Categories: Mobiles

Xiaomi 14 Ultra: দেশবাসীর জন্য শাওমির নতুন উদ্ভাবন! আনল ফোনের মতো দেখতে পকেট DSLR

শাওমি দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ভারতে লঞ্চ করল তাদের ফ্ল্যাগশিপ Xiaomi 14 সিরিজের স্মার্টফোনগুলি। স্ট্যান্ডার্ড Xiaomi 14-এর সাথে টপ-এন্ড Xiaomi 14 Ultra এদেশে এসেছে। দুটি মডেলকে নিয়েই দেশবাসীর মনে যথেষ্ট আগ্রহ ছিল। Xiaomi 14 সিরিজের ফোনগুলি মূলত ফটোগ্রাফির ক্ষমতা এবং ফিচারগুলির ওপর ফোকাস করে, যা জার্মান ক্যামেরা নির্মাতা লাইকা (Leica) দ্বারা টিউন করা হয়েছে৷ সিরিজের সবচেয়ে শক্তিশালী ফোন, অর্থাৎ Xiaomi 14 Ultra-এ রয়েছে চারটি ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ, ওলেড ডিসপ্লে, Qualcomm Snapdragon 8 Gen 3 প্রসেসর এবং ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। আসুন এই নবাগত হ্যান্ডসেটটির দাম, স্পেসিফিকেশন এবং ফিচার সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

Xiaomi 14 Ultra-এর স্পেসিফিকেশন

শাওমি ১৪ আল্ট্রা-এ ৬.৭৩ ইঞ্চির ওলেড (OLED) ডিসপ্লে রয়েছে, যার চারধারে মাইক্রো কার্ভ দেখা যায়। এই প্যানেলটি ৩,২০০ x ১,৪৪০ পিক্সেলের কিউএইচডি+ রেজোলিউশন, ৫২২ পিপিআই পিক্সেল ডেনসিটি, ১২-বিট কালার ডেপ্থ এবং ১ হার্টজ- ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। স্ক্রিনটি ৩,০০০ নিট পিক ব্রাইটনেস লেভেল, ১,৯২০ হার্টজ পিডাব্লিউএম ডিমিং, ডলবি ভিশন এবং ডিসি ডিমিংও সাপোর্ট করে। শাওমি ১৪ আল্ট্রা কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর দ্বারা চালিত, যা ১৬ জিবি এলপিডিডিআর৫এক্স র‍্যাম এবং ৫১২ জিবি ইউএফএস ৪.০ স্টোরেজ এবং লিকুইড কুলিং সিস্টেমের সাথে যুক্ত রয়েছে। সফ্টওয়্যারের ক্ষেত্রে, এটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক হাইপারওএস (HyperOS) কাস্টম স্কিনে চলে।

ফটোগ্রাফির জন্য, Xiaomi 14 Ultra-এর রিয়ার প্যানেলে লাইকা-টিউনড কোয়াড-ক্যামেরা সেটআপ রয়েছে, যা ভেরিয়েবল অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, একটি ৫০ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স, একটি ৫০ মেগাপিক্সেলের ৩.২x টেলিফটো সেন্সর এবং একটি ৫০ মেগাপিক্সেলের ৫x পেরিস্কোপ টেলিফোটো লেন্স দ্বারা গঠিত৷ আর সামনে একটি ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা বিদ্যমান।

এছাড়া, Xiaomi 14 Ultra-এর কানেক্টিভিটি অপশনে রয়েছে ডুয়েল সিম, ৫জি সংযোগ, ওয়াইফাই ৭, ব্লুটুথ ৫.৪, জিএনএসএস (GNSS), নিয়ার ফিল্ড কমিউনিকেশন (NFC) এবং ইউএসবি ৩.২ জেন২। ডিভাইসটি আইআর (IR) ব্লাস্টার, ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ডুয়েল স্টেরিও স্পিকার এবং এক্স-অ্যাক্সিস লিনিয়ার ভাইব্রেশন মোটর সহ এসেছে। পাওয়ার ব্যাকআপের জন্য, Xiaomi 14 Ultra-এ ৫,৩০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা ৯০ ওয়াট ওয়্যার্ড ও ৮০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। এই ফোনের চ্যাসিসটি আইপি (IP68) রেটিং প্রাপ্ত। পরিশেষে, ফোনটির পরিমাপ ১৬১.৪ × ৭৫.৩ × ৯.২ মিলিমিটার এবং ওজন ২২৫ গ্রাম।

