Xiaomi 14 Pro: বর্ষশেষে শাওমির ধামাকা ফোন লঞ্চ, সংস্থার প্রকাশের আগেই লিক হল ছবি

শাওমি বর্তমানে তাদের পরবর্তী প্রজন্মের ফ্ল্যাগশিপ সিরিজের স্মার্টফোনের ওপর কাজ করছে বলে জানা গেছে। আপকামিং Xiaomi 14 লাইনআপ এই বছরের শেষের দিকে লঞ্চ বলে আশা…

শাওমি বর্তমানে তাদের পরবর্তী প্রজন্মের ফ্ল্যাগশিপ সিরিজের স্মার্টফোনের ওপর কাজ করছে বলে জানা গেছে। আপকামিং Xiaomi 14 লাইনআপ এই বছরের শেষের দিকে লঞ্চ বলে আশা করা হচ্ছে। ইতিমধ্যে এই সিরিজের মডেল ম্পর্কে একাধিক তথ্য ফাঁস হতে শুরু করেছে। আর এখন আপকামিং Xiaomi 14 Pro এর রেন্ডার সামনে এসেছে, যা ডিজাইন ও বৈশিষ্ট্যের আভাস দেয়৷ ফাঁস হওয়া ছবিগুলি প্রকাশ করে যে, Xiaomi 13 Pro-এর ডিজাইনের সঙ্গে Xiaomi 14 Pro ফোনের মিল থাকবে।

Xiaomi 14 Pro: ডিজাইন প্রকাশ্যে এল

এক টিপস্টার শাওমি ১৪ প্রো-এর রেন্ডার শেয়ার করেছেন। ফাঁস হওয়া ছবিটি স্মার্টফোনটির রিয়ার প্যানেলে একটি বর্গাকার ক্যামেরা মডিউল দেখিয়েছে। যার মধ্যে অবস্থিত তিনটি ক্যামেরা। পেরিস্কোপ টেলিফোটো লেন্সটি একদম নীচে অবস্থান করবে। পিছনের প্যানেলের ডিজাইন অনেকাংশে অপরিবর্তিত থাকলেও, শাওমি ১৪ প্রো-র সামনের অংশে বড়সড় পরিবর্তন থাকতে পারে। এতে সামান্য কার্ভড এজ সহ একটি স্লিম বেজেল ডিজাইন এবং একটি কোয়াড-কার্ভড ডিসপ্লে থাকবে।

স্ক্রিনের চারপাশে 2.5D কার্ভেচার এফেক্টটি নূন্যতম হবে এবং ব্ল্যাক বর্ডার যুক্ত অংশতেই সীমাবদ্ধ থাকবে, যা নিশ্চিত করে যে এটি ডিসপ্লের গুণমানকে প্রভাবিত করবে না। শাওমি ১৪ সিরিজ ফ্ল্যাট ও কার্ভড ডিসপ্লে ডিসপ্লে ভ্যারিয়েন্টে আসতে পারে বলে সম্প্রতি একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে।

Xiaomi 14 Pro আপকামিং Qualcom Snapdragon 8 Gen 3 ফ্ল্যাগশিপ প্রসেসর দ্বারা চালিত হবে। চিপটি অক্টোবরে লঞ্চ করতে পারে। এটি উন্নত পারফরম্যান্স ও পাওয়ার এফিশিয়েন্সি অফার করবে সাধারণত, শাওমি তার ফ্ল্যাগশিপ ফোন প্রতি বছর নভেম্বর বা ডিসেম্বর মাস নাগাদ লঞ্চ করে থাকে। তাই, Xiaomi 14 সিরিজও এই প্রথা মেনে ওই সময়ের মধ্যে অফিশিয়ালি বাজারে পা রাখবে বলে অনুমান করা যায়।