Categories: Mobiles

Xiaomi 13T ও Xiaomi 13T Pro এর দাম লঞ্চের আগেই ফাঁস, সামনে এল ছবিও

Xiaomi বর্তমানে তাদের নতুন স্মার্টফোন সিরিজ Xiaomi 13T গ্লোবাল মার্কেটে লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। সংস্থার তরফ থেকে সম্প্রতি ঘোষণা করা হয় যে, আগামী ২৬শে সেপ্টেম্বর বার্লিনে আলোচ্য সিরিজকে উন্মোচন করা হবে। এছাড়া এই লাইনআপের অধীনে – Xiaomi 13T এবং Xiaomi 13T Pro নামের দুটি মডেল আত্মপ্রকাশ করবে বলেও নিশ্চিত করা হয়েছে। যদিও উল্লেখিত তথ্য ব্যতীত ডিভাইসগুলির আর কোনো তথ্য প্রকাশ্যে আসেনি। তবে আজ অ্যাপুয়ালস (Appuals) এবং টিপস্টার সুধাংশু আম্ভোর (Sudhanshu Ambhore) -এর সৌজন্যে আপকামিং Xiaomi 13T সিরিজের ডিজাইন রেন্ডার, কালার বিকল্প এবং সম্ভাব্য বিক্রয় মূল্য ফাঁস হয়েছে।

লঞ্চের আগেই ফাঁস হল Xiaomi 13T সিরিজের ডিজাইন রেন্ডার এবং কালার অপশন

ফাঁস হওয়া রেন্ডারে, আসন্ন শাওমি ১৩টি এবং শাওমি ১৩টি প্রো স্মার্টফোনকে মোট তিনটি কালার অপশনে দেখা গেছে। এগুলি হল – ব্ল্যাক, গ্রীন এবং ব্লু। যার মধ্যে ব্ল্যাক এবং গ্রীন কালার ভ্যারিয়েন্ট গ্লাস ব্যাক প্যানেল সহ আসবে বলে মনে হচ্ছে। আর ব্লু বিকল্পটিকে হয়তো লেদার ফিনিশিং অফার করা হবে।

Xiaomi 13T স্মার্টফোন সিরিজের দাম কত রাখা হতে পারে?

টিপস্টার সুধাংশু আম্ভোরের দাবি অনুসারে, ইউরোপের বাজারে রেগুলার শাওমি ১৩টি স্মার্টফোনের ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ বিকল্পের দাম ৬৯৯ ইউরো (ভারতীয় মূল্যে প্রায় ৬২,২০০ টাকা) রাখা হতে পারে। অন্যদিকে উচ্চতর শাওমি ১৩টি প্রো মডেলের ১২ জিবি র‍্যাম + ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টকে ৮৯৯ ইউরো (প্রায় ৭৯,৯০০ টাকা) মূল্যে লঞ্চ করা হবে হয়তো।

Xiaomi 13T সিরিজের স্পেসিফিকেশন (সম্ভাব্য)

Xiaomi 13T সিরিজের স্মার্টফোন দুটিকে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট এবং ২৬০০ নিট পিক ব্রাইটনেস সমর্থিত ৬.৬৭-ইঞ্চির ১.৫কে (২৭১২×১২২০ পিক্সেল) ফ্ল্যাট AMOLED ডিসপ্লে প্যানেল সহ নিয়ে আসা হবে। এই ডিসপ্লের ডিজাইন হবে পাঞ্চ-হোল (কেন্দ্রীভূত) স্টাইলের এবং এটি কর্নিং গরিলা গ্লাস ৫ দ্বারা সুরক্ষিত থাকবে। পারফরম্যান্সের জন্য সিরিজের স্ট্যান্ডার্ড মডেল অর্থাৎ Xiaomi 13T -এ অক্টা-কোর মিডিয়াটেক ডাইমেনসিটি ৮২০০ আল্ট্রা প্রসেসর ব্যবহার করা হবে বলে জানা গেছে। অন্যদিকে, Xiaomi 13T Pro ফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯২০০+ প্রসেসর থাকবে। উভয় হ্যান্ডসেটই অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক এমআইইউআই ১৪ কাস্টম স্কিনের সাথে প্রি-লোডেড হয়ে আসবে৷ এক্ষেত্রে শাওমি, তাদের এই নয়া স্মার্টফোন সিরিজের সাথে ৪টি অ্যান্ড্রয়েড ভার্সন আপগ্রেড এবং ৫ বছরের সিকিউরিটি প্যাচ আপডেট অফার করবে বলে ইতিমধ্যেই নিশ্চিত করেছে৷

ক্যামেরা বিভাগের ক্ষেত্রে, আসন্ন Xiaomi 13T সিরিজে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেখা যাবে। এই ক্যামেরাগুলি – অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সমর্থিত লাইকা (Leica) ব্র্যান্ডিংয়ের ৫০ মেগাপিক্সেলের Sony IMX707 প্রাইমারি সেন্সর, ৫০ মেগাপিক্সেলের টেলিফটো লেন্স এবং ১২ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল শুটার হতে পারে। এদিকে ফোনগুলির সাথে ২০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পাওয়া যাবে বলে সাম্প্রতিক একটি রিপোর্টে দাবি করা হয়েছে৷

Xiaomi 13T সিরিজের উভয় স্মার্টফোনেই ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হবে। যদিও স্ট্যান্ডার্ড Xiaomi 13T মডেলে ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং এবং টপ-এন্ড মডেল Xiaomi 13T Pro-এ ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করবে বলে জানা যাচ্ছে। এছাড়া আলোচ্য সিরিজকে স্টেরিও স্পিকার সিস্টেম এবং ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের সাথে লঞ্চ করা হতে পারে।

TechGup Desk

TechGup এর নতুন ও অভিজ্ঞ লেখকরা এই প্রোফাইল থেকে খবর লেখেন। মূলত যৌথ প্রচেষ্টায় যে খবরগুলি লেখা হয়, সেগুলি এই প্রোফাইল থেকে পাবলিশ করা হয়।

Recent Posts

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

2 hours ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

2 hours ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

3 hours ago

ফিরে এলো ভাউসাহেব মেমোরিয়াল ট্রফি, ভারতের মাটিতে আর্জেন্টিনা অজি ক্লাবের সাথে খেলবে ভারতীয় ক্লাব

ভাউসাহেব বন্দোদকার মেমোরিয়াল ট্রফি একটি অন্যতম ভারতীয় ফুটবল টুর্নামেন্ট যা গোয়া ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজন…

3 hours ago

অত্যাধুনিক স্কুটার এবার হাতের মুঠোয়, পড়শি দেশে গাড়ি লঞ্চ করছে ভারতের Ather Energy

অত্যাধুনিক ইলেকট্রিক স্কুটার তৈরির জন্য বিখ্যাত Ather Energy এদিন শ্রীলঙ্কার বাজারে পা রাখার ঘোষণা করেছে।…

3 hours ago

Mohun Bagan Durand Cup: রুদ্ধশ্বাস ম্যাচে কাঁটায় কাঁটায় টক্কর, অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিয়ে ডুরান্ডের সেমিতে মোহনবাগান

আজ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধে সবুজ মেরুনদের আক্রমণে জেসন কামিন্স, পেত্রাতোসের অভাব টের পাচ্ছিল…

4 hours ago