Xiaomi Redmi -র সমস্ত ডিভাইসে মিলবে দ্রুত গতির 5G পরিষেবা, হাত মেলালো এয়ারটেলের সাথে

চলতি মাসেই ভারতে চালু হয়েছে ৫জি পরিষেবা। দেশের বিভিন্ন শীর্ষস্থানীয় টেলিকম সংস্থাগুলি বর্তমানে ভারতের বিভিন্ন প্রান্তে এই দ্রুততম নেটওয়ার্ক পরিষেবাটি পৌঁছে দেওয়ার জন্য জোরকদমে কাজ করছে। সম্প্রতি জনপ্রিয় স্মার্টফোন নির্মাতা ওপ্পো (Oppo) ভারতে অন্যতম গুরুত্বপূর্ণ টেলিকম অপারেট ভারতী এয়ারটেল (Bharti Airtel)-এর সাথে জুটি বেঁধে তাদের ফোনে ৫জি কানেক্টিভিটি অফার করতে শুরু করেছে। আর এখন শীর্ষস্থানীয় স্মার্টফোন ব্র্যান্ড শাওমি (Xiaomi)-এর ভারতীয় শাখার তরফে ঘোষণা করা হয়েছে যে, তারাও ভারতে এয়ারটেলের সাথে অংশীদারিত্ব করছে। স্মার্টফোন ব্র্যান্ডটি তাদের সমস্ত ডিভাইসের জন্য এয়ারটেলের ৫জি প্লাস (5G Plus) সাপোর্ট অফার করার লক্ষ্য রাখে। শাওমি (Xiaomi) এবং রেডমি (Redmi) ব্র্যান্ডিংয়ের সকল ৫জি-কম্প্যাটিবল ডিভাইসে এয়ারটেলের ৫জি প্লাস সাপোর্ট করবে। এই কোলাবরেশনের অর্থ হল শাওমি এবং রেডমি স্মার্টফোন ব্যবহারকারীরা এখন তাদের ৫জি-রেডি ফোনে সাম্প্রতিকতম প্রজন্মের ৫জি নেটওয়ার্ক উপভোগ করতে পারবেন।

Xiaomi India ও Bharti Airtel-এর পার্টনারশিপে সকল Xiaomi ও Redmi ব্র্যান্ডিংয়ের স্মার্টফোনে মিলবে 5G Plus সাপোর্ট

গত ১ অক্টোবর ভারতে ৫জি চালু হয়েছিল। এটি দ্রুত আপলোড এবং ডাউনলোডের গতি, অতিনগণ্য লেটেন্সি এবং স্থিতিশীল সংযোগ প্রদান করে। বহু স্মার্টফোন অরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারার (OEM)-রা এখন দেশে তাদের ডিভাইসগুলি ৫জি-সক্ষম করতে সফ্টওয়্যার আপডেটগুলি রোল আউট করছে। শাওমি জানিয়েছে যে, তারা দু’বছর ধরে তার ডিভাইসগুলিতে বিরামবিহীন ৫জি সংযোগ পরীক্ষা করার জন্য এয়ারটেলের সাথে কাজ করেছে। কোম্পানির সমস্ত ফোন ইতিমধ্যেই ৫জি-র জন্য প্রস্তুত।

প্রসঙ্গত, এয়ারটেলের ৫জি প্লাস এখন আহমেদাবাদ, বেঙ্গালুরু, চণ্ডীগড়, চেন্নাই, দিল্লি, গান্ধীনগর, গুরুগ্রাম, হায়দ্রাবাদ, জামনগর, কলকাতা, লখনউ, মুম্বাই, পুনে, শিলিগুড়ি এবং বারাণসী সহ আটটিরও বেশি শহরে উপলব্ধ। এটি নন-স্ট্যান্ডঅ্যালোন (NSA) কাঠামোর ওপর ভিত্তি করে এবং ৫জি নেটওয়ার্কের সাথে সংযোগ করার জন্য এতে কোনও স্বতন্ত্র ৫জি সিমের প্রয়োজন হয় না।

জানিয়ে রাখি, এয়ারটেল 5G Plus সমর্থনকারী শাওমি এবং রেডমি ফোনগুলির তালিকার মধ্যে – Xiaomi 12 Pro, Mi 11 Ultra, Xiaomi 11T Pro, Xiaomi 11 Lite NE 5G, Xiaomi 11i Hypercharge, Xiaomi 11i, Mi 11X Pro, Mi 11T, Mi 11T, Mi 11T Pro এবং Mi 10-এর পাশাপাশি Redmi K50i, Redmi 11 Prime 5G, Redmi Note 11 Pro+ 5G, Redmi Note 11T 5G এবং Redmi Note 10T 5G অন্তর্ভুক্ত রয়েছে।

উল্লেখ্য, শাওমি বা রেডমি স্মার্টফোনে ৫জি অ্যাক্সেস করতে, প্রথমে ডিভাইসের সেটিংসে যান > SIM-এ আলতো প্রেস করুন > পছন্দের নেটওয়ার্ক টাইপ মেনু থেকে “5G (recommended)” নির্বাচন করুন > 5G নেটওয়ার্কে সংযোগ করতে তালিকা থেকে 5G বা 5G/4G/3G নির্বাচন করুন। এছাড়া, ব্যবহারকারীরা ডায়ালার অ্যাপে কোড ##4636## এন্টার করতে পারেন এবং বিভিন্ন ধরনের নেটওয়ার্কের তালিকা দেখতে ফোনের তথ্যে নেভিগেট করতে পারেন এবং তারপর 5G-এর সাথে সংযোগ করতে
“Only NR” বা “NR/LTE” বেছে নিতে পারেন।