শুধু ক্যামেরা নয়, Oppo Reno 12 ও Reno 12 Pro দেবে জবরদস্ত পারফরম্যান্স, কোন প্রসেসর থাকবে

রেনো 11 (Reno 11) এবং রেনো 11 প্রো (Reno 11 Pro) ফোনের চীনা সংস্করণে যথাক্রমে মিডিয়াটেক ডাইমেনসিটি 8200 ও কোয়ালকম স্ন্যাপড্রাগন 8+ জেন 1 এসওসি ব্যবহার করা হয়েছিল

আগামী জুন মাসে Huawei, Honor, Vivo, এবং Oppo মিড-রেঞ্জে নতুন স্মার্টফোন সিরিজ উন্মোচন করতে চলেছে। আসন্ন লাইনআপগুলি হল – Huawei Nova 13, Honor 200, Vivo S19 এবং Oppo Reno 12। যার মধ্যে Oppo সংস্থার লেটেস্ট সিরিজের Reno 12 এবং Reno 12 Pro মডেল দুটির বেশ কয়েকটি মুখ্য ফিচার গত ফেব্রুয়ারি মাসে সামনে এসেছিল। যদিও মাঝে প্রায় এক-দেড় মাস ডিভাইসগুলি সম্পর্কে আর কিছু জানা যায়নি। তবে এখন Oppo Reno 12 সিরিজের প্রসেসর সহ ডিসপ্লে, ক্যামেরা, চার্জিং ক্যাপাসিটি ও ডিজাইন সংক্রান্ত তথ্য ফাঁস হয়েছে।

Oppo Reno 12 সিরিজের মুখ্য ফিচার ফাঁস হল অনলাইনে

চীনা মাইক্রব্লগিং সাইট উইবো (Weibo) -এর মাধ্যমে হালফিলে এক টিপস্টার আসন্ন ওপ্পো সিরিজের সম্ভাব্য ফিচার সামনে এনেছেন। তার পোস্ট অনুসারে, ওপ্পো রেনো 12 সিরিজ মিডিয়াটেক ডাইমেনসিটি 8300 এবং ডাইমেনসিটি 9200 প্লাস চিপসেট চালিত হবে। যদিও কোন মডেলে কোন প্রসেসর থাকবে তা স্পষ্ট করা হয়নি। এক্ষেত্রে জানিয়ে রাখি, পূর্বসূরি রেনো 11 (Reno 11) এবং রেনো 11 প্রো (Reno 11 Pro) ফোনের চীনা সংস্করণে যথাক্রমে মিডিয়াটেক ডাইমেনসিটি 8200 ও কোয়ালকম স্ন্যাপড্রাগন 8+ জেন 1 এসওসি ব্যবহার করা হয়েছিল। ফলে সম্ভাবনা আছে সংস্থাটি, সিরিজের স্ট্যান্ডার্ড মডেল মিডিয়াটেক ডাইমেনসিটি 8300 এবং ‘প্রো’ ভ্যারিয়েন্ট ডাইমেনসিটি 9200 প্লাস প্রসেসরের সাথে লঞ্চ করবে।

এদিকে চিপসেটের পাশাপাশি সিরিজটির অন্যান্য কয়েকটি ফিচারও আলোচনা করা হয়েছে পোস্টে। দাবি করা হচ্ছে, ওপ্পো রেনো 12 ফোন 1080 পিক্সেল রেজোলিউশন সমর্থিত ডিসপ্লে প্যানেল অফার করবে। আবার উচ্চতর মডেলে দেখা যাবে 1.5কে রেজোলিউশন সমর্থিত ডিসপ্লে। উভয় ডিভাইস মাইক্রো কার্ভিয়েচার পরিবেষ্টিত টাচ-স্ক্রীনের সাথে আসবে বলেও জানা গেছে।

ডিজাইনের নিরিখে, Oppo Reno 12 সিরিজ প্লাস্টিকের মিডল ফ্রেম এবং গ্লাস ব্যাক প্যানেল সহ লঞ্চ হতে হয়তো। এক্ষেত্রে সিরিজের দুটি ফোনের রিয়ার ক্যামেরা মডিউলে পোর্ট্রেট ছবি ক্যাপচারের জন্য 2এক্স অপটিক্যাল জুম যুক্ত 50 মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা বিদ্যমান থাকবে। এছাড়া সিরিজটি 80 ওয়াট চার্জিং প্রযুক্তির সমর্থন প্রদান করবে বলেও দাবি করেছেন টিপস্টার।

প্রসঙ্গত সাম্প্রতিক একটি রিপোর্ট অনুসারে, এই স্মার্টফোন সিরিজের পাশাপাশি Oppo বর্তমানে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেন 3 প্রসেসর চালিত Oppo Pad 3 নামের একটি ট্যাবলেটের উপর কাজ করছে। এছাড়াও ব্র্যান্ডটি শীঘ্রই একটি নয়া ইয়ারফোন লঞ্চ করার ইঙ্গিতও দিয়েছে। এক্ষেত্রে মনে করা হচ্ছে, আসন্ন এই ডিভাইসগুলি Oppo Reno 12 সিরিজের সাথেই অর্থাৎ জুন মাসে চীনে উন্মোচন করা হতে পারে। যদিও সংস্থার তরফ থেকে এখনো এই বিষয়ক কোনো ঘোষণা সামনে না আসায়, খবরটির সত্যতা সম্পর্কে এক্ষুনি নিশ্চিত হওয়া যাচ্ছে না…