boAt Immortal 700 গেমিং হেডফোন বাজেট রেঞ্জে ভারতে লঞ্চ হল, দাম ও ফিচার জেনে নিন

ভারতীয় মোবাইল অ্যাক্সেসরিজ প্রস্তুতকারী সংস্থা boAt লঞ্চ করল তাদের নতুন বাজেট রেঞ্জের গেমিং হেডফোন, যার নাম boAt Immortal 700। গতবছর সংস্থাটি এই ইম্মর্টাল গেমিং অডিও সিরিজ প্রকাশ্যে এনেছিল। এই হেডফোন লাইন-আপে ছিল Immortal 1000D ও Immortal 200 হেডফোন এবং পরে এসেছিল Immortal 1300 হেডফোনটি। সেক্ষেত্রে ইমমর্টাল সিরিজের চতুর্থ হেডফোন হল Immortal 700। নয়া হেডফোনটি বাজেট রেঞ্জে আসলেও এতে ব্যবহৃত হয়েছে উন্নততর টেকনোলজি। কোলাহলপূর্ণ জায়গাতেও পরিষ্কার সাউন্ড কোয়ালিটি পাওয়ার জন্য এতে ইএনএক্স টেকনোলজি সাপোর্ট করবে। নতুন হেডফোনে রয়েছে পাঁচটি মোড এবং মিউজিক ও মাইক কন্ট্রোলার। চলুন দেখে নেওয়া যাক boAt Immortal 700 গেমিং হেডফোনের দাম, ফিচার ও স্পেসিফিকেশন।

boAt Immortal 700 গেমিং হেডফোনের দাম ও লভ্যতা

ভারতে নতুন বোট ইম্মর্টাল ৭০০ গেমিং হেডফোনের দাম ধার্য করা হয়েছে ২,৪৯৯ টাকা। সোল ব্ল্যাক এবং রেড কালার অপশনে ক্রেতারা বেছে নিতে পারবেন হেডফোনটি।

boAt Immortal 700 গেমিং হেডফোনের স্পেসিফিকেশন

গেমারদের লক্ষ্য করে বানানো বোট ইম্মর্টাল ৭০০ গেমিং হেডফোনে ব্যবহার করা হয়েছে ৫০ এমএম অডিও ড্রাইভার, যা শক্তিশালী অডিও আউটপুট সরবরাহ করতে সক্ষম। পাশাপাশি অডিওতে স্বচ্ছতা আনার জন্য এতে দেওয়া হয়েছে ৭.১ চ্যানেল ভার্চুয়াল সারাউন্ড সাউন্ড সাপোর্ট।

অন্যদিকে, নতুন হেডফোন ইএনএক্স টেকনোলজি সাপোর্ট করবে। ফলে কোলাহলপূর্ণ এলাকাতেও ব্যবহারকারী পরিষ্কার হেয়ারিং এক্সপেরিয়েন্স উপভোগ করতে পারবেন। এমনকি হেডফোনটিতে বোট প্লাগইন ল্যাবজ অ্যাপ্লিকেশনের মাধ্যমে সাউন্ড কাস্টমাইজ করতে পারা যাবে। এতে রয়েছে একটি ইনলাইন রিমোট কন্ট্রোল, যার মাধ্যমে সহজেই ভলিউম নিয়ন্ত্রণ এবং মাইক চালনা করা সম্ভব।

শুধু তাই নয়, নতুন বোট ইম্মর্টাল ৭০০ হেডফোনটি পাঁচটি ভিন্ন মোড সহ আরজিবি এলইডি লাইটের সাথে এসেছে। কানেক্টিভিটিরজন্য এতে দেওয়া হয়েছে ইউএসবি কেবল এবং স্বাচ্ছন্দের সঙ্গে অনেকক্ষণ কানে পরে থাকার জন্য boAt Immortal 700 গেমিং হেডফোনের ইয়ার মাফলারে রয়েছে কম্ফোর্টেবল প্যাড।