Xiaomi 14 Pro-এর ডিজাইনে মুগ্ধ ফোন প্রেমীরা, কার্ভড স্ক্রিনের সাথে থাকবে আল্ট্রা থিন বেজেল

লিকস্টার আইস ইউনিভার্স তার টুইটার হ্যান্ডেলে শাওমি ১৪ প্রো-এর একটি রেন্ডার শেয়ার করেছেন

শাওমি গত ডিসেম্বরে তাদের লেটেস্ট ফ্ল্যাগশিপ Xiaomi 13 সিরিজটি চীনের বাজারে লঞ্চ করেছে। এই লাইনআপে স্ট্যান্ডার্ড Xiaomi 13 এবং Xiaomi 13 Pro মডেল দুটি অন্তর্ভুক্ত রয়েছে। পরে এই ফোনগুলি গ্লোবাল মার্কেটেও পা রেখেছে। আবার সম্প্রতি কোম্পানি এই সিরিজে একটি “Ultra” মডেলও যুক্ত করেছে। তবে বিগত কয়েকদিন ধরে Xiaomi 13 সিরিজের উত্তরসূরি মডেলগুলিকে নিয়ে প্রযুক্তি মহলে গুঞ্জন শুরু হয়েছে। পাশাপাশি আজ এক টিপস্টারের সৌজন্যে Xiaomi 14 Pro মডেলটির একটি রেন্ডার প্রকাশ্যে এসেছে, যা এর ফ্রন্ট প্যানেলের ডিজাইনটি প্রদর্শন করেছে। আসুন এবিষয়ে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

সামনে এল Xiaomi 14 Pro-এর রেন্ডার

জনপ্রিয় লিকস্টার আইস ইউনিভার্স তার টুইটার হ্যান্ডেলে শাওমি ১৪ প্রো-এর একটি রেন্ডার শেয়ার করেছেন, যা প্রকাশ করেছে যে আসন্ন ফ্ল্যাগশিপ ফোনের ডিসপ্লে ডিজাইনে উল্লেখযোগ্য পরিবর্তন দেখতে পাওয়া যাবে। রেন্ডার অনুসারে, ডিভাইসের সামনে একটি কোয়াড-কার্ভড ডিসপ্লে থাকবে। স্ক্রিনটির চারধারে আল্ট্রা-ন্যারো বেজেল দেখা যাবে। শাওমি ১৪ প্রো একটি অসাধারণ “ফুল-স্ক্রিন” এফেক্ট অর্জন করবে বলে আশা করা হচ্ছে।

Xiaomi 14 Pro-এর সম্ভাব্য স্পেসিফিকেশন

মূল পারফরম্যান্সের পরিপ্রেক্ষিতে, শাওমির ফ্ল্যাগশিপ সিরিজ প্রতিবছর সাম্প্রতিকতম প্রজন্মের
কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসরের সাথে বাজারে আসে। তাই শাওমি ১৪ প্রো-এ তৃতীয়-প্রজন্মের স্ন্যাপড্রাগন ৮ সিরিজের চিপসেট ব্যবহার করা হবে বলে আশা করা যায়। ডিজিট্যাল চ্যাট স্টেশন সম্প্রতি দাবি করেছেন যে, ডিভাইসটি প্রকৃতপক্ষে একটি SM8650 চিপ দ্বারা চালিত হবে, যা হল স্ন্যাপ ড্রাগন ৮ জেন ৩-এর সংক্ষিপ্তরূপ।

এই চিপসেটে সর্বোচ্চ ৩.৭২ গিগাহার্টজ ক্লক স্পিডের একটি কর্টেক্স এক্স৪ কোর, বড় কর্টেক্স এ৭১৫ কোর, ছোট কর্টেক্স এ৫১৫ কোর এবং অ্যাড্রেনো ৮৫০ জিপিইউ অন্তর্ভুক্ত রয়েছে বলে জানা গেছে। এই প্রসেসরটি গিকবেঞ্চ ৬-এর সিঙ্গেল-কোর টেস্টে ২,৫৬৩ পয়েন্ট এবং মাল্টি-কোর টেস্টে ৭,২৫৬ পয়েন্ট স্কোর করেছে। এটি পূর্বসূরি স্ন্যাপড্রাগন ৮ জেন ২ চিপসেটের তুলনায় ৩০% উন্নতি অফার করবে। এমনকি, এটি অ্যাপল (Apple)-এর এ১৬ চিপকেও ছাড়িয়ে গেছে, যার ঝুলিতে ৬২৭৫ পয়েন্ট রয়েছে।

ব্যাটারির ক্ষেত্রে, Xiaomi 14 Pro -এ বড় ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেখা যাবে। ডিভাইসটিতে ৫০ ওয়াট ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট করবে বলেও আশা করা হচ্ছে। উল্লেখযোগ্যভাবে, সাম্প্রতিক লিক থেকে জানা গেছে যে, শাওমির এই ফ্ল্যাগশিপ ফোনটি ৯০ ওয়াট এবং ১২০ ওয়াট – এই দুটি ভিন্ন ওয়্যার্ড ফাস্ট চার্জিং অপশনের সাথে আসবে।

ক্যামেরার ক্ষেত্রে, Xiaomi 14 Pro ডাব্লিউএলজি (WLG) হাই-লেন্স ক্যামেরা সহ আপগ্রেডেড ক্যামেরা মডিউলের সাথে আসবে। এছাড়া, ডিভাইসটি দুটি সংস্করণ সহ পাওয়া যেতে পারে – একটি ফ্ল্যাট ডিসপ্লের সাথে আসবে এবং আরেকটিতে কার্ভড ডিসপ্লে থাকবে। সম্ভবত এই দুটি সংস্করণে ভিন্ন ফাস্ট চার্জিং গতি সাপোর্ট করবে। Xiaomi 14 Pro আগামী নভেম্বর মাসে লঞ্চ হতে পারে।