাজারে বহু প্রতীক্ষিত Xiaomi 13 সিরিজটি লঞ্চ করেছে। এই সিরিজের অধীনে এখনও পর্যন্ত Xiaomi 13 এবং Xiaomi 13 Pro স্মার্টফোন দুটি আত্মপ্রকাশ করেছে। এই প্রিমিয়াম মডেলগুলি এখনও চীনের বাইরে বাজারে লঞ্চ করা হয়নি। তবে বিভিন্ন সাম্প্রতিক রিপোর্টে এগুলি শীঘ্রই গ্লোবাল মার্কেটে পা রাখবে বলে দাবি করা হয়েছে। আর এখন, থাইল্যান্ডের এনবিটিসি (NBTC) এবং ইইসি (EEC) সার্টিফিকেশন ডেটাবেসে Xiaomi 13 এবং Xiaomi 13 Pro গ্লোবাল ভ্যারিয়েন্টগুলিকে স্পট করা গেছে। এর পাশাপাশি, Xiaomi 13 Pro মডেলটি ভারতের বিআইএস (BIS) কর্তৃপক্ষের কাছ থেকেও সার্টিফিকেশন অর্জন করেছে। এগুলি ইঙ্গিত করছে যে, Xiaomi 13 সিরিজটি শীঘ্রই বিশ্ব বাজারে আত্মপ্রকাশ করবে। আসুন সার্টিফিকেশনগুলি সম্পর্কে সবিস্তারে জেনে নেওয়া যাক।

Xiaomi 13 এবং 13 Pro-কে দেখা গেলে একাধিক সার্টিফিকেশন সাইটের ডেটাবেসে

2211133G মডেল নম্বর সহ, শাওমি ১৩-এর গ্লোবাল সংস্করণটি থাইল্যান্ডের ন্যাশনাল ব্রডকাস্টিং অ্যান্ড টেলিকমিউনিকেশন কমিশন (NBTC)-এর সার্টিফিকেশন সাইটে তালিকাভুক্ত হয়েছে। অন্যদিকে, শাওমি ১৩ প্রো 221032G মডেল নম্বর এনবিটিসি, ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড (BIS) এবং ইউরোপিয়ান ইকনোমিক কমিউনিটি (EEC) কর্তৃক সার্টিফিকেশন অর্জন করেছে। এটা লক্ষনীয় যে, প্রো মডেলের যে সংস্করণটিকে বিআইএস-এ দেখা গেছে, সেটি ভারতীয় ভ্যারিয়েন্ট নয়। কেননা মডেল নম্বরটি “I” (India)-এর পরিবর্তে “G” দিয়ে শেষ হয়, যা গ্লোবাল সংস্করণের প্রতীক। এই সার্টিফিকেশন তালিকাগুলিতে হ্যান্ডসেটগুলির স্পেসিফিকেশন সম্পর্কে কিছু প্রকাশ করা হয়নি। তবে শাওমি ১৩ সিরিজের স্মার্টফোনগুলি ইতিমধ্যেই চীনে উপলব্ধ, তাই স্পেসিফিকেশনগুলি আর অজানা নেই।

Xiaomi 13 সিরিজের স্পেসিফিকেশন

গত মাসে চীনে লঞ্চ হওয়া শাওমি ১৩-এ ৬.৬৩ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে রয়েছে, যা ফুল-এইচডি+ রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করে। অন্যদিকে, শাওমি ১৩ প্রো মডেলটি কোয়াড-এইচডি+ রেজোলিউশন সহ ৬.৭৩ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লের সাথে এসেছে। শাওমি ১৩ সিরিজের উভয় ফোনই কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর দ্বারা চালিত, যা সর্বাধিক ১২ জিবি এল পিডিডিআর৫এক্স র‍্যাম এবং ৫১২ জিবি পর্যন্ত ইউএফএস ৪.০ স্টোরেজের সাথে যুক্ত।

ক্যামেরার ক্ষেত্রে, Xiaomi 13-এর ট্রিপল-রিয়ার ক্যামেরা সেটআপের মধ্যে, ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, ১২ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স এবং একটি ১০ মেগাপিক্সেলের টেলিফটো লেন্স উপস্থিত রয়েছে৷ আর, Xiaomi 13 Pro-এর ব্যাক প্যানেলে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, একটি ৫০ মেগাপিক্সেলের টেলিফটো লেন্স এবং একটি ৫০ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স দ্বারা গঠিত ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে৷ সর্বোপরি পাওয়ার ব্যাকআপের জন্য, Xiaomi 13-এ ৪,৫০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। অন্যদিকে, Xiaomi 13 Pro-এ ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৪,৮২০ এমএএইচ ব্যাটারি রয়েছে।