বাহুবলি 3! দুম করে দাম কমল Redmi-র এই 3টি 5G ফোনের, পাবেন 200MP ক্যামেরা ও আরও বহু কিছু

Redmi Note 13 Series Price Drop: দেখতে দেখতে ভারতের বাজারে পা রাখার পর থেকে কেটে গেছে পুরো একটা দশক – বর্তমানে ফোন কেনার ক্ষেত্রে হোক…

Redmi Note 13 Series Price Drop: দেখতে দেখতে ভারতের বাজারে পা রাখার পর থেকে কেটে গেছে পুরো একটা দশক – বর্তমানে ফোন কেনার ক্ষেত্রে হোক বা অন্য কোনো ইলেকট্রনিক্স প্রোডাক্ট, হাজার হাজার মানুষের ভরসার নাম Xiaomi। সেক্ষেত্রে এখন টেক ব্র্যান্ডটি দশম বর্ষপূর্তি উপলক্ষে এবং এই সমস্ত কাস্টমারদের খুশি করতে বিশেষ সেল দিচ্ছে। আর এই সেলে Xiaomi তার কয়েক সপ্তাহ আগে লঞ্চ হওয়া Redmi Note 13 সিরিজের স্মার্টফোনগুলির দামও কমিয়ে দিয়েছে। হ্যাঁ, এই মুহূর্তে Redmi Note 13, Note 13 Pro এবং Redmi Note 13 Pro+ তিনটি মডেলই সস্তায় কেনা যাবে। আসুন, এখন দেখে নিই কোন ফোনে কতটা ছাড় এবং কী কী ফিচার পাবেন।

Redmi Note 13 সিরিজের তিনটি ফোন এখন এই দামে পাবেন

রেডমি নোট ১৩ ৫জি ফোনটির ৬ জিবি ও ১২৮ জিবি স্টোরেজ কনফিগারেশনটি সেলে ১৭,৯৯৯ টাকার বদলে ১৬,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে, যেখানে ৮ জিবি ও ২৫৬ জিবি সংস্করণটি ১৯,৯৯৯ টাকার বদলে ১৮,৯৯৯ টাকায় মিলবে। এক্ষেত্রে দুটি মডেলেই ১,৫০০ টাকার ব্যাঙ্ক অফার পাবেন।

এই মুহূর্তে রেডমি নোট ১৩ প্রো ৫জি-র ২৫,৯৯৯ টাকা মূল্যের ৮ জিবি ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি ২৪,৯৯৯ টাকায় মিলছে, যেখানে এর ১২ জিবি ও ২৫৬ জিবি কনফিগারেশনটি হাজার টাকা ছাড়ে ২৮,৯৯৯ টাকায় কেনা যাবে। এতে ৩,০০০ টাকার ব্যাঙ্ক ডিসকাউন্ট কাজে লাগানো যাবে।

রেডমি নোট ১৩ প্রো+ ৫জি ফোনে কোম্পানি হাজার টাকার ছাড় দিচ্ছে। ফলত, এর ৮ জিবি ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট ৩০,৯৯৯ টাকায় এবং ১২ জিবি ও ৫১২ জিবি কনফিগারেশন ৩৪,৯৯৯ টাকায় কেনা যাবে। এছাড়া এই ফোনেও থাকবে ৩ হাজার টাকার ব্যাঙ্ক ডিসকাউন্ট কাজে লাগানোর সুবিধা।

Redmi Note 13 সিরিজের স্পেসিফিকেশন

শাওমির এই ফোন তিনটির দামের পাশাপাশি ফিচার বা স্পেসিফিকেশনের মধ্যেও কম-বেশি কিছু পার্থক্য আছে। যেমন,

– রেডমি নোট ১৩ ৫জি ফোনটি ১২০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.৬ ইঞ্চি ফুল-এইচডি+ পি-ওলেড ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি ৬০৮০ প্রসেসর, ৫,০০০ এমএএইচ ব্যাটারি এবং ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা অফার করবে।

– রেডমি নোট ১৩ প্রো ৫জি স্মাটফোনটিতে ১২০ হার্টজ ৬.৬৭ ইঞ্চি 1.5K অ্যামোলেড ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭এস জেন ২ প্রসেসর, ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট, ৫,১০০ এমএএইচ ব্যাটারি এবং ২০০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ আছে। সাথে রয়েছে ডলবি অ্যাটমস সাপোর্টেড ডুয়াল স্পিকার থেকে শুরু করে আইপি৫৪ (IP54) সার্টিফিকেশনের মতো সুবিধাও।

– একইভাবে রেডমি নোট ১৩ প্রো+ ৫জি মডেলে ১২০ হার্টজ ৬.৬৭ ইঞ্চি 1.5K কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি ৭২০০ আল্ট্রা প্রসেসর, ১২ জিবি পর্যন্ত র‍্যাম, ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট, ৫,০০০ এমএএইচ ব্যাটারি এবং ২০০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ।