Categories: Mobiles

Xiaomi 14 প্রথম সেলে 10 হাজার টাকা পর্যন্ত ছাড়ে কেনার সুযোগ, এখান থেকে অর্ডার করুন

গত ৭ই মার্চ ভারতে আত্মপ্রকাশ করে Xiaomi 14। আর প্রতিশ্রুতি মতো আজ অর্থাৎ ১১ই মার্চ এই স্মার্টফোন সংস্থার ওয়েবসাইট (Mi.com), ই-কমার্স প্ল্যাটফর্ম ফ্লিপকার্ট ও অ্যামাজনের মাধ্যমে প্রথমবার এদেশে ওপেন সেলে বিক্রির জন্য উপলব্ধ হল। এট একটি ফ্ল্যাগশিপ ডিভাইস, যার দরুন এর দাম প্রায় ৭০,০০০ টাকার কাছাকাছি রাখা হয়েছে। তবে প্রযোজ্য লঞ্চ অফারের লাভ ওঠাতে পারলে হ্যান্ডসেটটি বেশ কয়েক হাজার টাকা সাশ্রয় করে কেনা সম্ভব।

ভারতে Xiaomi 14 স্মার্টফোনের দাম ও সেল অফার

এদেশের বাজারে শাওমি ১৪ স্মার্টফোনটি ১২ জিবি র‍্যাম + ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে, যার দাম ৬৯,৯৯৯ টাকা। আপনারা এই হ্যান্ডসেট আজ এই মুহূর্ত থেকে সংস্থার ওয়েবসাইট (Mi.com), শাওমি হোম স্টোর, ই-কমার্স প্ল্যাটফর্ম ফ্লিপকার্ট, অ্যামাজন সহ পার্টনার রিটেল স্টোরগুলির মাধ্যমে – ব্ল্যাক, হোয়াইট ও জেড গ্রীন কালার অপশনে কিনতে পারবেন।

এবার আসা যাক লঞ্চ অফারের প্রসঙ্গে। ক্রেতারা ICICI এবং HDFC ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করে পেমেন্ট করলে ধার্য মূল্যের উপর ফ্লাট ৫,০০০ টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন৷ আবার পুরোনো মোবাইল আপগ্রেড করে এই নয়া ফ্ল্যাগশিপ কিনলে ৫,০০০ টাকার (ডিভাইসের উপর নির্ভর করবে) এক্সচেঞ্জ বোনাস হস্তগত করা যাবে। এছাড়া যারা কিস্তিতে টাকা শোধ করতে চান, তারা নির্বাচিত ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের সাথে সর্বোচ্চ ২৪ মাসের নো-কস্ট ইএমআই বিকল্পের সুবিধাও পেয়ে যাবেন।

উক্ত ফোনের ক্রেতারা ক্রয়ের তারিখের ৬ মাসের মধ্যে বিনামূল্যে স্ক্রিন প্রতিস্থাপন করার সুবিধা পাবেন। আবার ডিভাইস কেনার এক বছরের মধ্যে সম্পূর্ণ বিনামূল্যে আউট-অফ-ওয়ারেন্টি রিপেয়ার (লেবার কস্ট সহ) স্কিম উপলব্ধ থাকছে। শাওমি, তাদের নতুন ক্রেতাদের নিখরচায় ৩ মাসের ইউটিউব প্রিমিয়াম অ্যাপের মেম্বারশিপও অফার করছে।

এছাড়া শাওমি ১৪ স্মার্টফোন ক্রেতারা শাওমি প্রায়োরিটি ক্লাবের অ্যাক্সেস পেয়ে যাবেন। এই মেম্বারশিপের অধীনে বিনামূল্যে – প্রিয়োরিটি পিক-আপ এবং ড্রপ, গ্যারান্টিযুক্ত ২-ঘন্টার মধ্যে মেরামতের টার্নআরাউন্ড সময় বা একটি স্ট্যান্ডবাই ডিভাইস, অর্ধ-বার্ষিক ফোন চেক-আপ, এবং প্রিয়োরিটি কাস্টমার সাপোর্ট (ডেডিকেটেড ম্যানেজার সহ) সুবিধাগুলির লাভ ওঠানো যাবে।

