Xiaomi-এর ফোনে প্রথমবার, Xiaomi 13T ও Xiaomi 13T Pro ফোন পাবে এই বিশেষ সুবিধা

Xiaomi সম্প্রতি ঘোষণা করেছে যে, আগামী ২৬শে সেপ্টেম্বর বার্লিনে আয়োজিত একটি লঞ্চ ইভেন্টে নতুন Xiaomi 13T এবং Xiaomi 13T Pro স্মার্টফোনের উপর থেকে পর্দা সরানো…

Xiaomi সম্প্রতি ঘোষণা করেছে যে, আগামী ২৬শে সেপ্টেম্বর বার্লিনে আয়োজিত একটি লঞ্চ ইভেন্টে নতুন Xiaomi 13T এবং Xiaomi 13T Pro স্মার্টফোনের উপর থেকে পর্দা সরানো হবে। এগুলি যথাক্রমে – বিদ্যমান Xiaomi 12T এবং 12T Pro মডেলের উত্তরসূরি হিসেবে আসবে৷ এদিকে লঞ্চের সময় যত ঘনিয়ে আসছে ততই ডিভাইসগুলির ফিচার অনলাইনে ফাঁস হচ্ছে। পাশাপাশি সংস্থাটিও আলোচ্য ফোন দুটির কিছু স্পেসিফিকেশন সম্প্রতি প্রকাশ করেছে। আবার আজ অর্থাৎ আনুষ্ঠানিক লঞ্চের মাত্র দেড় সপ্তাহ আগে Xiaomi ব্র্যান্ডের এক এক্সিকিউটিভকে Xiaomi 13T সিরিজ প্রসঙ্গে এমন একটি গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করতে দেখা গেল, যা ডিভাইসগুলি কেনার জন্য যথেষ্ট উৎসাহী করে তুলতে পারে ক্রেতাদের।

আপকামিং Xiaomi 13T এবং 13T Pro স্মার্টফোনের সাথে পাওয়া যাবে দীর্ঘ সফ্টওয়্যার সাপোর্ট

শাওমি ব্র্যান্ডের কমিউনিকেশন ডিরেক্টর ড্যানিয়েল ডেসজারলাইস (Daniel Desjarlais) আজ X প্ল্যাটফর্মে ঘোষণা করেছেন যে, আসন্ন Xiaomi 13T এবং Xiaomi 13T Pro ফোনের সাথে চার প্রজন্মের অ্যান্ড্রয়েড সফ্টওয়্যার আপডেট এবং দীর্ঘ পাঁচ বছরের সিকিউরিটি প্যাচ অফার করা হবে। অর্থাৎ Xiaomi 13T সিরিজকে যদি অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমের সাথে প্রি-ইনস্টল করে লঞ্চ করা হয়, তবে ভবিষ্যতে ডিভাইসগুলি আসন্ন অ্যান্ড্রয়েড ১৪, অ্যান্ড্রয়েড ১৫, অ্যান্ড্রয়েড ১৬ এবং অ্যান্ড্রয়েড ১৭ ভার্সনের আপডেটও পেয়ে যাবে।

এরকম সিদ্ধান্ত নেওয়ার নেপথ্যের কারণ হিসাবে ড্যানিয়েল জানিয়েছেন, শাওমি তাদের ইউজার-বেসকে দীর্ঘ সময় পর্যন্ত সর্বাধিক সেরা তথা ব্যতিক্রমী সফ্টওয়্যার সাপোর্ট প্রদান করতে আগ্রহী।

প্রত্যেক শাওমি ফ্যানদের জন্য এটি সত্যিই সুখবর। কেননা, আসন্ন Xiaomi 13T সিরিজের বর্ধিত সফ্টওয়্যার টাইমলাইন ইউজারদের দীর্ঘ সময় পর্যন্ত হাই-স্পিড পারফরম্যান্সের সাথে ডিভাইস পরিচালনা করার সুবিধা দেবে। যদিও উক্ত ব্র্যান্ডটি সাধারণত তাদের স্মার্টফোনের সাথে ৪-৫ বছরের সফ্টওয়্যার সাপোর্ট অফার করে না। কিন্তু এবার শাওমিকে ব্যতিক্রমী ভূমিকা পালন করতে দেখা যাচ্ছে।

যাইহোক, পোর্টফোলিও অন্তর্গত অন্যান্য বিদ্যমান স্মার্টফোনের সাথেও ভবিষ্যতে দীর্ঘ মেয়াদি সফ্টওয়্যার সাপোর্ট ও সিকিউরিটি প্যাচের সুবিধা অফার করা হবে কিনা তা কিন্তু এখনো নিশ্চিত করেনি শাওমি।