দেশের বৃহত্তম সিটের ই-স্কুটারের অগ্নিপরীক্ষা, ছুঁড়ে ফেলা হল 40 ফুট উঁচু থেকে, তারপর?

গুণগত মান নিয়ে ইলেকট্রিক স্কুটারের ব্যাটারিকে বারংবার প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে। আগুন ধরে যাওয়ার প্রবণতা দেখে অনেকের তো এই জাতীয় টু-হুইলারের উপর থেকে ভরসা উঠে যেতে চলেছে। ক্রেতাদের বিশ্বাস আদায় করতে এবার এথার এনার্জি (Ather Energy) নজিরবিহীন পদক্ষেপ নিল। ৪০ ফুট উঁচু থেকে ফেলে দেওয়া হল ব্যাটারি। তারপর কী ঘটল?

৪০ ফুট উঁচু থেকে ফেলে দেওয়া হল ব্যাটারি

উল্লেখ্য, আগামী ৬ এপ্রিল, ২০২৪ এথার এনার্জি’র জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি দিন। কারণ ওইদিন সংস্থার কমিউনিটি ডে। সেদিন তাদের আসন্ন ফ্যামিলি ইলেকট্রিক স্কুটার Ather Rizta-এর উপর থেকে পর্দা সরানো হবে। এছাড়াও ক্রেতাদের জন্য নানান চমক থাকছে বলে বিভিন্ন সময়ে সংস্থার তরফে জানানো হয়েছে।

সম্প্রতি এথার সোশ্যাল মিডিয়াতে একটি টিজার ভিডিও প্রকাশ করেছে। যেখানে আসন্ন Rizta-তে ব্যবহৃত ব্যাটারিটি দেখানো হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, সংস্থার এক প্রকৌশলী ৪০ ফুট উচ্চতা থেকে ব্যাটারি নিচে ফেলে দিচ্ছেন। নিচে এসেও সেটি অক্ষত অবস্থায় রয়েছে বলে তিনি দাবি করেন। এবং এই ব্যাটারির সাথেই Ather Rizta বাজারে আসতে বলে তিনি জানান। তবে এই ব্যাটারি থেকে ফুল চার্জের কতটা রেঞ্জ মিলবে, সেই প্রসঙ্গে মুখে কুলুপ এঁটেছে এথার। লঞ্চের পর তা জানানো হবে।

এর আগে Rizta, দেশের মধ্যে বৃহত্তম সিট (স্কুটারে) সমেত হাজির হবে বলে প্রমাণস্বরূপ সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছিল জানিয়েছিল এথার। আবার সিটের নিচে থাকছে বড়সড় জায়গা। বর্তমানে দুই ধরনের ব্যাটারি সমেত স্কুটার বিক্রি করে এথার – ২.৯ কিলোওয়াট আওয়ার ও ৩.৭ কিলোওয়াট আওয়ার। প্রথমটি থেকে ১১১ কিলোমিটার এবং দ্বিতীয়টি থেকে ১৫০ কিলোমিটার রেঞ্জ মেলে। এখন দেখার বিষয় আসন্ন রিজতা-তে কোন ব্যাটারিটি ব্যবহার করা হয়।

যদি বড় ব্যাটারি ব্যবহার করা হয়, সে ক্ষেত্রে Ather Rizta-এর ওজন বেড়ে যাবে। যেটি আবার নতুন চ্যালেঞ্জের সম্মুখীন করবে সংস্থাকে। তাই সংস্থার প্রকৌশলীরা কোন উপায়ে ক্রেতাদের চাহিদা পূরণ করেন, এখন তাই দেখার।