Xiaomi 12 Pro 5G, Xiaomi Pad 5, Xiaomi Smart TV 5A আজ ভারতে লঞ্চ হচ্ছে, সরাসরি দেখুন লঞ্চ ইভেন্ট

Xiaomi 12 Pro 5G, Xiaomi Pad 5, ও Xiaomi Smart TV 5A আজ ভারতে লঞ্চ হতে চলেছে। একটি ভার্চুয়াল ইভেন্টে এই প্রোডাক্টগুলির উপর থেকে পর্দা সরানো হবে। উল্লেখ্য Xiaomi 12 ও Xiaomi 12X এর সাথে গত ডিসেম্বরে চীনে আত্মপ্রকাশ করেছিল Xiaomi 12 Pro এবং মার্চে ফোনটি গ্লোবাল মার্কেটে পা রাখে। আবার গত বছর Xiaomi Pad 5 বিশ্ব বাজারে লঞ্চ হয়। তবে Xiaomi Smart TV 5A কে প্রথমবার ভারতে উন্মোচন করা হবে।

Xiaomi 12 Pro 5G, Xiaomi Pad 5, ও Xiaomi Smart TV 5A ভারতে কখন লঞ্চ হবে

আগেই বলেছি শাওমি ১২ প্রো ৫জি, শাওমি প্যাড ৫ ও শাওমি স্মার্ট টিভি ৫এ লঞ্চ করার জন্য একটি ইভেন্টের আয়োজন করা হয়েছে। এই ইভেন্ট দুপুর ১২টা থেকে শুরু হবে। কোম্পানির অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে এই ইভেন্ট দেখা যাবে। এছাড়া নীচে এম্বেড করা লিঙ্ক থেকেও ইভেন্টটি সরাসরি দেখতে পারবেন।

Xiaomi 12 Pro 5G, Xiaomi Pad 5 ভারতে সম্ভাব্য দাম

শাওমি ১২ প্রো ৫জি, শাওমি প্যাড ৫ এর ভারতে দাম শুরু হতে পারে যথাক্রমে ৬৫,০০০ টাকা ও ২৫,০০০ টাকা থেকে। উল্লেখ্য, চীনে শাওমি ১২ প্রো ৫জি ফোনের বেস মডেল, অর্থাৎ ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছিল ৪,৬৯৯ ইউয়ান (প্রায় ৫৬,২০০ টাকা)। অন্যদিকে ইউরোপে শাওমি প্যাড ৫ এর দাম শুরু হয়েছিল ৩৪৯ ইউরো (প্রায় ৩০,৩০০ টাকা) থেকে।

Xiaomi 12 Pro 5G এর স্পেসিফিকেশন

Xiaomi 12 Pro 5G ফোনে আছে ৬.৭৩ ইঞ্চির ডাব্লিউকিউএইচডি+ (১,৪৪০x৩,২০০ পিক্সেল) স্যামসাং ই৫ অ্যামোলেড পাঞ্চ-হোল ডিসপ্লের। এছাড়া এই ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ ফ্ল্যাগশিপ প্রসেসর, সর্বাধিক ১২ জিবি এলপিডিডিআর৫ র‍্যাম, ২৫৬ জিবি পর্যন্ত ইউএফএস ৩.১ স্টোরেজ, ৪,৬০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি, ১২০ ওয়াট ওয়্যার্ড চার্জিং এবং ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট সহ এসেছে।

আবার ক্যামেরার কথা বললে, Xiaomi 12 Pro 5G ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৭০৭ প্রাইমারি সেন্সর, ৫০ মেগাপিক্সেলের পোর্ট্রেট এবং ৫০ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স উপস্থিত রয়েছে। সেলফি এবং ভিডিও চ্যাটের জন্য, ফোনের সামনে একটি ৩২ মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর বর্তমান।

Xiaomi Pad 5 এর স্পেসিফিকেশন

Xiaomi Pad 5 ট্যাবলেটে পাওয়া যাবে ১১ ইঞ্চির ডাব্লিউকিউএক্সজিএ (WQXGA) ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৬০ প্রসেসর, ৬ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ, অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক এমআইইউআই ১২.৫ কাস্টম স্কিন।

এছাড়া Xiaomi Pad 5-এর রিয়ার প্যানেলে একটি ১৩ মেগাপিক্সেল ক্যামেরা, সেলফি এবং ভিডিও চ্যাটের জন্য সামনে একটি ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা ও ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৮,৭২০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।