গুগলের পর এবার Xiaomi-র ফোনে Android 14 আপডেট চলে এল, আপনি কি পেয়েছেন

বেশ কয়েক মাস ধরে পরীক্ষা চালানোর পর গুগল (Google) অবশেষে পরশুদিন নতুন Android 14 অপারেটি সিস্টেম প্রথমে সংস্থার নিজস্ব Pixel ফোন ব্যবহারকারীদের জন্য প্রকাশ করেছে।…

বেশ কয়েক মাস ধরে পরীক্ষা চালানোর পর গুগল (Google) অবশেষে পরশুদিন নতুন Android 14 অপারেটি সিস্টেম প্রথমে সংস্থার নিজস্ব Pixel ফোন ব্যবহারকারীদের জন্য প্রকাশ করেছে। এরপরই অন্যান্য অ্যান্ড্রয়েড স্মার্টফোন নির্মাতারাও নতুন অ্যান্ড্রয়েড সংস্করণের ওপর ভিত্তি করে তাদের নিজের নিজের মোবাইল সফটওয়্যার লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। এবার শাওমি (Xiaomi) সবার আগে Android 14-এর ওপর ভিত্তি করে স্টেবল MIUI আপডেট রোলআউট করা শুরু করেছে। সংস্থার সবচেয়ে প্রিমিয়াম হ্যান্ডসেট – Xiaomi 13, Xiaomi 13 Pro এবং Xiaomi 12T মডেলে আপডেটটি পাঠানো হচ্ছে।

Xiaomi স্টেবল Android 14 আপডেট প্রকাশ করা প্রথম অ্যান্ড্রয়েড ব্র্যান্ডগুলির মধ্যে অন্যতম হয়ে উঠেছে

অ্যান্ড্রয়েড ১৪-নির্ভর নতুন এমআইএইআই আপডেটটি শাওমি ১৩, শাওমি ১৩ প্রো এবং শাওমি ১২টি মডেলে রোলআউট শুরু হয়েছে৷ স্ট্যান্ডার্ড শাওমি ১৩ ব্যবহারকারীরা MIUI-V14.0.5.0.UMCMIXM এবং MIUI-V14.0.5.0.UMCEUXM পাবেন, যেখানে শাওমি ১৩ প্রো ব্যবহারকারীরা MIUI-V14.0.5.0.UMBMIXM এবং MIUI-V14.0.5.0 UMBEUXM বিল্ড ভার্সন রিসিভ করবেন। অন্যদিকে, শাওমি ১২টি ব্যবহারকারীরা MIUI-V14.0.6.0.ULQMIXM এবং MIUI-V14.0.5.0.ULQEUXM পাবেন।

উল্লিখিত শাওমি ফোনের ব্যবহারকারীরা অ্যান্ড্রয়েড ১৪-এর সাথে গুগল দ্বারা প্রকাশ করা সমস্ত নতুন ফিচার উপভোগ করতে সক্ষম হবেন। নয়া সফ্টওয়্যারে অনেক পার্সোনালাইজেশন অপশন মিলবে, যা ইউজারকে তাদের পছন্দের অ্যাপগুলিতে দ্রুত অ্যাক্সেসের জন্য কাস্টম লক স্ক্রিন শর্টকাট সেট করতে দেবে। এটি আল্ট্রা এইচডিআর সহ এইচডিআর ছবিগুলির জন্য সাপোর্টও নিয়ে আসছে, যা ফোনে ক্যাপচার করা ফটোগুলিকে আরও প্রাণবন্ত দেখাবে৷

এর পাশাপাশি Android 14-এর সাথে, গুগল লোকাল স্পেশিয়াল অডিও সাপোর্ট, ক্রস-ডিভাইস কপি এবং পেস্ট এবং একটি নতুন মিডিয়া প্লেয়ারও লঞ্চ করেছে। নতুন আপডেটে গোপনীয়তা এবং নিরাপত্তার ওপর বিশেষ মনোযোগ দেওয়া হয়েছে। Android 14-এ হেল্থ কানেক্ট (Health Connect) ফিচার রয়েছে। যা সরাসরি ডিভাইসে ইউজারের সমস্ত ব্যক্তিগত স্বাস্থ্য সম্পর্কিত তথ্য নিরাপদে সঞ্চয় করে এনক্রিপ্ট রাখবে। এছাড়াও, থার্ড-পার্টি শেয়ারিংয়ের জন্য কোনও অ্যাপ লোকেশন ডেটা অ্যাক্সেস করতে চাইলে ব্যবহারকারীরা নোটিফিকেশন পেয়ে যাবেন। এবং ডেটা অ্যাক্সেস প্রত্যাখান করার ক্ষমতা যাবেন।

জানিয়ে রাখি, Android 14 পাসকি (Passkey) সাপোর্টকেও উন্নত করেছে। এখন ফোনগুলিতে থার্ড পার্টি অ্যাপ্লিকেশনগুলির জন্য ফিঙ্গারপ্রিন্ট অথেন্টিকেশন ক্ষমতা এবং একটি আপডেট করা ছয়-সংখ্যার পিন লকস্ক্রিন অপশন পাওয়া যাবে। এছাড়াও ইউজার পিঞ্চ-টু-জুমের সাথে উন্নত ম্যাগনিফিকেশন এবং পরিবর্তনশীল ম্যাগনিফিকেশনের আকার সহ নতুন অ্যাক্সেসিবিলিটি ফিচারগুলিও পাবেন।