Xiaomi 14 Ultra-এর মূল্য এবং লভ্যতা

ভারতে শাওমি ১৪ আল্ট্রা-এর একমাত্র ১৬ জিবি র‍্যাম + ৫১২ জিবি স্টোরেজ মডেলটির দাম রাখা হয়েছে ৯৯,৯৯৯ টাকা। এটি আগামী ১২ এপ্রিল দুপুর থেকে শুধুমাত্র এমআই স্টোর (Mi Store) এবং এমআই হোম (Mi Home)-এর সাইটে কেনার জন্য উপলব্ধ হবে।

উল্লেখযোগ্যভাবে, শাওমি ১৪ আল্ট্রা-এর একটি রিজার্ভ এডিশনও লঞ্চ করা হয়েছে, যার বক্সের মধ্যে শাওমি ১৪ আল্ট্রা, একটি লিমিটেড এডিশন কেস, একটি ৬৭ মিলিমিটারের ফিল্টার অ্যাডাপ্টার সহ আরও বেশ কিছু উপাদান রয়েছে, যা ১১ মার্চ থেকে প্রি-অর্ডারের জন্য উপলব্ধ হবে৷ শাওমি ১৪ আল্ট্রা রিজার্ভ সংস্করণটি প্রি-বুক করা যেতে পারে ৯,৯৯৯ টাকায় এবং আগামী ৮ এপ্রিল দুপুর থেকে সরবরাহ করা হবে।

লঞ্চ অফার হিসাবে, শাওমি আইসিআইসিআই (ICICI) ব্যাঙ্কের কার্ডে ৫,০০০ টাকা ছাড় দিচ্ছে৷ কোম্পানি শাওমি ১৪ সিরিজের স্মার্টফোন কেনার জন্য ৫,০০০ টাকার এক্সচেঞ্জ বোনাসও দিচ্ছে। কোম্পানি এই লাইনআপের স্মার্টফোনের জন্য কেনার ছয় মাসের মধ্যে বৈধ এককালীন বিনামূল্যের স্ক্রিন রিপ্লেসমেন্টও অফার করছে। কোম্পানি ফোনটি কেনার এক বছরের মধ্যে যে কোনো রকমের আউট-অফ-ওয়ারেন্টি রিপেয়ারের জন্য কোনরকম পারিশ্রমিক চার্জ ছাড়াই ডিভাইসটি মেরামত করবে।

এছাড়া, কোম্পানি শাওমি ১৪ সিরিজের ব্যবহারকারীদের জন্য শাওমি প্রায়োরিটি ক্লাবও চালু করেছে, যা তাদের বেশ কিছু সুবিধার অধিকারী করবে, এগুলি হল –

  • ফ্রি প্রায়োরিটি পিক আপ অ্যান্ড ড্রপ
  • স্ট্যান্ড-বাই স্মার্টফোনের সাথে ২-ঘন্টা রিপেয়ার টার্নঅ্যারাউন্ড সময়ের গ্যারান্টি
  • অর্ধ-বার্ষিক ফোন চেক-আপ এবং আপডেট
  • প্রায়োরিটি কাস্টমার সাপোর্ট

Ananya Sarkar

Recent Posts

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

31 mins ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

38 mins ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

47 mins ago

ফিরে এলো ভাউসাহেব মেমোরিয়াল ট্রফি, ভারতের মাটিতে আর্জেন্টিনা অজি ক্লাবের সাথে খেলবে ভারতীয় ক্লাব

ভাউসাহেব বন্দোদকার মেমোরিয়াল ট্রফি একটি অন্যতম ভারতীয় ফুটবল টুর্নামেন্ট যা গোয়া ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজন…

58 mins ago

অত্যাধুনিক স্কুটার এবার হাতের মুঠোয়, পড়শি দেশে গাড়ি লঞ্চ করছে ভারতের Ather Energy

অত্যাধুনিক ইলেকট্রিক স্কুটার তৈরির জন্য বিখ্যাত Ather Energy এদিন শ্রীলঙ্কার বাজারে পা রাখার ঘোষণা করেছে।…

1 hour ago

Mohun Bagan Durand Cup: রুদ্ধশ্বাস ম্যাচে কাঁটায় কাঁটায় টক্কর, অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিয়ে ডুরান্ডের সেমিতে মোহনবাগান

আজ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধে সবুজ মেরুনদের আক্রমণে জেসন কামিন্স, পেত্রাতোসের অভাব টের পাচ্ছিল…

2 hours ago