সেল ছাড়াই সবচেয়ে বড় ডিসকাউন্ট! 10,000 টাকার কমে মিলছে Redmi-র এই রেকর্ড ব্রেকার 5G ফোন

বাজেট রেঞ্জে Xiaomi-র Redmi স্মার্টফোনগুলি বাজারে অত্যন্ত জনপ্রিয়। দীর্ঘ সময় ধরে এগুলি ভারতের মানুষের মনোরঞ্জন করে আসছে। সেক্ষেত্রে আপনি যদি এখন সস্তায় বিশেষত ১০ হাজার…

বাজেট রেঞ্জে Xiaomi-র Redmi স্মার্টফোনগুলি বাজারে অত্যন্ত জনপ্রিয়। দীর্ঘ সময় ধরে এগুলি ভারতের মানুষের মনোরঞ্জন করে আসছে। সেক্ষেত্রে আপনি যদি এখন সস্তায় বিশেষত ১০ হাজার টাকার চাইতে কম দামে একটি ভালো 5G স্মার্টফোন কেনার কথা ভেবে থাকেন, তাহলে Xiaomi-র বেস্ট সেলার Redmi 12 5G মডেলটি বেছে নিতে পারেন। এটি Amazon-এর অফারে বর্তমানে দামের থেকে আকর্ষণীয় ছাড়ে উপলব্ধ হয়েছে। এদিকে, সস্তা হলেও ফোনটিতে আছে 5000mAh ব্যাটারি, 50MP ক্যামেরা থেকে শুরু করে Qualcomm Snapdragon চিপসেটের মতো ফিচার।

সেল ছাড়াই Xiaomi-র এই 5G ফোন মিলছে দারুণ ছাড়ে

রেডমি ১২ ৫জি ফোনের ৪ জিবি ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম এমনিতে ১৫,৯৯৯ টাকা, তবে এখন কোনো সেল ছাড়াই অ্যামাজনে এটি ১১,৯৯৯ টাকায় কেনার জন্য উপলব্ধ হয়েছে। এক্ষেত্রে নির্দিষ্ট ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে ৭৫০ টাকার অতিরিক্ত ছাড় কাজে লাগাতে পারবেন, সাথে মিলবে ১,২৫০ টাকার কুপন ডিসকাউন্টের সুবিধাও।

এখানেই শেষ নয়, এই রেডমি ফোনটি অর্ডার করার সময় পুরোনো হ্যান্ডসেট বদলে নিলে ১১,৩৫০ টাকা পর্যন্ত ছাড় এক্সচেঞ্জ বোনাস হিসেবে মিলতে পারে। তবে এই ডিসকাউন্টের যথাযথ অঙ্কটা নির্ভর করবে যে ফোন এক্সচেঞ্জ করতে চান তার ব্র্যান্ড, মডেল, বর্তমান ফিজিক্যাল কন্ডিশন ইত্যাদির ওপর।

Redmi 12 5G-এর স্পেসিফিকেশন

শাওমি রেডমি ১২ ৫জি স্মার্টফোনে ৯০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.৭৯ ইঞ্চি ফুলএইচডি+ আইপিএস এলসিডি ডিসপ্লে রয়েছে, যা কর্নিং গরিলা গ্লাস ৩ প্রোটেকশনের সাথে আসে। পারফরম্যান্সের জন্য এতে দেওয়া হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪ জেন ২ প্রসেসর, যার সাথে ৮ জিবি পর্যন্ত র‍্যাম এবং ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজের অপশন বর্তমান। এদিকে ফোনটি পাওয়ার ব্যাকআপের জন্য ১৮ ওয়াট চার্জিং সাপোর্টবিশিষ্ট ৫,০০০ এমএএইচ ব্যাটারি অফার করে। আর ফটোগ্রাফির জন্য এটিতে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সরযুক্ত ডুয়াল রিয়ার ক্যামেরা সিস্টেম মেলে।

উল্লেখ্য, এই রেডমি ফোনটি প্যাস্টেল ব্লু, মুনস্টোন সিলভার ও জেড্ ব্ল্যাক – তিনটি কালার ভ্যারিয়েন্টে উপলব্ধ।