শাওমির বিখ্যাত Leica ক্যামেরা ফোনের গ্লোবাল লঞ্চ নিয়ে বড় খবর, সবার আগে এই দেশে আসছে

শাওমির সবচেয়ে অত্যাধুনিক ফ্ল্যাগশিপ স্মার্টফোন, Xiaomi 13 Ultra গত এপ্রিল মাসে চীনে লঞ্চ হয়েছিল। তারপর থেকেই ফোনটির গ্লোবাল লঞ্চ নিয়ে জল্পনা চলছে। সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট অনুসারে, মডেলটি চীনের বাইরে বেশ কিছু দেশে আগামী ৮ জুনের মধ্যেই লঞ্চ হতে চলেছে। এবার জানা গেল Xiaomi 13 Ultra ফ্রান্সে (ইউরোপীয় মার্কেটে) খুব শীঘ্রই পা রাখতে চলেছে। সেখানে শাওমির ওয়েবসাইটশৎশ থেকে ফোনটির লঞ্চ ও সেলের তারিখ প্রকাশ হয়েছে।

Xiaomi 13 Ultra ফ্রান্সে লঞ্চ হবে আগামী সপ্তাহে

শাওমি ১৩ আল্ট্রা আগামী ১২ জুন ফ্রান্সে  হয়ে সেল ২১ জুন থেকে শুরু হবে। ইউরোপের অন্যান্য দেশগুলিতে লঞ্চের তারিখ ঘোষণা না  হলেও, শীঘ্রই এই বিষয়ে আনুষ্ঠানিক ভাবে বার্তা আসবে বলে আশা করা যায়। এদিকে চীনে লঞ্চ হওয়ার ফলে স্মার্টফোনটির সমস্ত তথ্য সম্পর্কে আমরা ওয়াকিবহল। আসুন এই স্মার্টফোনটির মূল বৈশিষ্ট্যগুলি দেখে নেওয়া যাক।

Xiaomi 13 Ultra: স্পেসিফিকেশন

শাওমি ১৩ আল্ট্রা হল একটি আকর্ষণীয় ফ্ল্যাগশিপ স্মার্টফোন যা, ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ১,৪৪০ পিক্সেলের রেজোলিউশন এবং ২,৬০০ নিটের পিক ব্রাইটনেস সহ বড় ৬.৭৩ ইঞ্চির কিউএইচডি+ অ্যামোলেড (AMOLED) ডিসপ্লের সাথে এসেছে। ডিভাইসটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর দ্বারা চালিত। এতে ১৬ জিবি এলপিডিডিআর৫ র‍্যাম এবং ১ টিবি ইউএফএস ৪.০ ইন-বিল্ট স্টোরেজ বর্তমান, যা মসৃণ মাল্টিটাস্কিং এবং পর্যাপ্ত স্টোরেজ স্পেস নিশ্চিত করে৷ ফোনটি অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমের ওপর ভিত্তি করে কাস্টমাইজড এমআইইউআই ১৪ (MIUI 14) কাস্টম স্কিনে রান করে।

ফটোগ্রাফির জন্য, Xiaomi 13 Ultra-তে একটি অসাধারণ ক্যামেরা সেটআপ রয়েছে, যার মধ্যে লেইকা ভ্যারিও-সামিক্রন লেন্স সহ ৫০ মেগাপিক্সেলের ১-ইঞ্চি সনি আইএমএক্স৯৮৯ প্রাইমারি ক্যামেরা সেন্সর অবস্থান করছে, যা এফ/১.৯ থেকে এফ/৪.০ পর্যন্ত একটি পরিবর্তনশীল অ্যাপারচার প্রদান করে। অন্য ক্যামেরা দু’টি হল এফ/১.৮ অ্যাপারচার ও ১২২ ডিগ্রি ফিল্ড-অফ-ভিউ সহ ৫০ মেগাপিক্সেল সনি আইএমএক্স৮৫৮ আল্ট্রাওয়াইড সেন্সর এবং একটি ৫০ মেগাপিক্সেলের আইএমএক্স৮৫৮ টেলিফোটো লেন্স৷ সেলফি এবং ভিডিও কলের জন্য সামনে একটি ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা বর্তমান। পাওয়ার ব্যাকআপের জন্য, Xiaomi 13 Ultra-এ শক্তিশালী ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা ৯০ ওয়াট ফাস্ট চার্জিং এবং ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং উভয়ই সাপোর্ট করে।