Xiaomi 13 Ultra: শাওমির সবচেয়ে অত্যাধুনিক ফোন বাজারে আসছে, থাকবে বিশাল ক্যামেরা

শাওমি সম্প্রতি ভারতে Xiaomi 13 Pro লঞ্চ করেছে। এই নয়া ফ্ল্যাগশিপ স্মার্টফোনটির দাম এ দেশে ৭৯,৯৯৯ টাকা রাখা হয়েছে। এদিকে...
Ananya Sarkar 11 March 2023 11:39 PM IST

শাওমি সম্প্রতি ভারতে Xiaomi 13 Pro লঞ্চ করেছে। এই নয়া ফ্ল্যাগশিপ স্মার্টফোনটির দাম এ দেশে ৭৯,৯৯৯ টাকা রাখা হয়েছে। এদিকে শোনা যাচ্ছে, শাওমি শীঘ্রই বিভিন্ন দেশে আরেকটি ফ্ল্যাগশিপ স্মার্টফোন লঞ্চের পরিকল্পনা করছে, যা Xiaomi 13 Ultra নামে বাজারে আসতে পারে। আর এখন একটি নির্ভরযোগ্য সূত্র মারফৎ জানা গেছে যে, শাওমির আসন্ন 'Ultra' ফ্ল্যাগশিপটি বিশ্বের বিভিন্ন বাজারে উপলব্ধ হবে। শাওমি এই বিষয়ে কোনও বিস্তারিত তথ্য নিশ্চিত করেনি। তবে এই ফোনটির সম্পর্কে কিছু তথ্য অনলাইনে ফাঁস হয়েছে। আসুন তাহলে এগুলি সম্পর্কে সবিস্তারে জেনে নেওয়া যাক।

প্রকাশ্যে এল Xiaomi 13 Ultra-এর লঞ্চের টাইমলাইন

শাওমি ১৩ আল্ট্রা চলতি বছরে কোম্পানির সবচেয়ে প্রিমিয়াম স্মার্টফোন হিসেবে বাজারে আসতে চলেছে। ত্রেটি আনুষ্ঠানিকভাবে এবছরের শেষ লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। আর একটি নতুন লিক থেকে জানা গেছে যে, শাওমি ১৩ আল্ট্রা ২০২৩ সালের দ্বিতীয় ত্রৈমাসিকে লঞ্চ হবে৷ টিপস্টার আইস ইউনিভার্স দাবি করেছেন যে, ডিভাইসটি বিশ্ব বাজারেও উন্মোচিত হবে৷ প্রসঙ্গত, গত বছর চীনে লঞ্চ হওয়া পূর্বসূরি শাওমি ১২এস আল্ট্রা মডেলটি বিশ্ববাজারে পা রাখেনি। তাই এটি গ্লোবাল মার্কেটের শাওমি অনুরাগীদের জন্য সুখবর হয়ে আসছে।

জানিয়ে রাখি, শাওমি ১৩ আল্ট্রা-এ গত বছরের ১২এস আল্ট্রার মতোই ডিজাইন দেখা যাবে বলে মনে করা হচ্ছে। বিদ্যমান এই আল্ট্রা মডেলে ডিএসএলআর (DSLR) ক্যামেরা লেন্সের অনুরূপ ক্যামেরা মডিউলের ডিজাইন রয়েছে। শাওমি ১২এস আল্ট্রার ব্যাক প্যানেলে একটি বিশাল বৃত্তাকার ক্যামেরা মডিউল দেখা যায়, যার চারপাশে সোনালী রঙের রিং রয়েছে। মডিউল ছাড়া, রিয়ার প্যানেলের বাকি অংশে একটি নকল চামড়ার ফিনিশ বর্তমান যা অনেকটা ডিএসএলআর ক্যামেরা বডির মতো অনুভূত হয়।

এদিকে, টিপস্টার আইস ইউনিভার্সের পর, আরেক সুপরিচিত টিপস্টার স্নুপি টেক টুইটারে প্রকাশ করেছেন যে, Xiaomi 13 Ultra আগামী মে মাসে লঞ্চ হবে। তবে এই বিষয়ে কোম্পানির পক্ষ থেকে কোনও তথ্য নিশ্চিত করা হয়নি। অতএব, এই ফাঁস হওয়া সংবাদগুলি কতটা সত্য, তা সময়ই বলতে পারবে। কিন্তু ইতিমধ্যেই Xiaomi 13 Ultra-এর লাইভ ছবি অনলাইনে ফাঁস হয়েছে।

ইমেজ অনুযায়ী, ফোনটির ওপর একটি সাদা কভার থাকবে, তবে ক্যামেরা মডিউলের ডিজাইনটি Xiaomi 12S Ultra-এর অনুরূপ। ফোনটিতে একটি কোয়াড-ক্যামেরা সেটআপ থাকবে। আর ক্যামেরা আইল্যান্ডের কেন্দ্রে বিখ্যাত জার্মান ক্যামেরা লেন্স প্রস্তুতকারক লাইকা (Leica)-এর ব্র্যান্ডিং দেখা যাবে এবং এতে ডুয়েল এলইডি ফ্ল্যাশও উপস্থিত থাকবে।

Xiaomi 13 Ultra-এর ফাঁস হওয়া ক্যামেরা মডিউলের ডিজাইনটি নির্দেশ করে যে, ফোনটিতে একটি পেরিস্কোপ ক্যামেরা অবস্থান করবে। এটি সম্ভবত কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ২ বা অঘোষিত স্ন্যাপড্রাগন ৮প্লাস জেন ২ প্রসেসর দ্বারা চালিত হতে পারে। আশা করা হচ্ছে, 13 Ultra-এ ৫০ মেগাপিক্সেলের ১-ইঞ্চি সনি আইএমএক্স৯৮৯ ক্যামেরা সেন্সর উপস্থিত থাকবে।

এছাড়া, এই ফ্ল্যাগশিপ ডিভাইসটি ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৭ ইঞ্চির ডাব্লিউকিউএইচডি+ অ্যামোলেড (AMOLED) কার্ভড-এজ ডিসপ্লে সহ লঞ্চ হতে পারে। এই ডিসপ্লেটির ওপরে সেন্টার্ড পাঞ্চ-হোল কাটআউট দেখা যাবে। ফোনটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক এমআইইউআই ১৪ (MIUI 14) ইউজার ইন্টারফেসে রান করবে। এই শাওমি ফোনটি প্রাথমিকভাবে চীনে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে, তারপরে অন্যান্য বাজারে পা রাখবে। ফোনটি ভারতে লঞ্চ হয় কিনা তাই এখন দেখার।

Show Full Article
Next Story