Xiaomi 13 কোন প্রসেসর দিয়ে লঞ্চ হবে? উদ্দীপনা বাড়ানোর মতো খবর সামনে এল

শাওমি গত বছর ডিসেম্বর মাসে তাদের Xiaomi 12 সিরিজটি চীনের বাজারে লঞ্চ করেছিল। এরপর প্রায় একবছর অতিক্রান্ত হয়ে গেছে এবং কোম্পানির নম্বর সিরিজের পরবর্তী প্রজন্মের মডেলগুলিও বাজারে পা রাখার জন্য প্রায় প্রস্তুত। শোনা যাচ্ছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই Xiaomi 13 সিরিজের ডিভাইসগুলির ওপর থেকে পর্দা সরানো হবে। এই লাইনআপে দুটি মডেল অন্তর্ভুক্ত থাকবে, যেমন স্ট্যান্ডার্ড Xiaomi 13 এবং উচ্চতর Xiaomi 13 Pro মডেল। তবে, শাওমির পক্ষ থেকে কোনও অফিসিয়াল ঘোষণার আগেই এখন, আসন্ন সিরিজের রেগুলার মডেলটিকে গিকবেঞ্চ (Geekbench) বেঞ্চমার্কিং সাইটে স্পট করা গেছে, যা যথারীতি ডিভাইসটির কিছু মূল স্পেসিফিকেশন প্রকাশ করেছে। তাহলে চলুন এগুলি দেখে নেওয়া যাক।

Xiaomi 13-এর দেখা মিলল Geekbench-এর সাইটে

2211133C মডেল নম্বর সহ নতুন শাওমি ১৩ গিকবেঞ্চ বেঞ্চমার্কিং ওয়েবসাইটে তালিকাভুক্ত হয়েছে। সাইটের তালিকাটি প্রকাশ করেছে যে, এই ফোনে একটি অক্টা-কোর চিপসেট ব্যবহার করা হবে, যার একটি প্রাইম কোরের ক্লক স্পিড ৩.১৯ গিগাহার্টজ। আর চিপটির চারটি পারফরম্যান্স কোর রান করে ২.৮০ গিগাহার্টজে এবং বাকি তিনটি এফিসিয়েন্সি কোরের গতি ২.০২ গিগাহার্টজ। এছাড়াও জানা গেছে যে, এর মাদারবোর্ডটির কোডনেম কালামা (Kalama)। তালিকায় উল্লেখিত এই তথ্যগুলিই নির্দেশ করে যে, শাওমি ১৩ ফোনটি সদ্য লঞ্চ হওয়া কোয়ালকমের লেটেস্ট এবং সর্বশ্রেষ্ঠ স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর দ্বারা চালিত হবে।

এছাড়াও বেঞ্চমার্ক ডেটাবেসটি থেকে জানা গেছে যে, এই চিপসেটটি ১২ জিবি র‍্যামের সাথে যুক্ত হবে। যদিও, শাওমি তাদের একটি ফ্ল্যাগশিপটি একাধিক মেমরি ভ্যারিয়েন্টেই লঞ্চ করবে বলে আশা করা যায়। গিকবেঞ্চ ৫ (GeekBench 5) তালিকাটি আরও প্রকাশ করেছে যে, শাওমি ১২ অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক লেটেস্ট এমআইইউআই (MIUI) সংস্করণে চলবে। বেঞ্চমার্ক ফলাফলের ক্ষেত্রে, শাওমি ১৩ সিঙ্গেল-কোর টেস্টে ১,৪৯৭ পয়েন্ট এবং মাল্টি-কোর টেস্টে ৫,০৮৯ পয়েন্ট অর্জন করেছে। তবে এগুলি ছাড়া, গিকবেঞ্চের লিস্টিং থেকে নতুন হাই-এন্ড স্মার্টফোনটি সম্পর্কে আর কোনও তথ্য সামনে আসেনি।

জানিয়ে রাখি, ইতিমধ্যে প্রিমিয়াম গ্রেডের Xiaomi 13 সিরিজের হ্যান্ডসেটগুলি সম্পর্কে বেশ কয়েকটি তথ্য সামনে এসেছে। সাম্প্রতিক প্রতিবেদনগুলির ওপর ভিত্তি করে বলা যায় যে, ডিভাইসটির রিয়ার ক্যামেরা সেটআপে জার্মানির বিখ্যাত ক্যামেরা সেন্সর প্রস্তুতকারক লাইকা (Leica) লেন্সগুলি ব্যবহার করা হবে। ফোনটি এমআইইউআই ১৪ (MIUI 14) কাস্টম স্কিনে চলবে এবং এমনকি সম্প্রতি ফাঁস হওয়া কম্পিউটার এডেড ডিজাইন (CAD) রেন্ডারগুলির মাধ্যমে Xiaomi 13-এর ডিজাইনটিও প্রকাশ্যে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *