Mobiles

Xiaomi ও Samsung-এর যুগলবন্দি, আসছে দুর্ধর্ষ 200 মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোন

শাওমি তাদের আসন্ন ফ্ল্যাগশিপ Xiaomi 15 সিরিজের বেস মডেল Xiaomi 15 এবং Xiaomi 15 Pro এই বছরের শেষের দিকে লঞ্চ করবে বলে আশা করা হচ্ছে। অন্যদিকে, এক সুপরিচিত টিপস্টার জানিয়েছেন যে, Xiaomi 15 Ultra মডেলটি আগামী বছরের শুরুর দিকে লঞ্চ হবে এবং এতে একটি উন্নত ক্যামেরা সিস্টেম থাকবে। Xiaomi 15 Ultra মডেলের ক্যামেরা স্পেসিফিকেশন সম্পর্কে কি কি তথ্য উঠে এসেছে, আসুন জেনে নেওয়া যাক।

Xiaomi 15 Ultra ফোনের ক্যামেরা স্পেসিফিকেশন

টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন জানিয়েছেন যে, শাওমি ১৫ আল্ট্রা হ্যান্ডসেটের জন্য দুটি কনফিগারেশন পরীক্ষা করছে কোম্পানি। একটি সেটআপে কোয়াড-ক্যামেরা সিস্টেম রয়েছে, যেটিতে ২০০ মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো লেন্স অবস্থান করবে। এটি স্যামসাং আইএসওসেল এইচপি৯ সেন্সরের ওপর ভিত্তি করে জুন মাসে লঞ্চ করা হয়েছে। ভিভো এক্স১০০ আল্ট্রাও এই সেন্সর ব্যবহার করে। প্রসঙ্গত, এই তথ্যটি টিপস্টার আইস ইউনিভার্স গত সপ্তাহে দাবি করেছিলেন। তিনি আরও উল্লেখ করেছেন যে আল্ট্রা মডেলটিতে একটি ২০০ মেগাপিক্সেলের সেন্সর এবং একটি কোয়াড-ক্যামেরা সেটআপ থাকবে৷

জানিয়ে রাখি, আইএসওসেল এইচপি৯ সেন্সর তার ১/১.৪ ইঞ্চির অপটিক্যাল ফরম্যাট এবং ২০০ মিলিয়ন পিক্সেলের জন্য আলাদা, প্রতিটির পরিমাপ ০.৫৬ মাইক্রোমিটার। এই হাই পিক্সেল ডেনসিটি ডিটেইলস সমৃদ্ধ ছবি ক্যাপচার সক্ষম করে। এটি টেট্রা-পিক্সেল প্রযুক্তি ব্যবহার করে এবং ৪×৪ কনফিগারেশনে পিক্সেলগুলিকে একত্রিত করতে পারে, বড় ২.২৪ মাইক্রোমিটার পিক্সেল সহ একটি ১২ মেগাপিক্সেলের সেন্সরে রূপান্তরিত করে, যা পরিষ্কার, উজ্জ্বল ছবিগুলির জন্য আরও লাইট ক্যাপচার করে বোকেহ এফেক্টের পাশাপাশি লো লাইট ফটোগ্রাফি উন্নত করে।

এর পাশাপাশি, HP9 সেন্সরে একটি রিমোজাইক অ্যালগরিদম রয়েছে যা ২x বা ৪x ইন-সেন্সর জুম মোড প্রদান করে। ২x অপটিক্যাল জুম টেলিফটো মডিউলের সাথে মিলিত হলে, এটি ছবির গুণমান বজায় রেখে ১২x পর্যন্ত জুম অর্জন করতে পারে। ISOCELL HP9 সেন্সর হাই-রিফ্র্যাক্টিভ-ইনডেক্স মাইক্রো-লেন্সও ব্যবহার করে, যা আরজিবি কালার ফিল্টারগুলিতে আরও সুনির্দিষ্টভাবে লাইট ফোকাস করে। এটি ১২% লাইট সেনসিটিভিটি উন্নত করে এবং এর পূর্বসূরির তুলনায় অটোফোকাস অ্যাকুরেসি ১০% বৃদ্ধি করে, যার ফলে ভাল লো-লাইট পারফরম্যান্স পাওয়া যায় এবং তীক্ষ্ণ ও আরও প্রাণবন্ত ফটো তৈরি হয়।

জানিয়ে রাখি, Xiaomi 14 Ultra ফোনটি গত বছর লঞ্চ করা হয়েছে, এতে আকষর্ণীয় বৈশিষ্ট্য সহ একটি কোয়াড-ক্যামেরা সেটআপ রয়েছে, যার মধ্যে ভেরিয়েবল অ্যাপারচার এবং হাইপার ওআইএস সহ ১ ইঞ্চির Sony LYT-900 সেন্সর সহ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা অবস্থান করছে। এটিতে একটি ৫০ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স ও দুটি টেলিফটো ক্যামেরা বিদ্যমান। এগুলি IMX858 সেন্সর ব্যবহার করে এবং ৮কে ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে।

Xiaomi 15 Ultra স্পেসিফিকেশন (সম্ভাব্য)

সাম্প্রতিক রিপোর্ট থেকে জানা গেছে যে, Xiaomi 15 Ultra ফোনে ২কে রেজোলিউশন সহ ডুয়েল-লেয়ার ওলেড প্যানেল এবং একটি আল্ট্রাসনিক অন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে৷ ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক হাইপারওএস ২.০ কাস্টম স্কিনে চলবে বলে আশা করা হচ্ছে। এছাড়া, এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৪ প্রসেসর, ২৪ জিবি পর্যন্ত র‍্যাম এবং ৬,২০০ এমএএইচ ব্যাটারি থাকবে। যদিও Xiaomi 15 Pro ভ্যারিয়েন্ট গ্লোবাল মার্কেটে প্রকাশিত নাও হতে পারে, তবে Xiaomi 15 এবং Xiaomi 15 Ultra গ্লোবাল মার্কেটে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে।

Ananya Sarkar

Recent Posts

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

28 mins ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

35 mins ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

44 mins ago

ফিরে এলো ভাউসাহেব মেমোরিয়াল ট্রফি, ভারতের মাটিতে আর্জেন্টিনা অজি ক্লাবের সাথে খেলবে ভারতীয় ক্লাব

ভাউসাহেব বন্দোদকার মেমোরিয়াল ট্রফি একটি অন্যতম ভারতীয় ফুটবল টুর্নামেন্ট যা গোয়া ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজন…

55 mins ago

অত্যাধুনিক স্কুটার এবার হাতের মুঠোয়, পড়শি দেশে গাড়ি লঞ্চ করছে ভারতের Ather Energy

অত্যাধুনিক ইলেকট্রিক স্কুটার তৈরির জন্য বিখ্যাত Ather Energy এদিন শ্রীলঙ্কার বাজারে পা রাখার ঘোষণা করেছে।…

1 hour ago

Mohun Bagan Durand Cup: রুদ্ধশ্বাস ম্যাচে কাঁটায় কাঁটায় টক্কর, অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিয়ে ডুরান্ডের সেমিতে মোহনবাগান

আজ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধে সবুজ মেরুনদের আক্রমণে জেসন কামিন্স, পেত্রাতোসের অভাব টের পাচ্ছিল…

2 hours ago