Xiaomi Civi 1S অসাধারণ ডিজাইন ও দুর্দান্ত ফিচার সহ লঞ্চ হল, দাম দেখে নিন

স্মার্টফোন সংস্থা শাওমি আজ (২১ এপ্রিল) প্রত্যাশামত চীনের বাজারে দুর্দান্ত ডিজাইন ও আকর্ষণীয় স্পেসিফিকেশন সহ লঞ্চ করলো তাদের Xiaomi Civi 1S স্মার্টফোনটি। প্রসঙ্গত, গত বছর সেপ্টেম্বর মাসে চীনের বাজারে পা রাখে Xiaomi Civi হ্যান্ডসেটটি, যা বিশেষত আধুনিক নারীদের উদ্দেশ্যেই লঞ্চ করা হয়েছিল। নয়া ফোনটি Xiaomi Civi-এর একটি সামান্য আপগ্রেড সংস্করণ, তবে উত্তরসূরি নয়। এই হ্যান্ডসেটে রয়েছে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের অ্যামোলেড ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮জি প্রসেসর এবং ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা। এবার এটি ফাস্ট চার্জিং সাপোর্ট এবং ৪,৫০০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে। আসুন এই নয়া শাওমি স্মার্টফোনটির দাম, ডিজাইন ও সকল স্পেসিফিকেশনগুলি বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

শাওমি সিভি ১এস-এর দাম ও লভ্যতা (Xiaomi Civi 1S Price and Availability)

চীনের বাজারে শাওমি সিভি ১এস মোট তিনটি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। এই ফোনের ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ মডেলটির দাম রাখা হয়েছে ২,২৯৯ ইউয়ান (প্রায় ২৭,১৬০ টাকা)। এছাড়া, ফোনটির ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট দুটির মূল্য যথাক্রমে ২,৫৯৯ ইউয়ান (প্রায় ৩০,৭০০ টাকা) এবং ২,৮৯৯ ইউয়ান (প্রায় ৩৪,৩০০ টাকা) নির্ধারণ করা হয়েছে। শাওমি সিভি ১এস আজ থেকেই (২১ এপ্রিল) চীনে উল্লেখিত দামে ক্রেতাদের কেনার জন্য উপলব্ধ রয়েছে। এই হ্যান্ডসেটটি ব্ল্যাক, পিঙ্ক, ব্লু এবং সিলভার-এর মতো চারটি আকর্ষণীয় কালার অপশনে বেছে নেওয়া যাবে।

শাওমি সিভি ১এস-এর ডিজাইন (Xiaomi Civi 1S Design)

ডিজাইনের দিক থেকে শাওমি থেকে সিভি ১এস আসল শাওমি সিভি-এর মতো প্রায় একই রকম দেখতে। ডিভাইসটির ব্যাক প্যানেলে একটি বৃত্তাকার আয়তক্ষেত্রাকার ক্যামেরা আইল্যান্ড রয়েছে, যার নীচে একটি অনুভূমিক এলইডি ফ্ল্যাশলাইট স্ট্রিপ সহ একটি ত্রিভুজাকার স্টাইলের একটি ট্রিপল ক্যামেরা সিস্টেম দেখতে পাওয়া যাবে।

হ্যান্ডসেটের ফ্রেমটি ধাতব এবং এর রিয়ার প্যানেলটি কাঁচের তৈরি। এটির ওজন ১৬৬ গ্রাম। ফোনটির পিছনের কাচের প্যানেলে হীরের মতো আকৃতি থাকার কারণে এতে ফ্রস্টেড ম্যাট ফিনিশ দেওয়া হয়েছে এবং ফোনটি চারটি ভিন্ন গ্রেডিয়েন্টে বাজারে এসেছে।

শাওমি সিভি ১এস-এর স্পেসিফিকেশন (Xiaomi Civi 1S Specifications)

শাওমি সিভি ১এস ফোনে ২,৪০০ x ১,০৮০ পিক্সেলের ফুল এইচডি+ রেজোলিউশন সহ ৬.৫৫ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) পাঞ্চ-হোল ডিসপ্লে আছে, যার সর্বোচ্চ রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এই কার্ভড ডিসপ্লেটি ১০ বিট কালার ডেপ্থ, ৪০২পিপিআই পিক্সেল ঘনত্ব, ২৪০ হার্টজ পর্যন্ত টাচ স্যাম্পলিং রেট, ৫০,০০,০০০:১ কনট্রাস্ট রেশিও অফার করে। ডিসপ্লেতে এইচডিআর১০+ এবং ডলবি ভিশন এইচডিআর স্ট্যান্ডার্ড সাপোর্ট করে। এটির লোকাল পিক ব্রাইটনেস লেভেল ৯৫০ নিট এবং স্ক্রিনটি কর্নিং গরিলা গ্লাস ৫ দ্বারা সুরক্ষিত।

