Categories: Mobiles

অপেক্ষার অবসান! Xiaomi 14 দুর্ধর্ষ ফিচার্সের সঙ্গে মার্চের 7 তারিখে ভারতে লঞ্চ হচ্ছে

শাওমি (Xiaomi) ফেব্রুয়ারির শেষে কিছু বহু প্রতীক্ষিত ডিভাইস বাজারে আনার জন্য প্রস্তুতি নিচ্ছে। ব্র্যান্ডটি আগামী ২২ ফেব্রুয়ারি চীনে Xiaomi Pad 6S Pro ট্যাবলেটের সাথে Xiaomi 14 Ultra ফ্ল্যাগশিপ স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। এছাড়াও, শাওমি আগামী সপ্তাহে স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিত হতে চলা মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ইভেন্টে তাদের উপস্থিতি নিশ্চিত করেছে। এই ইভেন্টে চীনা ব্র্যান্ডটি গ্লোবাল মার্কেটের জন্য Xiaomi 14 সিরিজ, SUV 7 কার সহ একাধিক ডিভাইস লঞ্চের পরিকল্পনা করেছে। আর এখন, কোম্পানি আনুষ্ঠানিকভাবে ভারতীয় বাজারে Xiaomi 14 ফ্ল্যাগশিপ ফোনটির লঞ্চের তারিখটি ঘোষণা করেছে।

ভারতে ঘোষিত হল Xiaomi 14-এর লঞ্চের তারিখ

শাওমি ১৪ মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৪ ইভেন্টের মাধ্যমে বিশ্ববাজারে আত্মপ্রকাশের মাত্র কয়েকদিন পরেই ভারতে পা রাখতে চলেছে। কোম্পানিটি তাদের অফিসিয়াল এক্স (আগের টুইটার) হ্যান্ডেলে ঘোষণা করেছে যে, ফ্ল্যাগশিপটি আগামী ৭ মার্চ, বৃহস্পতিবার এদেশে লঞ্চ হবে। মনে করা হচ্ছে যে, শাওমি শুধুমাত্র ভারতে স্ট্যান্ডার্ড ভ্যারিয়েন্টটি নিয়ে আসছে, কারণ টিজার পোস্টারে শাওমি ১৪-এর পর ‘সিরিজ’ কথাটির উল্লেখ নেই। আরও শোনা যাচ্ছে যে, ব্র্যান্ডটি চীনে উপলব্ধ শাওমি ১৪ প্রো ভ্যারিয়েন্টটি গ্লোবাল মার্কেটে আনবে না। তার বদলে, টপ-এন্ড শাওমি ১৪ আল্ট্রা ফোনটি বিশ্ববাজারের ক্রেতাদের অফার করা হবে। উল্লেখযোগ্যভাবে, শাওমি ১৪ ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS) সার্টিফিকেশনও পেয়েছে।

শাওমি ১৪-এর ভারতীয় এবং গ্লোবাল ভ্যারিয়েন্টটি চীনা সংস্করণের মতো একই স্পেসিফিকেশন অফার করবে বলে আশা করা হচ্ছে। ডিভাইসটি গত ডিসেম্বরে হোম মার্কেটে আত্মপ্রকাশ করেছে। এটি একটি কমপ্যাক্ট ফ্ল্যাগশিপ, যা বক্সি ডিজাইন, একটি প্রসারিত বর্গাকার ক্যামেরা আইল্যান্ড এবং জল ও ধুলো প্রতিরোধী আইপি৬৮ (IP68) রেটিং অফার করে। স্মার্টফোনটির সামনে ১.৫কে রেজোলিউশন, ১২০ হার্টজ রিফ্রেশ রেটের এলটিপিও অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে রয়েছে, যার ৩,০০০ নিট পিক ব্রাইটনেস অফার করে।

এছাড়া, Xiaomi 14-এ Qualcomm-এর সবচেয়ে শক্তিশালী Snapdragon 8 Gen 3 প্রসেসরটি রয়েছে। এটি ৯০ ওয়াট ওয়্যার্ড এবং ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট সহ ৪,৬১০ এমএএইচ ব্যাটারি ইউনিট বিদ্যমান। ফটোগ্রাফির জন্য, এতে তিনটি ৫০ মেগাপিক্সেলের লাইকা (Leica)-ব্র্যান্ডেড সেন্সর দ্বারা গঠিত ট্রিপল ক্যামেরা সেটআপ উপস্থিত রয়েছে।

Ananya Sarkar

Recent Posts

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

2 hours ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

2 hours ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

2 hours ago

ফিরে এলো ভাউসাহেব মেমোরিয়াল ট্রফি, ভারতের মাটিতে আর্জেন্টিনা অজি ক্লাবের সাথে খেলবে ভারতীয় ক্লাব

ভাউসাহেব বন্দোদকার মেমোরিয়াল ট্রফি একটি অন্যতম ভারতীয় ফুটবল টুর্নামেন্ট যা গোয়া ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজন…

3 hours ago

অত্যাধুনিক স্কুটার এবার হাতের মুঠোয়, পড়শি দেশে গাড়ি লঞ্চ করছে ভারতের Ather Energy

অত্যাধুনিক ইলেকট্রিক স্কুটার তৈরির জন্য বিখ্যাত Ather Energy এদিন শ্রীলঙ্কার বাজারে পা রাখার ঘোষণা করেছে।…

3 hours ago

Mohun Bagan Durand Cup: রুদ্ধশ্বাস ম্যাচে কাঁটায় কাঁটায় টক্কর, অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিয়ে ডুরান্ডের সেমিতে মোহনবাগান

আজ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধে সবুজ মেরুনদের আক্রমণে জেসন কামিন্স, পেত্রাতোসের অভাব টের পাচ্ছিল…

4 hours ago