Xiaomi দুঃসংবাদ শোনাল, চিরদিনের মতো সফটওয়্যার আপডেট বন্ধ এই ফোনগুলিতে

শাওমি (Xiaomi)-এর অফিসিয়াল ওয়েবসাইটে একটি এন্ড অফ সাপোর্ট (EOS) পণ্যের তালিকা রয়েছে। শাওমির কোনও ডিভাইসের সফ্টওয়্যার সাপোর্ট বন্ধ করে দেওয়া হলে, সেটিকে এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। কোম্পানি মাঝেমধ্যেই তাদের পুরানো প্রোডাক্টের সাথে এই তালিকাটি আপডেট করে থাকে। ফেব্রুয়ারির শেষে, সংস্থাটি ইওএস পণ্যের তালিকায় পরিবর্তন এনেছে। তারা এই বিশাল তালিকায় আরও চারটি স্মার্টফোন যুক্ত করেছে। এগুলির মধ্যে একটি হ্যান্ডসেট তো এককালে বিশ্ববাজারে বেশ জনপ্রিয় ফোন ছিল। আসুন তাহলে এই সাপোর্ট বন্ধ করে দেওয়া শাওমি ফোনগুলির বিষয়ে সবিস্তারে জেনে নেওয়া যাক।

Redmi Note 8 সহ মোট চারটি ফোনের সফ্টওয়্যার সাপোর্ট স্থগিত করলো শাওমি

বহুল জনপ্রিয় রেডমি নোট ৮-এর পাশাপাশি শাওমি তাদের রেডমি ব্র্যান্ডের অধীনে থাকা রেডমি নোট ৮টি, রেডমি ৮এ ডুয়েল, এবং রেডমি কে৩০ ৫জি স্পিড এডিশনের জন্য সফ্টওয়্যার সাপোর্ট প্রদান করা বন্ধ করেছে। এই চারটি হ্যান্ডসেটই এখন শাওমির অফিসিয়াল ওয়েবসাইটের এন্ড অফ সাপোর্ট (EOS) প্রোডাক্টের তালিকায় স্থান করে নিয়েছে।

জানিয়ে রাখি, উল্লিখিত প্রায় সবকটি ফোনই ২০২০ সালের গোড়ার দিকে লঞ্চ হয়। অনুমান করাই হয়েছিল যে, শাওমি এগুলির জন্য সফ্টওয়্যার সাপোর্ট বন্ধ করবে, কারণ এই লাইনআপের প্রাথমিক মডেলগুলির মধ্যে কয়েকটির সাপোর্ট গত ডিসেম্বরের শেষের দিকেই স্থগিত করা হয়েছে।

অফিসিয়াল সফ্টওয়্যার সাপোর্টের সময় জুড়ে, Redmi K30 5G Speed Edition, Redmi Note 8 এবং Redmi Note 8T দুটি অ্যান্ড্রয়েড আপডেট পেয়েছে। কিন্তু এন্ট্রি-লেভেল স্মার্টফোন হওয়ায়, Redmi 8A Dual শুধুমাত্র একটি অ্যান্ড্রয়েড আপডেট গ্রহণ করেছিল।

উল্লেখযোগ্যভাবে, এই চারটি হ্যান্ডসেটের মধ্যে, Redmi Note 8 গ্লোবাল মার্কেটে লঞ্চের পর ক্রেতাদের কাছ থেকে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছিল। এছাড়াও, এটি ছিল প্রথম Redmi Note সিরিজের ডিভাইস যা কোয়াড-ক্যামেরা সেটআপ অফার করে। সর্বোপরি, এই মডেলটি খুব প্রতিযোগিতামূলক মূল্যে বাজারে এসেছিল। দুর্ভাগ্যবশত, এটিই ছিল সর্বশেষ Redmi Note লাইনআপের ফোন যা কম মূল্যে দুর্দান্ত কিছু বৈশিষ্ট্য অফার করতে পেরেছিল। কেননা এরপর কোভিড-১৯ অতিমারী শুরু হয় এবং এর প্রভাবে পরবর্তী বছরগুলিতে পুরো স্মার্টফোন মার্কেটই ব্যাপক পরিবর্তনের মুখোমুখি হয়েছে।