Nothing Ear 1 কে টেক্কা দিতে OnePlus Buds Z2 প্রায় ১৫০০ টাকা কমে ভারতে আসছে

জল্পনা রয়েছে শীঘ্রই ভারতে লঞ্চ হবে OnePlus RT, যা চিনে লঞ্চ হওয়া OnePlus 9RT ফোনের রিব্র্যান্ডেড ভার্সন হিসেবে এদেশে আসবে। এর পাশাপাশি সংস্থাটি ভারতের বাজারে আনতে পারে আর‌ও একটি ডিভাইস, যার নাম OnePlus Buds Z2 ট্রুলি ওয়্যারলেস ইয়ারবাড। এটি চলতি বছরের প্রথমার্ধে প্রথমে চীনে, তারপর আমেরিকা এবং ইউরোপের বাজারে লঞ্চ হয়েছিল। যদিও ওয়ানপ্লাসের তরফ থেকে এখনো পর্যন্ত Buds Z2 ভারতে কবে লঞ্চ হবে তা নিশ্চিত করা হয়নি। তবে এদেশে লঞ্চের আগেই ইয়ারবাডটির দাম সামনে এল।

OnePlus Buds Z2 ট্রুলি ওয়্যারলেস ইয়ারবাডের দাম ও প্রাপ্যতা

টিপস্টার যোগেশ ব্রারের, 91mobiles কে জানিয়েছেন, ওয়ানপ্লাস বাডস জেড ২ ট্রুলি ওয়্যারলেস ইয়ারবাডের ভারতে দাম রাখা হতে পারে ৪,৯৯৯ টাকা, যা নাথিং ইয়ার ১ ইয়ারফোনের থেকে প্রায় ১,৫০০ টাকা কম।

এই রিপোর্ট থেকে আরো জানা গেছে যে, বাডস জেড ২ প্রথমে শুধুমাত্র পার্ল হোয়াইট কালারেই ভারতে লঞ্চ হতে পারে। তবে এর অন্য কালারটি অর্থাৎ অবসিডিয়ান ব্ল্যাক আগামী বছরের শেষের দিকে আসতে পারে। উল্লেখ্য, আমেরিকায় ইয়ারবাডটির দাম ৯৯ ডলার (প্রায় ৭,৬০০ টাকা) এবং ইউরোপে দাম ৯৯ ইউরো (প্রায় ৮,৬০০ টাকা)।

OnePlus Buds Z2 ট্রুলি ওয়্যারলেস ইয়ারবাডের ফিচার ও স্পেসিফিকেশন

ওয়ানপ্লাস বাডস জেড ২, এর পূর্বসূরী অরিজিনাল বাডস জেড ইয়ারবাডের মতোই স্টেম ডিজাইনের সাথে আসছে। মনোরম সাউন্ড কোয়ালিটি এবং উন্নততর বেসের জন্য এই নয়া ওয়্যারলেস ইয়ারফোনে দেওয়া হয়েছে ১১এমএম মুভিং কয়েল ড্রাইভার। এতে ৪০ ডেসিবেল পর্যন্ত অ্যাক্টিভ নয়েজ ক্যান্সলেশন ফিচার সাপোর্ট করে। কল চলাকালীন অবাঞ্ছিত আওয়াজ এড়াতে ইয়ারবাডে থাকতে পারে তিনটি মাইক। আবার এই ইয়ারফোনটির উভয় বাডই আইপি৫৫ রেটিংপ্রাপ্ত হবে, ফলে সহজেই জলের ছিটে এবং ঘাম থেকে সুরক্ষা দেবে। কল রিসিভ করার জন্য এবং গান পরিবর্তনের জন্য এতে যুক্ত হতে পারে টাচ কন্ট্রোল ফিচার।

এবার আসা যাক এর ব্যাটারির প্রসঙ্গে। OnePlus Buds Z2 ট্রুলি ওয়্যারলেস ইয়ারবাড একবার চার্জে ৭ ঘন্টা পর্যন্ত ব্যবহার করা যেতে পারে। তবে কেস সমেত এটি ৩৮ ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিতে পারবে। সাথে এতে ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। অন্যদিকে, মাত্র ১০ মিনিট চার্জে এটি ৫ ঘন্টা পর্যন্ত ব্যাটারি লাইফ অফার করতে সক্ষম হবে।