সিম ছাড়াই করা যাবে কল-মেসেজ, একে অপরকে টেক্কা দিতে এমনই ফোন আনছে Xiaomi ও Oppo

চলতি মাসের শুরুতেই ক্যামেরা-কেন্দ্রিক ফ্ল্যাগশিপ স্মার্টফোন, Oppo Find X7 এবং Find X7 Ultra লঞ্চ হয়েছে। তবে এখানেই শেষ নয়, কোম্পানি খুব শীঘ্রই উচ্চতর Ultra মডেলটির…

চলতি মাসের শুরুতেই ক্যামেরা-কেন্দ্রিক ফ্ল্যাগশিপ স্মার্টফোন, Oppo Find X7 এবং Find X7 Ultra লঞ্চ হয়েছে। তবে এখানেই শেষ নয়, কোম্পানি খুব শীঘ্রই উচ্চতর Ultra মডেলটির এক নতুন ভ্যারিয়েন্ট উন্মোচন করতে পারে বলে শোনা যাচ্ছে, যা দ্বি-মুখী স্যাটেলাইট কমিউনিকেশন অফার করবে। অর্থাৎ সিম বা নেটওয়ার্ক ছাড়াই উপগ্রহের মাধ্যমে কল বা মেসেজের সুবিধা দেবে। Oppo Find X7 Ultra Satellite Version আসন্ন Xiaomi 14 Ultra-কে চ্যালেঞ্জ জানাবে বলেই অনুমান।

Xiaomi 14 Ultra-এর প্রতিদ্বন্দ্বী হতে চলেছে Oppo Find X7 Ultra Satellite Version

এক চীনা টিপস্টারের দাবি, ওপ্পো ফাইন্ড এক্স৭ আল্ট্রার দুটি ভ্যারিয়েন্ট রয়েছে, যার মধ্যে একটি বিশেষভাবে স্যাটেলাইট সংযোগ সাপোর্ট করবে। অন্যদিকে, শাওমিও শীঘ্রই তাদের শাওমি ১৪ আল্ট্রা ফোনটি লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। তবে এটি একটাই সংস্করণে পাওয়া যাবে, যা স্যাটেলাইট কমিউনিকেশন সাপোর্ট করবে।

সম্প্রতি, ব্লুটুথ স্পেশাল ইন্টারেস্ট গ্রুপের ডেটাবেসে PHY120 মডেল নম্বর সহ ওপ্পো ফাইন্ড এক্স৭ আল্ট্রা স্যাটেলাইট কমিউনিকেশন ভার্সনকে দেখা গেছে। স্পেসিফিকেশনের পরিপ্রেক্ষিতে, স্যাটেলাইট কানেক্টিভিটি সাপোর্ট অন্তর্ভুক্ত করা ছাড়া, ওপ্পো ফাইন্ড এক্স৭ আল্ট্রা স্যাটালাইট কমিউনিকেশন ভার্সন-এ এক্স৭ আল্ট্রা-এর মতো একই স্পেসিফিকেশন থাকবে।

সূত্র মারফৎ ইঙ্গিত দেওয়া হয়েছে যে, Oppo Find X7 Ultra Satellite Version আগামী মার্চে চীনে লঞ্চ হবে। এই ওপ্পো ফ্ল্যাগশিপকে টক্কর দিতে Xiaomi 14 Ultra-ও একই সময়ে চীনে আত্মপ্রকাশ করবে বলে আশা করা হচ্ছে। সাম্প্রতিক একটি রিপোর্ট অনুসারে, Xiaomi 14 Ultra-এর সাথে কোম্পানির প্রথম ফ্লিপ ফোল্ডে ফোন, Xiaomi Mix Flip আত্মপ্রকাশ করবে। এটিও স্যাটেলাইট সংযোগ সাপোর্ট করবে বলে খবর সামনে এসেছে।

উল্লেখ্য, Xiaomi Mix Flip এবং Xiaomi 14 Ultra চলতি বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে বিশ্ববাজারে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। এই ডিভাইসগুলিতে যথাক্রমে Qualcomm Snapdragon 8 Gen 2 এবং 8 Gen 3v চিপসেটটি থাকতে পারে। তবে Oppo Find X7 সিরিজ গ্লোবাল মার্কেটে লঞ্চ হবে, কিনা সে বিষয়ে এখনও নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।