Xiaomi Civi 3 দেবে সেরা পারফরম্যান্স, আসছে 12 জিবি র‌্যাম ও Dimensity 8200 প্রসেসরের সাথে

Xiaomi Civi 3 -কে সম্প্রতি 'কম্পালসারি সার্টিফিকেশন অফ চীন' (3C বা CCC) সার্টিফিকেশন সাইট দ্বারা সার্টিফায়েড হতে দেখা গেছে

ছাড়পত্র পেল Xiaomi -এর আপকামিং স্মার্টফোন Xiaomi Civi 3। ফলে ডিভাইসটি শীঘ্রই লঞ্চ হতে চলেছে বলে মনে হচ্ছে। DCS প্রদত্ত লেটেস্ট রিপোর্ট অনুসারে, MIIT -এর রেজিস্ট্রেশন ইনফর্মাশনের সর্বশেষ আপডেটে ১২ জিবি র‌্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ সহ একটি নতুন ডিভাইসকে স্পট করা গেছে। মনে করা হচ্ছে তালিকাভুক্ত এই ডিভাইসটি হল Xiaomi Civi 3।

উল্লেখ্য, Xiaomi Civi 3 মডেলটিকে মূলত মহিলাদের উদ্দেশ্যে নিয়ে আসা হচ্ছে। এটি ওজনে হালকা হবে এবং ফ্যাশনেবল ডিজাইন অফার করবে। একই সাথে ডিভাইসটির সেলফি বিভাগও চিত্তাকর্ষক হবে। ফাঁস হওয়া রিপোর্ট অনুযায়ী Xiaomi ফোনে ফ্রন্ট-ফায়ারিং LED ফ্ল্যাশ সহ ৩২-মেগাপিক্সেলের ডুয়াল সেলফি ক্যামেরা থাকবে। আর পূর্বসূরি Xiaomi Civi 2-এর মতো আসন্ন এই ডিভাইসেও পিল-আকৃতির পাঞ্চ-হোল ডিসপ্লে ডিজাইন দেখা যাবে।

Xiaomi Civi 3 স্মার্টফোনের স্পেসিফিকেশন (সম্ভাব্য)

আপকামিং শাওমি সিভি ৩ স্মার্টফোন পারফরম্যান্সের ক্ষেত্রে বড়োসড়ো আপগ্রেড পেতে চলেছে। জানা যাচ্ছে, ডিভাইসটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৮২০০ প্রসেসর সহ আসবে, যা পূর্বসূরি শাওমি সিভি ২ মডেলে থাকা স্ন্যাপড্রাগন ৭৭৮জি+ এবং স্ন্যাপড্রাগন ৭ জেন ১ প্রসেসরের তুলনায় অনেক বেশি শক্তিশালী হবে। যদিও স্ন্যাপড্রাগন ৭+ জেন ২ প্রসেসর যথেষ্ট ভালো পারফরম্যান্স অফার করে। তবে ডাইমেনসিটি ৮২০০ চিপসেট, গেমিং সহ অন্যান্য ভারী কাজের ক্ষেত্রে দুর্দান্ত পারফরম্যান্স প্রদান করে।

Xiaomi Civi 3 ফোনে ৫জি (5G) ক্রস-ক্যারিয়ার রোমিং ফিচার সমর্থন করবে। এই বৈশিষ্ট্যটি ব্যবহারকারীদের ৫জি নেটওয়ার্ক কভারেজ ছাড়াই যেকোনো এলাকায় ক্রস-ক্যারিয়ার রোমিংয়ের মাধ্যমে অন্য ক্যারিয়ারের ৫জি নেটওয়ার্ক অ্যাক্সেস করতে দেবে। এছাড়া এই ফিচার, উল্লেখযোগ্যভাবে সিগন্যাল ব্লাইন্ড স্পটগুলির সংখ্যাও কমিয়ে দেবে এবং ব্যবহারকারীদের যেকোনো সংস্থার সিম কার্ড নির্বিশেষে আইনতভাবে ৫জি নেটওয়ার্ক অ্যাক্সেস করার অনুমতি দেবে।

লেটেস্ট MIIT রেজিস্ট্রেশন ইনফর্মাশন আপডেট অনুসারে, শাওমির এই আসন্ন হ্যান্ডসেটের ইন্টারনাল এমআইইউআই (MIUI) বিল্ড নম্বর হল 14.0.3.0.TMICNXM। যা ইঙ্গিত দিচ্ছে, শাওমি সিভি ৩ চলতি মাসের শেষের দিকে চীনের বাজারে আত্মপ্রকাশ করবে। এক্ষেত্রে টিপস্টারদের দাবি, সম্ভব ৩০শে মে ডিভাইসটি লঞ্চ হবে৷

প্রসঙ্গত, Xiaomi Civi 3 -কে সম্প্রতি ‘কম্পালসারি সার্টিফিকেশন অফ চীন’ (3C বা CCC) সার্টিফিকেশন সাইট দ্বারা সার্টিফায়েড হতে দেখা গেছে। যার দরুন ডিভাইসটির একাধিক কী-ফিচার ইতিমধ্যেই প্রকাশ্যে এসে গেছে। লিস্টিং অনুসারে এই ফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ফুল এইচডি প্লাস OLED ডিসপ্লে প্যানেল, OIS সমর্থিত একটি Sony IMX8-সিরিজ রিয়ার ক্যামেরা ইউনিট, এবং ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করতে পারে।