Realme GT Neo 3 বিশ্বের প্রথম 150W ফাস্ট চার্জিংযুক্ত ফোন হতে পারে, ব্যাটারি ফুল চার্জড মাত্র 12 মিনিটে!

Realme তাদের GT সিরিজের তৃতীয় প্রজন্মের বাজেট ফ্ল্যাগশিপ ফোনের উপরে কাজ করছে। চীনের TENAA অথরিটি সম্প্রতি রিয়েলমির দু’টি নতুন আপকামিং ফোনকে শংসাপত্র দিয়েছিল – RMX3650 ও RMX362। প্রযুক্তিমহলের দাবি, এটি আপকামিং Realme GT Neo 3 -এর দুই ভ্যারিয়েন্ট। জনপ্রিয় টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন এখন ওই ভ্যারিয়েন্টগুলির ব্যাটারি ক্যাপাসিটি এবং চার্জিং স্পিড সম্বন্ধীয় তথ্য শেয়ার করেছে।

টিপস্টারের রিপোর্ট অনুযায়ী, Realme GT Neo 3-এর RMX3650 ও RMX3562 ভ্যারিয়েন্ট যথাক্রমে ৪,৫০০ এমএএইচ ও ৫,০০০ এমএএইচ ব্যাটারির সাথে আসবে। আবার প্রথম মডেলটি (RMX3650) হবে বিশ্বের স্মার্টফোন, যা ১৫০ ওয়াট আল্ট্রাফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ১৫০ ওয়াট চার্জার দিয়ে ৪,৫০০ এমএএইচ ব্যাটারি চার্জ করতে ১২ মিনিটের কাছাকাছি সময় লাগবে বলে দাবি ডিজিটাল চ্যাট স্টেশনের।

Realme GT Neo 3 এর অ্যাডভ্যান্সড ভ্যারিয়েন্টের মতো তার বেস ভ্যারিয়েন্ট এত পাওয়ারফুল চার্জিং সাপোর্ট পাবে না। তবুও এতে যথেষ্ট ক্ষমতাসম্পন্ন ৮০ ওয়াট চার্জিংয়ের সমর্থন থাকবে বলে জানা গিয়েছে।

Realme GT Neo 3 স্পেসিফিকেশন (সম্ভাব্য)

রিপোর্ট অনুযায়ী, রিয়েলমি জিটি নিও ৩ একটি ইন- স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সরযুক্ত ৬.৭ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লের সঙ্গে আসবে। যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০০ প্রসেসর (অঘোষিত) ব্যবহার করা হবে। রিয়েলমি জিটি নিও ৩ বাজারে ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ, ৮  জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ কনফিগারেশনে আসতে পারে।

এছাড়া, রিয়েলমি জিটি নিও ৩-এর ব্যাক প্যানেলে একটি ওআইএসযুক্ত ৫০ মেগাপিক্সেল (সনি আইএমএক্স৭৬৬) প্রাইমারি ক্যামেরা, একটি ৮ সেকেন্ডারি লেন্স, এবং একটি ২ মেগাপিক্সেল ক্যামেরা লেন্স দেখা যেতে পারে। ভ্যারিয়েন্ট অনুযায়ী, পাওয়ার ব্যাকআপের জন্য ৫,০০০/৪,৫০০ এমএএইচ ব্যাটারি থাকবে।