উন্নত পারফরম্যান্সের জন্য, Xiaomi Civi 1S ফোনে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮জি প্লাস প্রসেসরটি। এতে সর্বাধিক ১২ জিবি এলপিডিডিআর৪এক্স র‍্যাম এবং ২৫৬ জিবি ইউএফএস ২.২ স্টোরেজ পাওয়া যাবে। এই শাওমি স্মার্টফোনটি একটি ৩৬ মাসের অ্যান্টি-এজিং সার্টিফিকেশন সহ এসেছে। হ্যান্ডসেটটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক এমআইইউআই ১৩ (MIUI 13) কাস্টম স্কিনে রান করে।

ক্যামেরার ক্ষেত্রে, Xiaomi Civi 1S-এর পিছনে একটি ট্রিপল ক্যামেরা সেটআপ অবস্থান করছে। যার মধ্যে অপটিক্যাল ইমেজ স্টেবিলিজেশন (OIS) সহ ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, একটি ৮ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৩৫৫ আল্ট্রা-ওয়াইড লেন্স এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর উপস্থিত রয়েছে৷ ফোনের সামনে পাঞ্চ-হোলের মধ্যে অটোফোকাস এবং ডুয়েল সফট লাইট সহ একটি ৩২ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৬১৬ স্ন্যাপার বর্তমান। এই হ্যান্ডসেটে সুন্দর পোট্রেট শটের জন্য নেটিভ বিউটি পোর্ট্রেট ২.০ এবং মেকআপের জন্য ৪জি লাইট চেজিং বিউটি টেকনোলজির মতো একাধিক ক্যামেরা ফিচার মিলবে। শাওমি দাবি করেছে যে, এর অ্যালগরিদম পিক্সেল-লেভেলে কাজ করে, কারণ এটি জেনারেটিভ অ্যাডভারসারিয়াল নেটওয়ার্ক (GAN) ব্যবহার করে।

পাওয়ার ব্যাকআপের জন্য, Xiaomi Civi 1S-এ একটি ৪,৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে এবং এতে শুধুমাত্র সংস্থার নিজস্ব ৫৫ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তিই নয় বরং তার সাথে কোয়ালকম কুইক চার্জ ৪+ (Qualcomm Quick Charge 4+)-ও সাপোর্ট করে। এছাড়া, Xiaomi Civi 1S ডুয়েল-সিম, ৫জি, ওয়াইফাই ৬, ব্লুটুথ ৫.২, জিএনএসএস, এনএফসি এবং ইউএসবি টাইপ-সি পোর্ট অফার করে। এই নতুন স্মার্টফোনে ডলবি অ্যাটমস- সাপোর্টেড ডুয়েল স্টেরিও স্পিকার, একটি লিনিয়ার ভাইব্রেশন মোটর, একটি আন্ডার-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং একটি আইআর ব্লাস্টারও মিলবে।

Ananya Sarkar

Recent Posts

Garena Free Fire Redeem Codes for August 24 2024: গারেনা ফ্রি ফায়ার ম্যাক্স রিডিম কোড থেকে জিতুন ডায়মন্ড

আপনি কি গারেনা ফ্রি ফায়ার-এর আজকের রিডিম কোড খোঁজ করেছেন? তাহলে এই প্রতিবেদনে আপনার জন্য।…

7 hours ago

Maharaja Trophy: মহারাজা ট্রফিতে ঘটলো বিরলতম ঘটনা, ৩ টি সুপার ওভারের পর বেরোলো ম্যাচের ফলাফল

বর্তমানে মহারাজা ট্রফি টি-টোয়েন্টি টুর্নামেন্ট চলছে কর্ণাটকে। শুক্রবার বেঙ্গালুরু ব্লাস্টার্স ও হুবলি টাইগার্সের অনুষ্ঠিত হয়েছিল…

7 hours ago

4000 টাকা দাম কমলো 1 কোটির বেশি বিক্রি হওয়া Redmi 5G ফোন, রয়েছে 108 মেগাপিক্সেল ক্যামেরা

রেডমির নোট সিরিজের স্মার্টফোন বাজারে বেশ জনপ্রিয়। এমন পরিস্থিতিতে আপনি যদি বাজেট সেগমেন্টে ভালো ক্যামেরা,…

8 hours ago

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

10 hours ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

11 hours ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

11 hours ago