Categories: Mobiles

দুই ফ্ল্যাগশিপ ফোনের মধ্যে কোনটি কিনবেন, Xiaomi 14 নাকি OnePlus 12 দেখে নিন

গত 7ই মার্চ ভারতে আত্মপ্রকাশ করে Xiaomi 14। লঞ্চের পরপরই ডিভাইসটি কেনার জন্য ক্রেতাদের মধ্যে রীতিমতো হুড়োহুড়ি লেগে যায়। আকর্ষণীয় ডিজাইনের পাশাপাশি এর অ্যাডভান্স ফিচারগুলিকে এরূপ ব্যাপক চাহিদা তৈরীর জন্য দায়ী করা যায়। এক্ষেত্রে এই মডেল LTPO OLED ডিসপ্লে প্যানেল, কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেন 3 প্রসেসর, 512 জিবি UFS 4.0, অ্যান্ড্রয়েড 14 ভিত্তিক কাস্টম স্কিন, 50 মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিট এবং ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সহ এসেছে। এই ফ্ল্যাগশিপ ফোনের দাম রাখা হয়েছে 69,999 টাকা। দেখতে গেলে প্রায় সম-ফিচার ও দামের সাথে জানুয়ারি মাসের 23 তারিখ OnePlus 12 ফোন লঞ্চ হয়েছিল। এখন বিচার্য বিষয় হল সেরার সেরা কে? এই প্রশ্নের উত্তর পেতে চলুন Xiaomi 14 এবং OnePlus 12 -এর তুলনামূলক পার্থক্য দেখে নেওয়া যাক…

Xiaomi 14 vs OnePlus 12 : ডিসপ্লে, সেন্সর

শাওমি 14 স্মার্টফোনে 6.3-ইঞ্চির 1.5কে এলটিপিও অ্যামোলেড 10-বিট ডিসপ্লে প্যানেল রয়েছে। এই টাচস্ক্রিন কর্নিং গ্লাস ভিকটাস দ্বারা সুরক্ষিত এবং 120 হার্টজ রিফ্রেশ রেট, 460 পিপিআই পিক্সেল ডেনসিটি, 3000 নিট পিক ব্রাইটনেস ও ডলবি ভিশন প্রযুক্তি সাপোর্ট করে। নিরাপত্তার জন্য এতে ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর মিলবে।

ওয়ানপ্লাস 12 ফোনে রয়েছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস 2 প্রোটেকশন সহ 6.82-ইঞ্চির কোয়াড এইচডি প্লাস প্রোএক্সডিআর এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে প্যানেল। এই টাচস্ক্রিন 1 থেকে 120 হার্টজ রিফ্রেশ রেট, 4500 নিট পিক ব্রাইটনেস, 100% ডিসিআই-পি৩, 10-বিট কালার ডেপথ, ডলবি ভিশন এবং এইচডিআর10+ প্রযুক্তি সাপোর্ট করে। সংস্থা দ্বারা ডেভেলপ করা পি1 ডিসপ্লে চিপ থাকছে এই হ্যান্ডসেটে, যা পাওয়ার খরচ কমানোর পাশাপাশি ছবির গুণমানও উন্নত করবে। সিকিউরিটি ফিচার হিসাবে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া হয়েছে।

Xiaomi 14 vs OnePlus 12 : প্রসেসর, অপারেটিং সিস্টেম, র‍্যাম, স্টোরেজ

অভ্যন্তরীণ স্পেসিফিকেশনের কথা বললে, শাওমি 14 স্মার্টফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেন 3 প্রসেসর ব্যবহার করা হয়েছে। স্টোরেজ হিসাবে 12 জিবি LPDDR5x র‍্যাম এবং 512 জিবি UFS 4.0 রম পাওয়া যাবে। ডিভাইসটি অ্যান্ড্রয়েড 14 ভিত্তিক নয়া হাইপারওএস (HyperOS) কাস্টম স্কিনে রান করে।

ভালো পারফরম্যান্স অফারের জন্য ওয়ানপ্লাস 12 ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেন 3 প্রসেসর এবং অ্যাড্রনো 750 জিপিইউ থাকছে। আবার গেমিং পারফরম্যান্স উন্নত করতে ডিভাইসটি এক্স7 ভিজ্যুয়াল প্রসেসর সহ এসেছে। তদুপরি এতে 16 জিবি LPDDR5X র‍্যাম এবং 512 জিবি পর্যন্ত UFS 4.0 স্টোরেজ মিলবে। ফোনটি লেটেস্ট অ্যান্ড্রয়েড 14 ভিত্তিক অক্সিজেন ওএস 14 কাস্টম স্কিনের সাথে প্রি-লোডেড হয়ে এসেছে।

Xiaomi 14 vs OnePlus 12 : ক্যামেরা সেটআপ

Xiaomi 14 স্মার্টফোনে লাইকা (Leica) টিউনড ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই ক্যামেরাগুলি হল – অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ 50 মেগাপিক্সেল লাইট হান্টার 900 প্রাইমারি সেন্সর + 50 মেগাপিক্সেল জেএন1 আল্ট্রা-ওয়াইড লেন্স + 50 মেগাপিক্সেল টেলিফটো জেএন1 শুটার। এদিকে ডিভাইসের সামনে 32 মেগাপিক্সেলের ওভি32বি সেলফি ক্যামেরা লক্ষ্যণীয়।

