Categories: Mobiles

প্রথম সেলে মুড়ি মুড়কির মতো বিক্রি হল Xiaomi 13 Pro, মুহূর্তে আউট অফ স্টক, রয়েছে ১০ হাজার টাকা ছাড়

গতকাল অর্থাৎ ৬ই মার্চ Xiaomi তাদের লেটেস্ট ফ্ল্যাগশিপ স্মার্টফোন Xiaomi 13 Pro -এর জন্য আর্লি অ্যাক্সেস সেলের আয়োজন করেছিল। সংস্থার বিবৃতি অনুসারে, এই সেলে তারা ক্রেতাদের তরফ থেকে দুর্দান্ত সাড়া পেয়েছে। মুহূর্তেই এই নয়া স্মার্টফোনটি ‘আউট অফ স্টক’ হয়ে গিয়েছে। যদিও ব্র্যান্ডটি ফোনটির কতগুলি ইউনিট বিক্রি করেছে তা প্রকাশ্যে আনেনি। টুইটে শুধু উল্লেখ করা হয়েছে যে, “Xiaomi অনুরাগীদের অনেক ধন্যবাদ Xiaomi 13 Pro স্মার্টফোনের প্রতি অভূতপূর্ব সাড়া প্রদর্শনের জন্য।”

যাইহোক স্টক শেষ হয়ে যাওয়ার কথা শুনে আপনারা একদমই নিরাশ হবেন না! কেননা এটা ছিল ‘আর্লি অ্যাক্সেস’ সেল। আগামী ১০ই মার্চ দুপুর ১২টা থেকে Xiaomi 13 Pro হ্যান্ডসেটের আনুষ্ঠানিক সেল শুরু হবে। ফলে গতকালে আয়োজিত সেলের লাভ যারা ওঠাতে পারেননি, তারা ১০ তারিখ সংস্থার আধিকারিক ওয়েবসাইট (mi.com), Mi Homes এবং Mi Studios -এর মাধ্যমে পুনরায় ফোনটি খরিদ্দারীর সুযোগ পেয়ে যাবেন। তবে কোনো ই-কমার্স সাইটে ফোনটি পাওয়া যাবে কিনা তা আমরা এখনও জানতে পারেনি।

Xiaomi 13 Pro স্মার্টফোনের দাম, লঞ্চ অফার ও লভ্যতা

ভারতে শাওমি ১৩ প্রো স্মার্টফোনের ১২ জিবি র‍্যাম ও ৫১২ জিবি স্টোরেজ যুক্ত ভ্যারিয়েন্টের‌ দাম ৭৯,৯৯৯ টাকা রাখা হয়েছে। কিন্তু আগামী ১০ই মার্চ বেলা ১২টা থেকে প্রথম সেলের অংশ হিসাবে ডিভাইসটিকে একাধিক আকর্ষণীয় ব্যাঙ্ক কার্ড অফারের সাথে কিনে নিতে পারবেন আপনারা। যেমন, ICICI ব্যাঙ্কের ক্রেডিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই ট্রানজ্যাকশন করলে ফ্লাট ১০,০০০ টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে। আবার HDFC ব্যাংকের ক্রেডিট কার্ড হোল্ডাররা ধার্য মূল্যের উপর ৮,০০০ টাকা ছাড় পাবেন। তদুপরি, যারা পুরোনো শাওমি ব্র্যান্ডিংয়ের মোবাইল (রেডমি / এমআই) আপগ্রেড করে এই নয়া ফ্ল্যাগশিপ ফোনটি কিনতে চান তারা ১২,০০০ টাকা পর্যন্ত বিশেষ এক্সচেঞ্জ বোনাসের সুবিধা পাবেন। তবে অন্য ব্র্যান্ডের ফোন বিনিময়কারীরা মাত্র ৮,০০০ টাকার এক্সচেঞ্জ বোনাস পাবেন।

শাওমির এই নয়া ফোন সিরামিক ব্ল্যাক এবং সিরামিক হোয়াইট কালার অপশনে উপলব্ধ।

Xiaomi 13 Pro স্মার্টফোনের ফিচার ও স্পেসিফিকেশন

শাওমি ১৩ প্রো স্মার্টফোনে কর্নিং গরিলা গ্লাস ভিকটাস প্রটেকশন সহ ৬.৭৩-ইঞ্চির WQHD+ (৩,২০০× ১,৪৪০ পিক্সেল) ই৬ অ্যামোলেড এলটিপিও ডিসপ্লে রয়েছে। এই ডিসপ্লে – ১২০ হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট, ১,৯০০ নিট পিক ব্রাইটনেস, ১,২০০ নিটের স্ট্যান্ডার্ড ব্রাইটনেস, ২০:৯ এসপেক্ট রেশিও, এইচডিআর১০+, পি৩ কালার গ্যামেট, ৩৬০-ডিগ্রি অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর এবং ডলবি ভিশন সাপোর্ট করে। পারফরম্যান্সের জন্য ডিভাইসটিতে ৪ ন্যানোমিটার প্রসেসিং নোড ভিত্তিক কোয়ালকমের লেটেস্ট স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর ব্যবহার করা হয়েছে। স্টোরেজ হিসাবে ডিভাইসে ১২ জিবি LPDDR5X (8533Mbps) র‍্যাম এবং ৫১২ জিবি UFS 4.0 মেমরি পাওয়া যাবে৷ এটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক এমআইইউআই ১৪ (MIUI 14) কাস্টম ইউজার ইন্টারফেসে রান করে।

ফটো ও ভিডিওগ্রাফির জন্য নয়া Xiaomi 13 Pro ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বিদ্যমান, যা প্রখ্যাত ক্যামেরা নির্মাতা ব্র্যান্ড লাইকা (Leica) -এর সাথে অংশীদারিত্বে নির্মিতি। এই ক্যামেরাগুলি হল – এফ/১.৯ অ্যাপারচার, ৮পি (8P) লেন্স ও হাইপার অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (Hyper OIS) সহ ১ ইঞ্চি সাইজের ৫০ মেগাপিক্সেল সনি আইএমএক্স৯৮৯ প্রাইমারি সেন্সর, ১১৯° ফিল্ড-অফ-ভিউ ও এফ/২.২ অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ৩.২এক্স অপটিক্যাল জুম ও OIS সহ ৭৫ মিমি সাইজের ৫০ মেগাপিক্সেল পোর্ট্রেট টেলিফটো শুটার। অন্যদিকে সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ডিসপ্লের ওপরে থাকা পাঞ্চ-হোল কাটআউটের মধ্যে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা লক্ষ্যণীয়।

কানেক্টিভিটির জন্য ডিভাইসে – ওয়াই-ফাই ৭, ব্লুটুথ ৫.৩, এনএফসি, জিপিএস, গ্লোনাস, গ্যালিলিও, বেইডু এবং ডুয়াল-সিম ৫জি স্লট অন্তর্ভুক্ত। অডিও ফ্রন্টের কথা বললে, এতে ডলবি অ্যাটমস অডিও এবং হাই-রেস অডিও প্রযুক্তি সমর্থিত স্টেরিও স্পিকার সিস্টেম রয়েছে। পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে Xiaomi 13 Pro স্মার্টফোনে ৪,৮২০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা ১২০ ওয়াট ফাস্ট চার্জিং, ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং এবং ১০ ওয়াট রিভার্স ওয়্যারলেস চার্জিং প্রযুক্তি সাপোর্ট করে। IP68 ওয়াটার রেজিস্ট্যান্স রেটিং সহ আসা এই ফ্ল্যাগশিপটির পরিমাপ ১৬২.৯ x ৭৪.৬ x ৮.৩৮ মিমি এবং ওজন ২২৯ গ্রাম।

Subhadip Dasgupta

Recent Posts

Garena Free Fire Redeem Codes for August 24 2024: গারেনা ফ্রি ফায়ার ম্যাক্স রিডিম কোড থেকে জিতুন ডায়মন্ড

আপনি কি গারেনা ফ্রি ফায়ার-এর আজকের রিডিম কোড খোঁজ করেছেন? তাহলে এই প্রতিবেদনে আপনার জন্য।…

7 hours ago

Maharaja Trophy: মহারাজা ট্রফিতে ঘটলো বিরলতম ঘটনা, ৩ টি সুপার ওভারের পর বেরোলো ম্যাচের ফলাফল

বর্তমানে মহারাজা ট্রফি টি-টোয়েন্টি টুর্নামেন্ট চলছে কর্ণাটকে। শুক্রবার বেঙ্গালুরু ব্লাস্টার্স ও হুবলি টাইগার্সের অনুষ্ঠিত হয়েছিল…

7 hours ago

4000 টাকা দাম কমলো 1 কোটির বেশি বিক্রি হওয়া Redmi 5G ফোন, রয়েছে 108 মেগাপিক্সেল ক্যামেরা

রেডমির নোট সিরিজের স্মার্টফোন বাজারে বেশ জনপ্রিয়। এমন পরিস্থিতিতে আপনি যদি বাজেট সেগমেন্টে ভালো ক্যামেরা,…

8 hours ago

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

10 hours ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

10 hours ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

11 hours ago