Categories: Mobiles

Xiaomi 13 সিরিজের তিনটি ফোন গ্লোবাল মার্কেটে লঞ্চ হবে, কালার-ডিজাইন চলে এল প্রকাশ্যে

গত ডিসেম্বরে চীনের বাজারে লঞ্চ করার পর, শাওমি (Xiaomi) আগামী ২৬ ফেব্রুয়ারি বিশ্ববাজারে তাদের লেটেস্ট ফ্ল্যাগশিপ Xiaomi 13 সিরিজটি উন্মোচন করবে বলে স্থির করেছে। কোম্পানি Xiaomi 13 সিরিজের অধীনে স্ট্যান্ডার্ড Xiaomi 13, Xiaomi 13 Pro, এবং Xiaomi 13 Lite এই তিনটি স্মার্টফোন লঞ্চ করবে। তার মধ্যে Xiaomi 13 এবং Xiaomi 13 Pro মডেলগুলি ইতিমধ্যেই চীনা বাজারে লঞ্চ করা হয়েছে। তবে, আপকামিং Xiaomi 13 Lite মডেলটি ২৬ ফেব্রুয়ারির লঞ্চ ইভেন্টে প্রথমবারের জন্য আত্মপ্রকাশ করবে। আর এখন লঞ্চের আগে, এক সুপরিচিত টিপস্টার আসন্ন Xiaomi 13 সিরিজের ডিভাইসগুলির রেন্ডার শেয়ার করেছেন। পাশাপাশি, আরেক নির্ভরযোগ্য টিপস্টার Xiaomi 13-এর স্টোরেজ ভ্যারিয়েন্ট সম্পর্কিত তথ্যগুলিও প্রকাশ্যে এনেছেন। আসুন এগুলি সম্পর্কে সবিস্তারে জেনে নেওয়া যাক।

ফাঁস হল Xiaomi 13 সিরিজের হ্যান্ডসেটগুলির গ্লোবাল মডেলের রেন্ডার ও স্টোরেজ ভ্যারিয়েন্ট

টিপস্টার স্নুপিটেক গ্লোবাল মার্কেটে আসন্ন শাওমি ১৩ সিরিজের হ্যান্ডসেটগুলির কিছু রেন্ডার টুইটারে শেয়ার করেছেন। এই রেন্ডারগুলি প্রকাশ করেছে যে, শাওমি ১৩ প্রো এবং শাওমি ১৩ লাইট মডেল দুটি কার্ভড ডিসপ্লের সাথে আসবে। যেখানে, স্ট্যান্ডার্ড শাওমি ১৩-এ ফ্ল্যাট এজ ডিজাইন সহ একটি ফ্ল্যাট ডিসপ্লে দেখা যাবে। ফাঁস হওয়া রেন্ডারগুলি শাওমি ১৩ লাইট-এর পিল-আকৃতির ডিসপ্লে নচটি প্রদর্শন করেছে। এছাড়াও এটি নিশ্চিত করেছে যে, শাওমি ১৩ লাইট হবে গত সেপ্টেম্বর মাসে লঞ্চ হওয়া শাওমি সিভি ২-এর রিব্র্যান্ডেড সংস্করণ।

অন্যদিকে, টিপস্টার পারস গুগলানি দাবি করেছেন যে, শাওমি ১৩ ফোনটি ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ, ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ, ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‍্যাম + ৫১২ জিবি স্টোরেজ কনফিগারেশনে লঞ্চ হবে। এছাড়াও, টিপস্টার জানিয়েছেন যে শাওমি ১৩-এর লিমিটেড এডিশনের কালার অপশনগুলিও আন্তর্জাতিক বাজারে আসতে পারে।

Xiaomi 13 Lite-এর সম্ভাব্য স্পেসিফিকেশন এবং ফিচার

‘জিয়ি’ (ziyi) কোডনেম সহ Xiaomi 13 Lite-কে সম্প্রতি গুগল প্লে কনসোল (Google Play Console) ডেটাবেসে দেখা গেছে এবং এর তালিকাটি আসন্ন শাওমি ফোনটির কিছু মূল স্পেসিফিকেশনও প্রকাশ করেছে। তালিকা অনুযায়ী, শাওমি ১২ লাইট কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭ জেন ১ প্রসেসর এবং ৮ জিবি র‍্যাম দ্বারা চালিত হবে। বিভিন্ন লিক এবং সার্টিফিকেশন তালিকার উপর ভিত্তি করে, অনুমান করা হচ্ছে যে, Xiaomi 13 Lite মডেলটি Xiaomi Civi 2-এর একটি রিব্র্যান্ডেড সংস্করণ হবে।

