Xiaomi 13 Ultra দুর্ধর্ষ মানের ক্যামেরার সঙ্গে বাজার কাঁপাতে আসছে, এপ্রিলে লঞ্চ হতে পারে

গত বছরের জুলাই় মাসে Xiaomi 12S সিরিজ চীনে লঞ্চ হয়েছিল, যা যথেষ্ঠ জনপ্রিয়তা লাভ করেছিল। তবে, তারা এই লাইনআপটি গ্লোবাল মার্কেটে লঞ্চ করেনি, যা শাওমির বহু অনুরাগীকেই হতাশ করেছিল। লেটেস্ট Xiaomi 13 সিরিজটি Xiaomi 12S সিরিজের একটি আপগ্রেড হিসেবে গত ডিসেম্বরে চীনে এসেছে। এবার, শাওমির সিইও (CEO) লেই জুন ঘোষণা করেছেন যে, Xiaomi 13 সিরিজ গ্লোবাল মার্কেটে লঞ্চ হবে। এই লাইনআপের ডিভাইসগুলিকে ইতিমধ্যেই শাওমির ইঞ্জিনিয়াররা একাধিক বাজারে পরীক্ষা করেছেন। আর এখন, Xiaomi 13 সিরিজের টপ-এন্ড Ultra মডেলটিকে আইএমইআই (IMEI) ডেটাবেসে স্পট করা গেছে। এই ডিভাইসটি আনুষ্ঠানিকভাবে চলতি বছরের এপ্রিল মাসে লঞ্চ হবে বলে শোনা যাচ্ছে। আসুন এবিষয়ে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

Xiaomi 13 Ultra-কে দেখা গেল IMEI ডেটাবেসে

গ্লোবাল মার্কেটে আসন্ন শাওমি ১৩ সিরিজে অন্তর্ভুক্ত শাওমি ১৩ আল্ট্রা মডেলটি সম্প্রতি আইএমইআই (IMEI) ডেটাবেসে তালিকাভুক্ত হয়েছে। এর চীনা ভ্যারিয়েন্টের মডেল নম্বর হল 2304FPN6DC এবং গ্লোবাল সংস্করণটি 2304FPN6DG মডেল নম্বর বহন করে। তবে এটি ভারতীয় বাজারে লঞ্চ হবে না। একই সাথে জানা গেছে যে, শাওমি ১৩ আল্ট্রা (চীনা সংস্করণ)-এর প্রথম এমআইইউআই সংস্করণ হল ২২.১১.৫, এবং গ্লোবাল মডেলের জন্য প্রথম এমআইইউআই সংস্করণ হল ২২.১১.২৮৷ অর্থাৎ, এই ফোনটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক এমআইইউআই ১৪ (MIUI 14) ইউজার ইন্টারফেসে রান করবে।

এছাড়া জানা গেছে যে, শাওমি ১৩ আল্ট্রা-এর প্রধান হাইলাইট হবে লাইকা অপটিক্স। অন্যান্য শাওমি ১৩ মডেলের মতো, এই মডেলটিতেও ১-ইঞ্চির আইএমএক্স৯৮৯ আউটসোল সেন্সর ব্যবহার করা হবে। এই ফোনের অন্যান্য স্পেসিফিকেশনগুলি এখনও জানা যায়নি। তবে, আশা করা যায় এতে লেটেস্ট কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ চিপসেট এবং এতে ২কে (2K) স্ক্রিন থাকবে।

জানিয়ে রাখি, শাওমি গত মাসে নতুন Xiaomi 13 এবং 13 Pro ফ্ল্যাগশিপ হ্যান্ডসেট দুটি চীনে লঞ্চ করেছে। কিন্তু এই সিরিজের তৃতীয় ও সবচেয়ে প্রিমিয়াম মডেল, Xiaomi 13 Ultra এখনও অন্তরালে রয়েছে। তবে, সবকিছু পরিকল্পনা অনুযায়ী চললে নতুন প্রজন্মের এই ক্যামেরা ফ্ল্যাগশিপটি চলতি বছরের প্রথমার্ধেই বাজারে আত্মপ্রকাশ করবে। এই ইভেন্টে একটি নতুন Xiaomi Pad-ও লঞ্চ হতে পারে।

প্রসঙ্গত, জনপ্রিয় ওয়েইবো টেক ব্লগার ডিজিট্যাল চ্যাট স্টেশন-এর মতে, শাওমির নতুন ভিডিও ফ্ল্যাগশিপটির কোডনেম “ইশটার” (Ishtar) এবং এর নিবন্ধিত মডেল নম্বর হল 2304FPN6DC৷ এছাড়া, ওই টিপস্টার এও দাবি করেছেন যে, লিউকিন (Liuqin) কোডনেম সহ স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ চিপসেট দ্বারা চালিত আরেকটি নতুন শাওমি ট্যাবলেটও একইসাথে বাজারে আসবে। এই ডিভাইসটি সম্ভবত Xiaomi Pad 6 Pro নামে আত্মপ্রকাশ করবে।

উল্লেখ্য, আসন্ন Xiaomi Pad 6 সিরিজে Pad 6 এবং Pad 6 Pro মডেল দুটি অন্তর্ভুক্ত থাকবে। এই ডিভাইসগুলির কোডনেম যথাক্রমে পিপা (pipa) এবং লিউকিন (liuqin)। এই ট্যাবলেটগুলি যথাক্রমে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৭০ এবং স্ন্যাপড্রাগন ৮প্লাস জেন ১ চিপসেট দ্বারা চালিত হবে। Xiaomi Pad 6 Pro মডেলটি ১,৮৮০×২,৮৮০ পিক্সেলের রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ অ্যামোলেড (AMOLED) ডিসপ্লের সাথে আসবে। এতে কোয়াড স্পিকার এবং ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। তবে, M81 মডেল নম্বর সহ Xiaomi Pad 6 Pro শুধুমাত্র চীনে পাওয়া যাবে বলে জানা গেছে। শোনা যাচ্ছে, শাওমি আগামী মাসে স্পেনের বার্সেলোনায় আয়োজিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৩ (MWC 2023)-এ এই ডিভাইসগুলির ওপর থেকে পর্দা সরাবে এবং এপ্রিলে এগুলি বিক্রির জন্যে বাজারে উপলব্ধ হবে।