পুজোয় সস্তায় হাতে আসবে প্রিমিয়াম 5G স্মার্টফোন, এই Xiaomi মডেলে মিলছে 20 হাজারের বেশি ছাড়

প্রতি বছরের মতোই এবারেও উৎসবের মরসুম উপলক্ষে 'Diwali With Mi' সেলের ঘোষণা করেছে ভারতের বাজারের জনপ্রিয় টেক ব্র্যান্ড...
Anwesha Nandi 1 Oct 2023 9:53 PM IST

প্রতি বছরের মতোই এবারেও উৎসবের মরসুম উপলক্ষে 'Diwali With Mi' সেলের ঘোষণা করেছে ভারতের বাজারের জনপ্রিয় টেক ব্র্যান্ড Xiaomi – সংস্থার তরফে নিশ্চিত করা হয়েছে যে, আসন্ন এই সেলে তাদের বিভিন্ন প্রোডাক্ট কম দামে কেনা যাবে। সেক্ষেত্রে Flipkart, Amazon-এর মতো অনলাইন প্ল্যাটফর্মের মতোই এখনও কোম্পানিটি বিশেষ বিক্রয়পর্ব শুরু করেনি বটে, তবে 'আর্লি ডিলস' (Early deals) হিসেবে Xiaomi-র অফিসিয়াল ওয়েবসাইটে কিছু অফার লাইভ হয়েছে। এমতাবস্থায় আপনি যদি পুজোয় একটি নতুন প্রিমিয়াম স্মার্টফোন কিনতে চান, তাহলে এইসব আপনার দারুণ কাজে আসবে। যেমন, এখন Xiaomi নিজেই তার Xiaomi 13 Pro 5G ফোনটিতে ২০,০০০ টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে। তাই টাকা বাঁচিয়ে প্রিমিয়াম তথা লেটেস্ট ফিচার পেতে চাইলে এটিই বিকল্প। আসুন, এখন Xiaomi 13 Pro 5G-তে উপলব্ধ অফার ও ফিচারসমূহ দেখে নিই।

Sale ছাড়াই Xiaomi 13 Pro 5G-তে অফার দিচ্ছে কোম্পানি, দেখুন দাম

শাওমি ১৩ প্রো ৫জি ফোনের ১২ জিবি ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের এমআরপি (MRP) ৮৯,৯৯৯ টাকা, তবে এই মুহূর্তে কোম্পানির সাইটে ফোনটি ৭৪,৯৯৯ টাকায় কেনা যাবে। এক্ষেত্রে আইসিআইসিআই (ICICI) ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করে হ্যান্ডসেটটি কিনলে আপনি এর দাম আরও ৫,০০০ টাকা কমাতে পারেন।

উপরন্তু, আপনি যদি পুরোনো কোনো স্মার্টফোনের বদলে এই শাওমি ফোনটি কেনার চেষ্টা করেন, তাহলে আরও ৫,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস কাজে লাগানো যেতে পারে (শর্তাবলি প্রযোজ্য)। অর্থাৎ, এটি আপনি ৭০ হাজারের কমে হাতে পেয়ে যাবেন। উল্লেখ্য, ফোনটি সিরামিক ব্ল্যাক এবং সিরামিক হোয়াইট কালার অপশনে উপলব্ধ।

Xiaomi 13 Pro 5G-এর স্পেসিফিকেশন

প্রিমিয়াম রেঞ্জের শাওমি শাওমি ১৩ প্রো ৫জি-তে ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ১,৯০০ নিটস পিক ব্রাইটনেস, ২০:৯ অ্যাসপেক্ট রেশিও ও ২৪০ হার্টজ টাচ স্যাম্পলিং রেটযুক্ত ৬.৭৩ ইঞ্চি অ্যামোলেড (রেজোলিউশন ১৪৪০×৩২০০ পিক্সেল) ডিসপ্লে আছে, যাতে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস প্রোটেকশন থেকে শুরু করে এইচডিআর১০+ প্রযুক্তি, ডলবি ভিশন পর্যন্ত বিকল্প মিলবে। এদিকে পারফরম্যান্সের জন্য এতে দেওয়া হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর, যার সাথে মিলবে ১২ জিবি এলপিডিডিআর৫এক্স র‍্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত ইউএফএস ৪.০ স্টোরেজের সুবিধা। আবার পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে পাওয়া যাবে ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টবিশিষ্ট ৪,৮২০ এমএএইচ ব্যাটারি।

একইভাবে ফটোগ্রাফির জন্য এই শাওমি ফোনটি ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ট্রিপল রিয়ার সেটআপ এবং ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা অফার করবে। সফ্টওয়্যার ফ্রন্টে এটি কাজ করবে অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক এমআইইউআই ১৪ (MIUI 14) ওএসে।

Show Full Article
Next Story