Xiaomi 13 Ultra: শাওমির বিখ্যাত ক্যামেরা ফোনের গ্লোবাল লঞ্চ বৃহস্পতিবার, কেমন ফিচার্স দেখুন

গত এপ্রিল মাসে, শাওমি এ বছর তাদের সবচেয়ে প্রিমিয়াম ফ্ল্যাগশিপ স্মার্টফোন হিসাবে চীনে Xiaomi 13 Ultra লঞ্চ করেছে। ডিভাইসটি বিশ্ব বাজারে কবে আসবে তার অপেক্ষায় দিন গুনছিলেন ক্রেতারা। আর এখন অপেক্ষার অবসান ঘটিয়ে ফোনটির গ্লোবাল লঞ্চের তারিখ ঘোষণা করা হয়েছে শাওমির তরফে।
Xiaomi 13 Ultra-র একটি মাইক্রোসাইট লাইভ হয়েছে ব্র্যান্ডের ওয়েবসাইটে। সেখানে একটি কাউন্টডাউন টাইমার লঞ্চের তারিখ কনফার্ম করেছে।

Xiaomi 13 Ultra গ্লোবাল মার্কেটে আগামী সপ্তাহে লঞ্চ হবে

অফিসিয়াল সাইটের কাউন্টডাউন টাইমার থেকে জানা গেছে যে, শাওমি ১৩ আল্ট্রা-এর গ্লোবাল লঞ্চ ইভেন্টটি আগামী ৮ জুন, বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। যেসমস্ত আগ্রহী ব্যক্তিরা ১৩ আল্ট্রা কিনবেন, তারা বেশকিছু অতিরিক্ত সুবিধা পাবেন, যেমন বিনামূল্যে তিন মাসের ইউটিউব প্রিমিয়াম (YouTube Premium) এবং ৬ মাসের ১০০ জিবি গুগল ওয়ান সাবস্ক্রিপশন। শাওমি ১৩ আল্ট্রা বিশ্ব বাজারে শুধুমাত্র ১২ জিবি র‍্যাম + ৫১২ জিবি স্টোরেজ সংস্করণে পাওয়া যেতে পারে। ইউরোপে দাম হতে পারে ১,২৯৯ ইউরো (প্রায় ১,১৪,৮০০ টাকা) বা ১,৪৯৯ ইউরো (প্রায় ১,৩২,৪৫০ টাকা)। এটি কালো এবং সবুজ রঙে পাওয়া যাবে।

Xiaomi 13 Ultra-এর স্পেসিফিকেশন

শাওমি ১৩ আল্ট্রা-এ ৬.৭৩ ইঞ্চির অ্যামোলেড এলটিপিও ডিসপ্লে রয়েছে, যা কোয়াডএইচডি+ রেজোলিউশন, ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং একটি আন্ডার-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার অফার করে। ডিভাইসটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ চিপসেট দ্বারা চালিত হবে, যা এলপিডিডিআর৫এক্স র‍্যাম এবং ইউএফএস ৪.০ স্টোরেজের সাথে যুক্ত। ফোনটি অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেম ভিত্তিক এমআইইউআই ১৪ (MIUI 14) ইউজার ইন্টারফেসে রান করে।

ফটোগ্রাফির জন্য, Xiaomi 13 Ultra-এর পিছনে ৫০ মেগাপিক্সেলের ১ ইঞ্চি সনি আইএমএক্স৯৮৯ মেইন ক্যামেরা, ৫০ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স, অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ ৫০ মেগাপিক্সেলের টেলিফোটো ক্যামেরা এবং ওআইএস ও ৫x অপটিক্যাল জুম সহ ৫০ মেগাপিক্সেল পেরিস্কোপ লেন্সে আছে। আর সামনে একটি ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা বর্তভান। পাওয়ার ব্যাকআপের জন্য ৫,০০০ এমএএইচ ব্যাটারির সঙ্গে এসেছে Xiaomi 13 Ultra, যা ৯০ ওয়াট ওয়্যার্ড এবং ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।