5G ফোনের উপর সবচেয়ে বেশি ছাড়, ১৭,৫০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট দেবে Xiaomi Diwali Sale

আলোর উৎসব দীপাবলি বা দিওয়ালি আসতে এখনও বেশ কয়েক সপ্তাহ দেরি আছে, কিন্তু তা সত্ত্বেও এই উপলক্ষে আগেভাগেই একরাশ অফারের পসরা নিয়ে হাজির হয়েছে জনপ্রিয় টেক কোম্পানি Xiaomi (শাওমি)। আসলে ‘Xiaomi Diwali Sale’ (শাওমি দিওয়ালি সেল) আগামী ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হওয়ার কথা, তবে তার আগেই কোম্পানির ওয়েবসাইটে লাইভ হয়ে গিয়েছে আর্লি দিওয়ালি ডিলস্ (Early Diwali Deals)। ফলত, এর সুবাদে ব্যবহারকারীরা আকর্ষণীয় অফার ও ডিসকাউন্টে বিভিন্ন Xiaomi ও Redmi (রেডমি) ফোন কিনতে পারবেন। তবে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়টি হল, এই অফারের আওতায় গ্রাহকরা কোম্পানির প্রিমিয়াম স্মার্টফোন Xiaomi 12 Pro 5G (শাওমি ১২ প্রো ৫জি) ১৭,৫০০ টাকার বিশাল ছাড়ে কেনার সুযোগ পাবেন। তাই, হালফিলে মানে দুর্গাপুজোর আগে যারা কোনো ব্র্যান্ড-নিউ 5G স্মার্টফোন কেনার প্ল্যান করছেন, তারা নিঃসন্দেহে Xiaomi Diwali Sale-এ উপলব্ধ এই দুর্দান্ত অফারটির ফায়দা ওঠাতে পারেন।

সেলে বাম্পার ডিসকাউন্টে কেনা যাবে Xiaomi 12 Pro 5G

প্রসঙ্গত জানিয়ে রাখি, চলতি বছরের এপ্রিলে লঞ্চ হয়েছিল শাওমির এই ধামাকাদার ফোন। এটি দুটি ভ্যারিয়েন্টে মার্কেটে উপলব্ধ – ৮ জিবি + ২৫৬ জিবি এবং ১২ জিবি + ২৫৬ জিবি। সংস্থার ওয়েবসাইটে, ফোনটির প্রথম স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৬২,৯৯৯ টাকা; অন্যদিকে, ১২ জিবি র‌্যাম ভ্যারিয়েন্টটিকে ৬৬,৯৯৯ টাকায় সেলে বিক্রির জন্য তালিকাভুক্ত করা হয়েছে। সেক্ষেত্রে উক্ত অফারের আওতায়, শাওমি সমস্ত ব্যাঙ্কের কার্ড মারফত পেমেন্টের ক্ষেত্রে ৮,০০০ টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দিচ্ছে। এছাড়া, ব্যাঙ্ক অফ বরোদা (Bank of Baroda) ও আইসিআইসিআই (ICICI) ব্যাঙ্কের কার্ড ব্যবহার করলে ৯,৫০০ টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পেতে সক্ষম হবেন গ্রাহকরা। এই দুটি ডিলকে একজোট করলেই ফোনটিতে মোট ১৭,৫০০ টাকা ছাড় পাওয়া যাবে।

Xiaomi 12 Pro 5G-এর ফিচার এবং স্পেসিফিকেশন

শাওমি ১২ প্রো ৫জি ফ্ল্যাগশিপ ফোনে রয়েছে ১৪৪০×৩২০০ পিক্সেল রেজোলিউশনযুক্ত ৬.৭৩ ইঞ্চি কিউএইচডি+ ই৫ এলটিপিও ২.০ অ্যামোলেড (QHD+ E5 LTPO 2.0 AMOLED) ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ এবং টাচ স্যাম্পলিং রেট ৪৮০ হার্টজ। ডিসপ্লেটি সুরক্ষিত রাখার জন্য ফোনে গরিলা গ্লাস ভিক্টাস ব্যবহার করা হয়েছে। তদুপরি, এই স্মার্টফোনে এইচডিআর১০+ (HDR10+) এবং ডলবি ভিশন (Dolby Vision) সাপোর্টও বিদ্যমান। অন্যদিকে স্ন্যাপড্রাগন ৮ জেন ১ (Snapdragon 8 Gen 1) প্রসেসর দ্বারা চালিত শাওমির এই ফোনে ১২ জিবি পর্যন্ত র‌্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজের সুবিধা পাওয়া যাবে। পাশাপাশি পাওয়ার ব্যাকআপের জন্য ডিভাইসটিতে ৪,৬০০ এমএএইচ ব্যাটারি মিলবে যাতে ১২০ ওয়াট ওয়্যারড ফাস্ট চার্জিং, ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং এবং ১০ ওয়াট ওয়্যারলেস রিভার্স চার্জিংয়ের সুবিধা বর্তমান।

উল্লেখ্য, ফটোগ্রাফির জন্য Xiaomi 12 Pro-র পিছনে এলইডি (LED) ফ্ল্যাশসহ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, ৫০ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ৫০ মেগাপিক্সেলের টেলিফটো লেন্স রয়েছে। একইভাবে, সেলফির জন্য ফোনের সামনে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরাও দেওয়া হয়েছে। অন্যান্য ফিচারের কথা বললে, এটিতে একটি আন্ডার-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। আবার, কানেক্টিভিটির জন্য মজুত রয়েছে 5G, ডুয়াল সিম, ওয়াই-ফাই ৬, ব্লুটুথ ৫.২, জিপিএস, এনএফসি এবং ইউএসবি টাইপ-সি পোর্টের মতো বিকল্প।