Xiaomi N7: শাওমির নয়া চমক, এন সিরিজের বিশেষ স্মার্টফোন আনছে সংস্থা

N7 মডেলের সাথে ক্ল্যামশেল ফোল্ডেবল ফোনের বাজারে প্রবেশ করতে পারে Xiaomi

Xiaomi-এর একটি নতুন ডিভাইসকে নিয়ে বর্তমানে জল্পনা শুরু হয়েছে। এটি শুধুমাত্র “N7” নামে পরিচিত, যা কোম্পানির আসন্ন লাইনআপের অংশ হবে বলে জানা গেছে। মনে করা হচ্ছে এটি ক্ল্যামশেল ডিজাইনে আসবে। আর Xiaomi 14 এবং Xiaomi 14 Pro স্মার্টফোনের মতো প্রিমিয়াম মডেল হবে। কারণ জনপ্রিয় এক টিপস্টার এদের সংক্ষিপ্ত মডেল নম্বর সামনে এনেছেন।

“N7”-এর সাথে ক্ল্যামশেল ফোল্ডেবল ফোনের বাজারে প্রবেশ করতে পারে Xiaomi

সাম্প্রতিক রিপোর্ট থেকে জানা গেছে, শাওমি ১৪ এবং ১৪ প্রো-এর চীনা মডেলগুলি যথাক্রমে 23127PN0CC এবং 23116PN5BC মডেল নম্বর সহ আসবে। আর এই ডিভাইসগুলির গ্লোবাল সংস্করণের মডেল নম্বর যথাক্রমে 23127PN0CG এবং 23116PN5BG হবে৷ আবার, শাওমি ১৪ এবং ১৪ প্রো-এর সংক্ষিপ্ত মডেল নেম হল যথাক্রমে “এন৩” এবং “এন২”। অন্যদিকে, আসন্ন শাওমি ১৪ আল্ট্রা-এর মডেল নেম “এন১” বলে জানা গেছে। এই সবকটি ডিভাইসই কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ চিপসেট দ্বারা চালিত হবে বলে আশা করা হচ্ছে। এগুলি সম্ভবত আগামী নভেম্বর মাসে আত্মপ্রকাশ করতে পারে।

এদিকে, টিপস্টার ডিজিট্যাল চ্যাট স্টেশন তার নতুন ওয়েইবো পোস্টে একটি স্ক্রিনশট শেয়ার করেছেন, যেখানে “এন৭” সংক্ষিপ্ত মডেল নেম সহ আরেকটি নতুন মডেলকে দেখা গেছে। এই ডিভাইসটি সম্পূর্ণ নতুন বলে মনে হচ্ছে, কারণ এটির সাথে কোনো পূর্ববর্তী প্রজন্ম যুক্ত নেই। অনুমান করা হচ্ছে যে, ব্র্যান্ডটি সম্ভবত এন৭-এর সাথে তাদের শাওমি মিক্স সিরিজের অধীনে একটি ফ্লিপ ফোন লঞ্চ করে ক্ল্যামশেল ফোল্ডেবল স্মার্টফোন বাজারে প্রবেশ করার পরিকল্পনা করছে। তবে, এই নয়া এন৭ ফোনটির পরিচয় সম্পর্কে নিশ্চিত হতে আরও রিপোর্টের জন্য অপেক্ষা করাই শ্রেয়।

উল্লেখ্য, বিখ্যাত টিপস্টার আইস ইউনিভার্স দাবি করেছেন যে, Xiaomi 14 Ultra চলতি বছরের এপ্রিলে লঞ্চ হওয়া তার পূর্বসূরি Xiaomi 13 Ultra-এর তুলনায় আগেই বাজারে আত্মপ্রকাশ করবে। 14 Ultra সম্ভবত আগামী বছরের প্রথম ত্রৈমাসিকের মধ্যেই বাজারে উপস্থিত হবে।