জানিয়ে রাখি, মহিলা ক্রেতাদের উদ্দেশ্য করে গত সেপ্টেম্বর মাসে চীনের মার্কেটে লঞ্চ হওয়া Xiaomi Civi 2-এ ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ফুল-এইচডি+ রেজোলিউশন এবং ১,০০০ নিট পিক ব্রাইটনেস সহ ৬.৫৫ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে প্যানেল অফার করে৷ এই ডিসপ্লেতে একটি পিল-আকৃতির নচের ভিতরে ডুয়েল ফ্রন্ট ক্যামেরা সেটআপ রয়েছে এবং এই স্ক্রিনটি কর্নিং গরিলা গ্লাস ৫ দ্বারা সুরক্ষিত। এটি ডলবি ভিশন এবং এইচডিআর১০+ কন্টেন্টও সাপোর্ট করে।

ফটো ও ভিডিওগ্রাফির জন্য, Xiaomi Civi 2-এর ট্রিপল-রিয়ার ক্যামেরা সেটআপের মধ্যে ৫০ মেগাপিক্সেলের Sony IMX766 প্রাইমারি সেন্সর, একটি ২০ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা অন্তর্ভুক্ত রয়েছে৷ আর সেলফি ও ভিডিও কলের জন্য, ফোনের সামনে পিল আকৃতির নচের ভেতর ৩২ মেগাপিক্সেলের ডুয়েল ফ্রন্ট ক্যামেরা সেটআপ বর্তমান। পাওয়ার ব্যাকআপের জন্য, Xiaomi Civi 2 ফোনটি ৪,৫০০ এমএএইচ ব্যাটারি ইউনিটের সাথে এসেছে, যা ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

এছাড়া, Xiaomi Civi 2-এ কোনও ৩.৫ মিলিমিটারের অডিও জ্যাক নেই, তাই অডিওটি টাইপ-সি চার্জিং পোর্টের মাধ্যমেও রুট করা হয়। নিরাপত্তার জন্য, এই হ্যান্ডসেটে একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার অন্তর্ভুক্ত রয়েছে এবং এটি একটি স্টেরিও স্পিকার সেটআপও অফার করে। পরিশেষে, Civi 2 অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক এমআইইউআই ১৩ (MIUI 13) ইউজার ইন্টারফেসে রান করে।

Ananya Sarkar

Recent Posts

Samsung Galaxy S24 FE লঞ্চ হতে বেশি দেরি নেই, কেমন ফিচার্স থাকবে এই ফোনে

Samsung Galaxy S24 FE ইতিমধ্যেই বিভিন্ন সার্টিফিকেশন সাইটে দেখা গিয়েছে, যা ইঙ্গিত করছে এই আপকামিং…

10 mins ago

Suryakumar Yadav : KKR-এর অধিনায়ক হয়ে ফিরে আসছেন সূর্যকুমার, শ্রেয়াসের কি হবে?

এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সূর্যকুমার যাদব গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। তিনি এই টুর্নামেন্টে…

18 mins ago

অপেক্ষার অবসান ঘটিয়ে Infinix Note 40 Racing লঞ্চ হল ভারতে, পাবেন 108MP ক্যামেরা

BMW গ্রুপের অংশীদারিত্বে Infinix ভারতের বাজারে লঞ্চ করলো নতুন Infinix Note 40 Pro 5G এবং…

47 mins ago

Uber Cruise: গন্তব্যে পৌঁছে দেবে চালকহীন রোবোট্যাক্সি! যুগান্তকারী পরিষেবা আনছে উবের

মাল্টি-মিলিয়ন ডলারে চুক্তিবদ্ধ হল বিশ্বের বৃহত্তম অ্যাপ নির্ভর ট্যাক্সি পরিষেবা সংস্থা উবের (Uber) এবং প্রখ্যাত…

2 hours ago

Shikhar Dhawan: ক্রিকেটকে বিদায় জানালেও পাঁচটি এমন রেকর্ড যা এখনো শিখরের নামেই রয়েছে

সাম্প্রতিক সময় শিখর ধাওয়ান দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেটে ধারাবাহিকভাবে জায়গা করে নিতে পারছিলেন না। তবে তার…

3 hours ago

Tata Nexon CNG: মারুতিকে চাপে ফেলতে পুজোর আগে আধুনিক গাড়ি লঞ্চ করবে টাটা

Tata Motors তাদের জনপ্রিয় এসইউভি, Nexon-এর CNG ভার্সন পুজোর আগেই লঞ্চ করবে বলে শোনা যাচ্ছে।…

3 hours ago