iPhone কে টেক্কা দিতে ভারতে আসছে Xiaomi 13 Pro অ্যান্ড্রয়েড ফোন, দাম ও স্পেসিফিকেশন জেনে নিন

আগামী ২৬ ফেব্রুয়ারি রাত সাড়ে ৯টায় শাওমি ১৩ প্রো ভারতে লঞ্চ হবে।

Xiaomi 13 Pro এবার ভারতে আসতে চলেছে। আগামী ২৬ ফেব্রুয়ারি ভারতে লঞ্চ হবে এই ফোনটি। অন্য দেশে লঞ্চ হওয়ার সুবাদে প্রিমিয়াম রেঞ্জের এই ডিভাইসের ফিচার ইতিমধ্যেই আমাদের জানা। Xiaomi 12 Pro স্ন্যাপড্রাগন ৮ জেনারেশন ২ প্রসেসরের সাথে ভারতে আসছে। উল্লেখ্য, চীনেও এই একই প্রসেসর সহ ফোনটি আত্মপ্রকাশ করেছে।

Xiaomi 13 Pro এর দাম

শাওমি ইন্ডিয়া সম্প্রতি একটি পোস্টার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে। এই পোস্টার অনুযায়ী, আগামী ২৬ ফেব্রুয়ারি রাত সাড়ে ৯টায় শাওমি ১৩ প্রো ভারতে লঞ্চ হবে। যদিও সংস্থাটি এখনও ফোনটির দাম প্রকাশ করেনি। তবে জানিয়ে রাখি, চীনে এর মূল্য শুরু হয়েছে ৪,৯৯৯ ইউয়ান (প্রায় ৬১,০০০ টাকা)।

Xiaomi 13 Pro এর স্পেসিফিকেশন

শাওমি ১৩ প্রো এর ভারতীয় ভ্যারিয়েন্টের ফিচার চীনা ভ্যারিয়েন্টের মতো হবে কিনা তা এখনও জানা যায়নি। চীনে ডিভাইসটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর সহ লঞ্চ হয়েছে। এছাড়া এতে দেওয়া হয়েছে ৬.৭৩ ইঞ্চি ২কে ওএলইডি ডিসপ্লে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। ফোনটি ১২ জিবি এলপিডিডিআর৫এক্স র‌্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ সহ এসেছে।

ফোনটির ক্যামেরা সেটআপের কথা বলতে গেলে, এতে লেইকা ব্র্যান্ডিং সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা উপস্থিত। আর সেলফি তোলার জন্য ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে এতে দেওয়া হয়েছে ৪৮২০ এমএএইচ ব্যাটারি, যা ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ফোনটিতে ৫০ ওয়াট ওয়্যারলেস ফাস্ট চার্জিংয়ের সুবিধাও পাওয়া যাবে। কানেক্টিভিটির জন্য Xiaomi 13 Pro ফোনে রয়েছে ওয়াই-ফাই ৬, ব্লুটুথ ৫.৩, ইউএসবি টাইপ-সি পোর্ট এবং এনএফসি সাপোর্ট। এছাড়া এটি জল প্রতিরোধী আইপি৬৮ রেটিং সহ এসেছে।