চোখ থাকবে ভাল, ফ্লিকার-ফ্রি ও লো ব্লু লাইট ডিসপ্ল যুক্ত স্মার্টফোন ভারতে আনছে Xiaomi

সম্প্রতি চোখ ধাঁধানো ডিজাইনের পাশাপাশি ডুয়েল ফ্রন্ট ক্যামেরা এবং সাব-ফ্ল্যাগশিপ Snapdragon 8s Gen 3 চিপসেট সহ দুর্দান্ত সব ফিচার্সের সঙ্গে Xiaomi Civi 4 Pro আত্মপ্রকাশ…

সম্প্রতি চোখ ধাঁধানো ডিজাইনের পাশাপাশি ডুয়েল ফ্রন্ট ক্যামেরা এবং সাব-ফ্ল্যাগশিপ Snapdragon 8s Gen 3 চিপসেট সহ দুর্দান্ত সব ফিচার্সের সঙ্গে Xiaomi Civi 4 Pro আত্মপ্রকাশ করেছে। যদিও কোম্পানি বিশ্ব বাজারে কবে স্মার্টফোনটি লঞ্চ করবে, সেই সম্পর্কে কিছু বলেনি। তবে শোনা যাচ্ছে যে, এটি Xiaomi 14 Civi নামে শীঘ্রই ভারতে আসতে চলেছে। ফোনটি টিইউভি (TUV) সার্টিফিকেশন ওয়েবসাইটে উপস্থিত হয়েছে, যা এর আসন্ন লঞ্চের ইঙ্গিত দিচ্ছে।

Xiaomi 14 Civi পেল TUV সার্টিফিকেশন

“24053PY09C” এবং “24053PY09I” মডেল নম্বর সহ একটি শাওমি ফোন টিইউভি সার্টিফিকেশন প্ল্যাটফর্মে উপস্থিত হয়েছে। উল্লেখযোগ্যভাবে, “24053PY09C” মডেল নম্বরটি শাওমি সিভি 4 প্রো-এর সাথে যুক্ত, যা গত মাসে চীনে লঞ্চ হয়েছে। মডেল নম্বরের শেষের “C” এবং “I” অক্ষরগুলি ফোনের চীনা এবং ভারতীয় সংস্করণকে বোঝায়।

অর্থাৎ, ভারতীয় মডেল বা শাওমি 14 সিভি খুব শীঘ্রই বাজারে পা রাখবে বলে আশা করা যায়। তবে, “G” অক্ষর যুক্ত মডেল নম্বরের অনুপস্থিতি ইঙ্গিত করে যে, শাওমি সিভি 4 প্রো-এর কোনও গ্লোবাল মডেল নেই। সার্টিফিকেশনটি ফোনটিতে সার্টিফায়েড ফ্লিকার-মুক্ত এবং লো ব্লু লাইট ডিসপ্লের উপস্থিতি নিশ্চিত করলেও, আর অন্য কোনও বিবরণ নিশ্চিত করেনি। তবে আশা করা যায় যে ভারতীয় মডেলটি শাওমি সিভি 4 প্রো-এর মতোই হবে।

Xiaomi Civi 4 Pro-এর স্পেসিফিকেশন

Xiaomi Civi 4 Pro-এ কার্ভড এজ সহ 6.55 ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে রয়েছে, যা 1.5K রেজোলিউশন, 120 হার্টজ রিফ্রেশ রেট এবং 3,000 নিট পিক ব্রাইটনেস অফার করে৷ ডিসপ্লের ওপরে 32 মেগাপিক্সেলের প্রাইমারি লেন্স এবং একটি 32 মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স সহ ডুয়েল সেলফি ক্যামেরা সেটআপ রয়েছে।

অন্যদিকে, Xiaomi Civi 4 Pro-এর রিয়ার ক্যামেরা সিস্টেমটি লাইকা-অপ্টিমাইজড, যার মধ্যে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ 50 মেগাপিক্সেলের OmniVision OV50E প্রাইমারি ক্যামেরা, একটি 12 মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স এবং 2x অপটিক্যাল জুম সহ 50 মেগাপিক্সেলের টেলিফটো লেন্স বর্তমান৷

পারফরম্যান্সের জন্য, Xiaomi Civi 4 Pro ফোনটি Qualcomm Snapdragon 8s Gen 3 প্রসেসর দ্বারা চালিত, যা এলপিডিডিআর5এক্স র‍্যাম এবং ইউএফএস 4.0 স্টোরেজের সাথে যুক্ত। পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে, Xiaomi Civi 4 Pro-এ 67 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 4,700 এমএএইচ ব্যাটারি উপস্থিত রয়েছে। ফোনটির অন্যান্য বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে একটি ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, মেটালিক ফ্রেম, হিট ডিসিপেশন ইউনিট, আইআর ব্লাস্টার এবং লিনিয়ার মোটর।