Oppo Find N3 Flip: এই ফোন হাতে আসলে পুজোয় আপনিই হিরো, ফ্লিপকার্টে জলদিই লঞ্চ

ওপ্পো গত মাসে চীনা মার্কেটে তাদের দুর্ধর্ষ ক্ল্যামশেল ডিজাইনের স্মার্টফোন, Oppo Find N3 Flip-এর ওপর থেকে পর্দা সরিয়েছিল। এটি খুব শীঘ্রই ভারত সহ গ্লোবাল মার্কেটে পা রাখবে বলেও জল্পনা চলেছে। এবার ফ্লিপকার্ট (Flipkart) সাইটে Oppo Find N3 Flip-কে দেখা গেছে। এটি ইঙ্গিত দেয় যে, ডিভাইসটি ফ্লিপকার্ট-এর আসন্ন ফেস্টিভ সেল, বিগ বিলিয়ন ডেজ (Flipkart Big Billion Days 2023) সেলের সময় উপলব্ধ হবে৷ চলুন এই বিষয়ে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

Oppo Find N3 Flip-এর মাইক্রোসাইট লাইভ হল Flipkart-এ

ওপ্পো ফাইন্ড এন৩ ফ্লিপ মডেলটি সেপ্টেম্বরে চীনে লঞ্চ হয়েছিল। আর এখন, কোম্পানি ভারতীয় বাজারেও এই ডিভাইসটি লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। ফ্লিপ ফোনটি আগামী ১২ অক্টোবরের নাগাদ লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। কিন্তু এটির অফিসিয়াল লঞ্চের আগেই এখন ডিভাইসটি ফ্লিপকার্ট-এর ডেডিকেটেড মাইক্রোসাইটে প্রদর্শিত হয়েছে। অনলাইন লিস্টিংটি প্রকাশ করেছে যে, ভারতে স্মার্টফোনটি এক্সক্লুসিভলি ফ্লিপকার্ট-এর মাধ্যমে বিক্রি করা হবে।

এছাড়াও, ওয়েবসাইটটি নিশ্চিত করেছে যে এদেশে বিগ বিলিয়ন ডেজ সেলের সময় ওপ্পো ফাইন্ড এন৩ ফ্লিপ প্রথমবারের জন্য বিক্রির জন্য উপলব্ধ হবে। মাইক্রোসাইটটি ক্রিম গোল্ড এবং স্লিক ব্ল্যাক নামে দুটি কালার ভ্যারিয়েন্টে ক্ল্যামশেল ফোল্ডিং স্মার্টফোনটিকে দেখিয়েছে। তবে চীনে প্রকাশিত ওপ্পো ফাইন্ড এন৩ ফ্লিপ-এর রোজ পিঙ্ক কালার অপশন দেশের বাজারে আসবে কিনা, তা স্পষ্ট নয়।

এছাড়া, অনলাইন লিস্টিংটি নতুন কসমো রিং ক্যামেরা মডিউল, কভার ডিসপ্লে এবং একটি অ্যালার্ট স্লাইডার সহ Oppo Find N3 Flip-এর ডিজাইনটি স্পষ্টভাবে তুলে ধরেছে। স্পেসিফিকেশন সম্পর্কে বললে, Find N3 Flip-এ ফুলএইচডি+ রেজোলিউশন, ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ১,৬০০ নিট পিক ব্রাইটনেস সহ ৬.৮ ইঞ্চির ই৬ অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। ফোনটিতে MediaTek Dimensity 9200 প্রসেসর ব্যবহার করা হয়েছে। ডিভাইসটির পিছনের প্যানেলে ৫০ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ বর্তমান। Oppo Find N3 Flip-এর অন্যান্য উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, স্টেরিও স্পিকার, ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট।