দেশকে দূষণমুক্ত করতে জোর, TVS এর ইলেকট্রিক স্কুটার ব্যবহার করে জিনিসপত্র পৌঁছে দেবে Amazon

বৈদ্যুতিক গাড়ির প্রসার ঘটিয়ে দেশকে দূষণমুক্ত করতে স্বনামধন্য ই-কমার্স সংস্থা অ্যামাজন (Amazon) দেশীয় টু-হুইলার ব্র্যান্ড টিভিএস মোটর (TVS Motor)-এর সাথে জোট বাঁধার ঘোষণা করল। নতুন কৌশলগত অংশীদারিত্বের অধীনে সংস্থাদ্বয় এদেশে যৌথভাবে ইলেকট্রিক টু এবং থ্রি হুইলার মোতায়েন করবে। অ্যামাজন তাদের লাস্ট মাইল ডেলিভারির জন্য টিভিএস এর ইলেকট্রিক স্কুটার এবং ই-অটো ব্যবহার করবে।

এই প্রসঙ্গে অ্যামাজন ইন্ডিয়ার আধিকারিক (কাস্টমার ফুলফিলমেন্ট, সাপ্লাই চেইন এবং গ্লোবাল স্পেশালিটি ফুলফিলমেন্ট) অভিনব সিং বলেন, “এই জোট আমাদের পরিষেবার ফলে সৃষ্ট পরিবেশের উপর প্রভাব কমিয়ে এনে ২০২৫-এর মধ্যে এদেশে ১০ হাজার ইলেকট্রিক ভেহিকেল মোতায়নের লক্ষ্য পূরণ করতে সাহায্য করবে।”

২০২০ সালে প্রসিদ্ধ ই-কমার্স সংস্থাটি জানিয়েছিল ২০২৫-এর মধ্যে তারা এদেশে ডেলিভারির জন্য ১০,০০০ বৈদ্যুতিক যানবাহন ব্যবহার করবে। আর ২০৩০-এর মধ্যে সমগ্র বিশ্বে ১,০০,০০০ ইভি মোতায়েনের লক্ষ্য। টিভিএস মোটর কোম্পানি ঊর্ধ্বতন সহ-সভাপতি (ফিউচার মোবিলিটি) মানু সাক্সেনা বলেন, “TVS iQube-এর দারুণ সাফল্য অর্জনের পর বিভিন্ন সেগমেন্টে আমরা বর্তমানে আমাদের অফারের পরিধি প্রসারিত করতে চাইছি।”

প্রসঙ্গত, বিজনেস-টু-বিজনেস বা বিটুবি সেগমেন্ট বৈদ্যুতিক দুই এবং তিন চাকার গাড়ি নিয়ে আসার জন্য প্রস্তুত টিভিএস মোটর। সাথে এর ইকোসিস্টেমটিও বাড়াতে বদ্ধপরিকর তারা। এছাড়াও, লজিস্টিক্স এবং অন্যান্য সমস্যা সমাধানের লক্ষ্যে অ্যামাজন অন্যান্য ব্যবসায়িক শাখার জন্য বিভিন্ন ধরনের বৈদ্যুতিক গাড়ির উপর পরীক্ষা চালাবে টিভিএস।