৫৯৯৯ টাকায় Redmi ফোন, সীমিত সময়ের জন্য সমস্ত ফোনের দাম কমে গেল Xiaomi Fan Festival সেলে

আপনি যদি Xiaomi ফোনের বিশেষ ভক্ত হন, তাহলে আমাদের আজকের এই প্রতিবেদনে আপনার জন্য রয়েছে একটি দারুণ সুখবর! আসলে বছরের একদম শেষ প্রান্তে ভারতীয় গ্রাহকদেরকে চুটিয়ে কেনাকাটা করতে সহায়তা করার জন্য সংস্থাটি হালফিলে Xiaomi Fan Festival Sale নিয়ে হাজির হয়েছে। কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ mi.com-এ গত ১৫ ডিসেম্বর থেকে সেলটি শুরু হয়েছে, এবং এটি চলবে আগামী ২১ ডিসেম্বর পর্যন্ত। সপ্তাহব্যাপী এই সেলে ক্রেতারা Xiaomi এবং Redmi-র স্মার্টফোন, স্মার্ট টিভি, স্মার্ট হোম এবং আইওটি (IoT) প্রোডাক্ট সহ বিভিন্ন পণ্যে আকর্ষণীয় ছাড়, ডিল এবং অন্যান্য লোভনীয় অফারের সুবিধা উপভোগ করতে সক্ষম হবেন।

Xiaomi Fan Festival Sale-এ স্মার্টফোনে মিলবে ৮,০০০ টাকা পর্যন্ত ছাড়

উল্লেখ্য যে, আলোচ্য ফ্যান ফেস্টিভ্যাল সেলে শাওমি এবং রেডমির ৫জি (5G) স্মার্টফোন কেনার ক্ষেত্রে ৮,০০০ টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন গ্রাহকরা। এছাড়াও, সেল চলাকালীন শাওমি এবং রেডমির স্মার্ট টিভিতে ৭,৫০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। আসুন, চলতি সেলে কোন কোন প্রোডাক্ট কিনতে হলে ক্রেতাদের কত টাকা খরচ করতে হবে, সে সম্পর্কে একটু বিশদে জেনে নেওয়া যাক।

Xiaomi Fan Festival Sale-এ উপলব্ধ অফারসমূহ

কোম্পানির ফ্ল্যাগশিপ ফোন Xiaomi 12 Pro চলতি সেলে ৪৭,৯৯৯ টাকায় কেনা যাবে। উল্লেখ্য যে, এই স্মার্টফোনটির বেস ভ্যারিয়েন্টটিকে (৮ জিবি + ২৫৬ জিবি) ভারতে ৬২,৯৯৯ টাকায় লঞ্চ করা হয়েছিল। আবার যারা একটু বেশি র‍্যাম চাইছেন, তারা ১২ জিবি র‍্যামযুক্ত মডেলটি কিনতে পারেন, যেটির আসল দাম ৬৬,৯৯৯ টাকা। কিন্তু সেল চলাকালীন ডিভাইসটি ৫১,৯৯৯ টাকায় বিক্রির জন্য উপলব্ধ রয়েছে।

আবার, কোম্পানির সবচেয়ে সাশ্রয়ী মূল্যের স্মার্টফোন Redmi A1 চলতি সেলে ৬,৪৯৯ টাকার পরিবর্তে ৫,৯৯৯ টাকায় কেনা যাবে। এছাড়া, সংস্থার আর-একটি সাশ্রয়ী মূল্যের ৫জি স্মার্টফোন Redmi 11 Prime 5G, মাত্র ১১,৯৯৯ টাকায় খরিদ করতে পারবেন ক্রেতারা। উল্লেখ্য যে, ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ সহ আসা এই হ্যান্ডসেটটিকে ১৩,৯৯৯ টাকায় ভারতে লঞ্চ করা হয়েছিল। আবার, ফোনটির ৬ জিবি + ১২৮ জিবি মডেলটিকে পকেটস্থ করতে চাইলে ইউজারদের ১৩,৯৯৯ টাকা খসাতে হবে।

অন্যদিকে, Redmi K50i স্মার্টফোনটির ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি কিনতে চাইলে ক্রেতাদের ২০,৯৯৯ টাকা ব্যয় করতে হবে। আবার, হ্যান্ডসেটটির ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ মডেলটি খরিদ করতে চাইলে খরচ পড়বে ২৩,৯৯৯ টাকা। এছাড়া, চলতি ফ্যান ফেস্টিভাল সেলে শাওমি এবং রেডমির বিভিন্ন স্মার্ট টিভি, ল্যাপটপ এবং অন্যান্য নানাবিধ প্রোডাক্ট কিনতে হলে ক্রেতাদের কত টাকা খরচ করতে হবে, তা নীচের টেবিলটিতে উল্লেখ করা হল:

(এখানে একটা টেবিল বসবে)

Mi Store অ্যাপে সম্পূর্ণ বিনামূল্যে ক্রেতাদেরকে নানাবিধ প্রোডাক্ট জেতার সুযোগ দিচ্ছে Xiaomi

প্রসঙ্গত জানিয়ে রাখি, বছরের শেষান্তে ক্রেতাদেরকে বিভিন্ন প্রোডাক্ট কেনার জন্য উৎসাহিত করতে Xiaomi এমআই স্টোর (Mi Store) অ্যাপে বর্তমানে বিভিন্ন চমকপ্রদ অ্যাক্টিভিটির আয়োজন করেছে। চীনা টেক কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়েছে যে, প্রতিদিন দুপুর ১২ টায় ফ্যান ফ্রেঞ্জি সেলের (Fan Frenzy sale) আয়োজন করা হবে, যেখানে প্রথম ১০০ জন ব্যবহারকারী ১,০০০ টাকা ছাড়ে নির্বাচিত কিছু ডিভাইস কেনার সুযোগ পাবেন। এছাড়াও একটি প্লে অ্যান্ড উইন (Play & Win) অফার থাকবে, যার সুবাদে গ্রাহকরা Redmi 11 Prime, Redmi Pad, Mi Watch Revolve Active সহ আরও নানাবিধ প্রোডাক্ট একদম বিনামূল্যে জিতে নিতে সক্ষম হবেন।