Xiaomi 14 স্মার্টফোনের স্পেসিফিকেশন

Xiaomi 14 স্মার্টফোনে ৬.৩ ইঞ্চির ১.৫কে OLED LTPO ১০-বিট ডিসপ্লে প্যানেল রয়েছে। এই টাচস্ক্রিন কর্নিং গ্লাস ভিকটাস দ্বারা সুরক্ষিত এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ৪৬০ পিপিআই পিক্সেল ডেনসিটি, ৩,০০০ নিট পিক ব্রাইটনেস ও ডলবি ভিশন প্রযুক্তি সাপোর্ট করে। ভালো পারফরম্যান্স প্রদানের জন্য এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর ব্যবহার করা হয়েছে। স্টোরেজ হিসাবে ১২ জিবি LPDDR5x র‍্যাম এবং ৫১২ জিবি UFS 4,0 রম পাওয়া যাবে। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক নয়া হাইপারওএস (HyperOS) কাস্টম স্কিনে রান করে।

ক্যামেরা বিভাগের কথা বললে নবাগত Xiaomi 14 স্মার্টফোনে লাইকা (Leica) টিউনড ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই ক্যামেরাগুলি হল – অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ ৫০ মেগাপিক্সেল লাইট হান্টার ৯০০ প্রাইমারি সেন্সর + ৫০ মেগাপিক্সেল জেএন১ আল্ট্রা-ওয়াইড লেন্স + ৫০ মেগাপিক্সেল টেলিফটো জেএন১ শুটার। এদিকে ডিভাইসের সামনে ৩২ মেগাপিক্সেলের ওভি৩২বি সেলফি ক্যামেরা লক্ষ্যণীয়।

অন্যান্য বৈশিষ্ট্যের কথা বললে, শাওমি ব্র্যান্ডিংয়ের এই নয়া ফ্ল্যাগশিপ ভিসি লিকুইড কুলিং সিস্টেম সাপোর্ট করে। এছাড়া এটি – ইন স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ডলবি অ্যাটমস সমর্থিত ডুয়েল স্টেরিও স্পিকার সিস্টেম, এক্স-অ্যাক্সিস লিনিয়ার ভাইব্রেশন মোটর, একটি আইআর (IR) ব্লাস্টার সহ এসেছে। তদুপরি কানেক্টিভিটির জন্য সামিল থাকছে – ডুয়েল সিম স্লট, ৫জি, ওয়াই-ফাই ৭, ব্লুটুথ ৫.৪, জিএনএসএস, নিয়ার ফিল্ড কমিউনিকেশন (NFC) এবং ইউএসবি ৩.২ জেন ১ পোর্ট। পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে Xiaomi 14 ফোনে ৯০ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং এবং ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সহ ৪,৬১০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে। পরিশেষে ধুলো ও জল প্রতিরোধের জন্য হ্যান্ডসেটটি IP68 রেটিং প্রাপ্ত৷

TechGup Desk

TechGup এর নতুন ও অভিজ্ঞ লেখকরা এই প্রোফাইল থেকে খবর লেখেন। মূলত যৌথ প্রচেষ্টায় যে খবরগুলি লেখা হয়, সেগুলি এই প্রোফাইল থেকে পাবলিশ করা হয়।

Recent Posts

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

31 mins ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

38 mins ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

46 mins ago

ফিরে এলো ভাউসাহেব মেমোরিয়াল ট্রফি, ভারতের মাটিতে আর্জেন্টিনা অজি ক্লাবের সাথে খেলবে ভারতীয় ক্লাব

ভাউসাহেব বন্দোদকার মেমোরিয়াল ট্রফি একটি অন্যতম ভারতীয় ফুটবল টুর্নামেন্ট যা গোয়া ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজন…

57 mins ago

অত্যাধুনিক স্কুটার এবার হাতের মুঠোয়, পড়শি দেশে গাড়ি লঞ্চ করছে ভারতের Ather Energy

অত্যাধুনিক ইলেকট্রিক স্কুটার তৈরির জন্য বিখ্যাত Ather Energy এদিন শ্রীলঙ্কার বাজারে পা রাখার ঘোষণা করেছে।…

1 hour ago

Mohun Bagan Durand Cup: রুদ্ধশ্বাস ম্যাচে কাঁটায় কাঁটায় টক্কর, অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিয়ে ডুরান্ডের সেমিতে মোহনবাগান

আজ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধে সবুজ মেরুনদের আক্রমণে জেসন কামিন্স, পেত্রাতোসের অভাব টের পাচ্ছিল…

2 hours ago