Xiaomi 13 সিরিজের Dimensity Edition লঞ্চ ক্যান্সেল, পরিবর্তে আসতে পারে এই ফোন

গত কাল শাওমির চিফ এক্সিকিউটিভ অফিসার (CEO) লেই জুন জানিয়েছিলেন যে, এই বছরের শেষের দিকে ফ্ল্যাগশিপ Xiaomi 13S সিরিজটি লঞ্চ হবে না। যার পরেই প্রযুক্তি দুনিয়ার গোপন খবর সামনে আনার জন্য পরিচিত টিপস্টার দাবি করেছেন যে, এর পাশাপাশি কোম্পানি Xiaomi 13 এর MediaTek Dimensity Edition মডেলও বাজারে আনবে না।

বাতিল হতে পারে Xiaomi 13 সিরিজের Dimensity Edition

শাওমি গত বছর বিখ্যাত জার্মান ক্যামেরা লেন্স প্রস্তুতকারী সংস্থা লাইকা (Leica) দ্বারা টিউন করা ক্যামেরা সেটআপ এবং শাওমি ১২ সিরিজের মডেলগুলির তুলনায় আরও উন্নত কার্যক্ষমতা যুক্ত চিপসেট সহ শাওমি ১২এস সিরিজটি লঞ্চ করেছিল। এই সিরিজের টপ-এন্ড মডেল হিসেবে শাওমি ১২এস আল্ট্রা উন্মোচিত আসে। আর একই সময়ে, ব্র্যান্ডটি শাওমি ১২ প্রো-এর একটি ডাইমেনসিটি ভ্যারিয়েন্টও লঞ্চ করেছিল।

কয়েক মাস আগে শাওমি ১৩ সিরিজের ডাইমেনসিটি মডেলকে নিয়ে জল্পনা শুরু হয়েছিল। তবে গত ডিসেম্বর মাসে অফিশিয়ালি লঞ্চ হওয়ার পর থেকে এই ভিন্ন চিপসেট সংস্করণটির সম্পর্কে আর সেভাবে শোনা যাচ্ছে না।, টিপস্টার ডিজিট্যাল চ্যাট স্টেশন দাবি করেছেন যে, শাওমি ১৩ সিরিজের ডাইমেনসিটি ভ্যারিয়েন্ট গত বছরের শেষে লঞ্চ বাতিল করা হয়েছে। তবে, তিনি এ বছরের দ্বিতীয়ার্ধে একটি ডাইমেনসিটি চিপসেট সহ রেডমি কে৬০ আল্ট্রা বাজারে আসার দিকে ইঙ্গিত দিয়েছেন।

শাওমি-অধীনস্থ ব্র্যান্ড, রেডমির K-সিরিজের Ultra মডেলগুলিতে বেশিরভাগই মিডিয়াটেকের ফ্ল্যাগশিপ চিপসেট ব্যবহার করা হয়। তাই, যে সমস্ত আগ্রহী ক্রেতা এবং শাওমি অনুরাগীরা বাতিল হয়ে যাওয়া Xiaomi 13 Dimensity Edition-এর জন্য অপেক্ষা করছেন, তাদের জন্য এই আসন্ন রেডমি ফ্ল্যাগশিপ হ্যান্ডসেটটি একটি বিকল্প হতে পারে।

উল্লেখ্য, গত বছরের Xiaomi 12 Pro Dimensity Edition-টি স্ট্যান্ডার্ড Xiaomi 12 Pro-এর থেকে কম দামে বাজারে এসেছিল। কারণ এটি শুধুমাত্র কম ব্যয়বহুল ডাইমেনসিটি ৯০০০ প্লাস চিপসেটই অফার করে না, তার সাথে এতে রেগুলার ভ্যারিয়েন্টের থেকে ডাউনগ্রেড ক্যামেরা এবং ধীর গতির চার্জিং সাপোর্ট রয়েছে।