স্ন্যাপড্রাগন 8 Gen 4 চিপসেটের প্রথম ফোন লঞ্চ করবে Xiaomi, অক্টোবরেই কি ঘোষণা

শাওমি শীঘ্রই তাদের পরবর্তী ফ্ল্যাগশিপ Xiaomi 15 এবং Xiaomi 15 Pro সিরিজটি লঞ্চ করতে চলেছে। শাওমির এই আসন্ন ফ্ল্যাগশিপ সিরিজটিকে ইতিমধ্যেই আইএমইআই (IMEI) ডেটাবেসে দেখা…

শাওমি শীঘ্রই তাদের পরবর্তী ফ্ল্যাগশিপ Xiaomi 15 এবং Xiaomi 15 Pro সিরিজটি লঞ্চ করতে চলেছে। শাওমির এই আসন্ন ফ্ল্যাগশিপ সিরিজটিকে ইতিমধ্যেই আইএমইআই (IMEI) ডেটাবেসে দেখা গেছে। Xiaomi 15 সিরিজ সম্পর্কে কিছু তথ্যও অনলাইনে প্রকাশিত হয়েছে। শোনা যাচ্ছে যে, স্ট্যান্ডার্ড Xiaomi 15 বিশ্ববাজারে উপলব্ধ হবে, আর Xiaomi 15 Pro মডেলটি চীনের বাজারেই সীমাবদ্ধ থাকবে। এছাড়াও মনে করা হচ্ছে যে, Xiaomi 15 সিরিজ তার পূর্বসূরির তুলনায় আরও ব্যয়বহুল হতে পারে। আর এখন হাইপারওএস (HyperOS) সোর্স কোডে Xiaomi 15 Pro ফোনটির কোডনেমটি হাজির হয়েছে। আসন্ন স্মার্টফোন সিরিজটির ক্ষেত্রে এই কোডনেমটির তাৎপর্য জেনে নেওয়া যাক।

সামনে এল Xiaomi 15 Pro ফোনের কোডনেম

শাওমিটাইম তাদের রিপোর্টে প্রকাশ করছে যে, শাওমি ১৫ প্রো ফোনের মডেল নম্বর 24101PNB7C। আর লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক হাইপারওএস (HyperOS) আপডেট আসন্ন স্মার্টফোন সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছে। সোর্স কোড থেকে জানা গেছে যে, শাওমি ১৫ প্রো ফোনের সাংকেতিক নাম “হাওতিয়ান” (Haotian)।

জানিয়ে রাখি, হাওতিয়ান চীনা পুরাণে ব্যবহৃত একটি অভিব্যক্তি। চীনা ভাষায়, হাওতিয়ান বলতে হাও তিয়ান শাংডিকে বোঝায়, যা অনুবাদ করলে হল ‘আকাশের সর্বোচ্চ সম্রাট’। এই দেবতা তাওবাদ এবং অন্যান্য বিভিন্ন প্রাচীন চীনা পৌরাণিক কাহিনীতে প্রধান দেবতা, যিনি সর্বোচ্চ আকাশ দেবতার প্রতিনিধিত্ব করেন যিনি সমস্ত আকাশের ঘটনা এবং স্বর্গীয় আদেশের তত্ত্বাবধান করেন।

উল্লেখ্য, Xiaomi 15 সিরিজের স্পেসিফিকেশন এখনও সামনে আসেনি। তবে, আশা করা যায় যে এটি গতবছর লঞ্চ হওয়া Xiaomi 14 সিরিজের তুলনায় উল্লেখযোগ্য উন্নতি আনবে। আশা করা হচ্ছে যে, Xiaomi 15 Pro চীনে আগামী অক্টোবর মাসে লঞ্চ হবে। এখানে উল্লেখ্য যে, কোয়ালকম অক্টোবরেই Qualcomm Snapdragon 8 Gen 4 উন্মোচন করবে। শাওমি সাধারণত তাদের ফ্ল্যাগশিপ ফোনে সম্প্রতি প্রকাশিত কোয়ালকম চিপ ব্যবহার করে থাকে। Xiaomi 15 সিরিজটি Snapdragon 8 Gen 4 প্রসেসর যুক্ত প্রথম স্মার্টফোন লাইনআপ হবে বলে মনে করা হচ্ছে।