ফটো ও ভিডিওগ্রাফির জন্য OnePlus 12 ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল – OIS সমর্থিত 1/1.4 ইঞ্চি সাইজের 50 মেগাপিক্সেল Sony LYT-808 প্রাইমারি সেন্সর (অ্যাপারচার : এফ/1.6) + 3এক্স অপটিক্যাল জুম ও 120এক্স পর্যন্ত ডিজিটাল জুম সহ 64 মেগাপিক্সেল OV64B পেরিস্কোপ টেলিফটো লেন্স + 1/2 ইঞ্চি সাইজের 48 মেগাপিক্সেল Sony IMX581 আল্ট্রা-ওয়াইড শুটার (অ্যাপারচার : এফ/2.2)। এদিকে সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য 32 মেগাপিক্সেলের Sony IMX615 ফ্রন্ট-ফেসিং ক্যামেরা দেওয়া হয়েছে, যা এফ/2.4 অ্যাপারচার সাপোর্ট করে।

Xiaomi 14 vs OnePlus 12 : ব্যাটারি

পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে শাওমি 14 ফোনে 90 ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং এবং 50 ওয়াট ওয়্যারলেস চার্জিং সহ 4,610 এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে।

ওয়ানপ্লাস 12 ফ্ল্যাগশিপে 5,400 এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে, যা 80 ওয়াট সুপারভুক ফাস্ট চার্জিং এবং 50 ওয়াট এয়ারভোক ওয়্যারলেস চার্জিং প্রযুক্তি সাপোর্ট করে।

Xiaomi 14 vs OnePlus 12 : পরিমাপ, রেটিং

শাওমি 14 ফোনের পরিমাপ 152.8×71.5×8.20 মিমি ও ওজন 193 গ্রাম। ধুলো ও জল প্রতিরোধের জন্য হ্যান্ডসেটটি IP68 রেটিং প্রাপ্ত৷

IP65 রেটিং প্রাপ্ত ওয়ানপ্লাস 12 স্মার্টফোনের পরিমাপ 164.3×75.8×9.1 মিমি এবং ওজন 220 গ্রাম।

Xiaomi 14 vs OnePlus 12 : দাম

এদেশের বাজারে শাওমি 14 স্মার্টফোনটি 12 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজ যুক্ত একক ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে। যার দাম থাকছে 69,999 টাকা। এটি – ব্ল্যাক, হোয়াইট ও জেড গ্রীন কালার অপশনে পাওয়া যাচ্ছে।

এদেশে নয়া ওয়ানপ্লাস 12 ফোনের 12 জিবি র‌্যাম + 256 জিবি স্টোরেজ যুক্ত বেস ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে 64,999 টাকা। আর উচ্চতর 16 জিবি র‌্যাম + 512 জিবি স্টোরেজ অপশনের দাম থাকছে 69,999 টাকা। এটি – ফ্লোয় এমারেল্ড এবং সিল্কি ব্ল্যাক কালারে এসেছে।

Subhadip Dasgupta

Recent Posts

Mohun Bagan Durand Cup: রুদ্ধশ্বাস ম্যাচে কাঁটায় কাঁটায় টক্কর দুই দলের, পেনাল্টির পর সাডেন ডেথে জয় ছিনিয়ে নিল মোহনবাগান

আজ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধে সবুজ মেরুনদের আক্রমণে জেসন কামিন্স, পেত্রাতোসের অভাব টের পাচ্ছিল…

10 mins ago

Rohit Sharma: শচীনের বড় রেকর্ড ভাঙার দোড়গোড়ায় হিটম্যান, বিশ্বের সেরা ওপেনার হওয়ার সুযোগ রোহিতের

ওপেনার হিসেবে ভারতীয় দলের হয়ে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড শচীন তেন্ডুলকারের দখলে। ওপেনিংয়ে নেমে মোট…

54 mins ago

Realme GT 7 Pro: ক্যামেরা থেকে শুরু করে ডিসপ্লে, চমকে দেওয়া ফোন আনছে রিয়েলমি

Realme GT 7 Pro ফোনটিকে বাজারে লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে সংস্থা। লঞ্চের আগে এখন এই…

1 hour ago

টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথমবার হতে চলেছে ৬ দিনের টেস্ট, কোন দুটি দল খেলবে? কবে ম্যাচ

বর্তমানে নিউজিল্যান্ড বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে ৬ ম্যাচের মধ্যে ৩ ম্যাচে জয় তুলে নিয়ে…

2 hours ago

Maruti Suzuki-র বড় ঘোষণা, আসছে নতুন প্রযুক্তির গাড়ি, তেল ছাড়াই ছুটবে 550 কিমি

Maruti Suzuki অনেকদিন ধরেই eVX কোডনেমের একটি ইলেকট্রিক গাড়ির উপর কাজ করছে৷ যার কনসেপ্ট ভার্সন…

3 hours ago

ডার্বি বাতিলের পর‌ এবার নবাবের শহরে চ্যারিটি ম্যাচে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল-মোহনবাগান, খেলা হবে এই ক্রিকেট স্টেডিয়ামে

এই বছর ডুরান্ড কাপের গ্ৰুপ পর্বে ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের মুখোমুখি হওয়ার কথা ছিল। কিন্তু আরজি…

3 hours ago