মাত্র 5 মিনিটেই বিক্রি হল 3 লক্ষ স্মার্টফোন, প্রথম সেলেই ব্লকবাস্টার Redmi K60 সিরিজ

রেডমি গত মাসে রেগুলার K60, K60 Pro এবং K60E ভ্যারিয়েন্ট সমন্বিত লেটেস্ট Redmi K60 সিরিজটি চীনের বাজারে লঞ্চ করেছে। লঞ্চের পর অনুরাগীদের মধ্যে যথেষ্ট সাড়া ফেলেছিল সিরিজটি। গতকাল (১ জানুয়ারি) সে দেশে K60 এবং K60 Pro-এর বিক্রি শুরু হয়েছে। আর আজ শাওমি (Xiaomi)-এর সাব-ব্র্যান্ডটি K-সিরিজের স্মার্টফোনগুলির প্রথম ফ্ল্যাশ সেলের সাফল্য ঘোষণা করেছে। কোম্পানি তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের মাধ্যমে প্রকাশ করেছে যে, তারা সেল শুরুর ৫ মিনিটের মধ্যেই Redmi K60 সিরিজের প্রথম ব্যাচে প্রায় ৩,০০,০০০ ইউনিট বিক্রি করতে সমর্থ হয়েছে।

চীনে প্রথম সেলের ৫ মিনিটে Redmi K60 সিরিজের ৩,০০,০০০ ইউনিট বিক্রি হয়েছে

রেডমির জানিয়েছে, মাত্র ৫ মিনিটের মধ্যে কে৬০ এবং কে৬০ প্রো-এর ৩ লক্ষ ইউনিট বিক্রি হয়েছে। এটি বিবেচনা করা দেখলে, বিক্রি হওয়া ডিভাইসের সংখ্যাটি যথেষ্ট চিত্তাকর্ষক। পরিসংখ্যান অনুসারে, প্রতি সেকেন্ডে গড়ে ১০০টি ইউনিট এবং প্রতি মিনিটে ৬০,০০০ ইউনিট কেনা হয়েছে। তবে, প্রথম বিক্রির সাফল্য সত্ত্বেও, রেডমি কে৬০ সিরিজটি এখনও তার পূর্বসূরির বিক্রির রেকর্ড ভাঙতে পারেনি। কেননা প্রথম দিনে, দুটি ডিভাইস নিয়ে গঠিত রেডমি কে৫০ লাইনআপের ৩,৩০,০০০ ইউনিট সেল হয়েছিল৷ এটি দেখায় যে, কে সিরিজের ক্ষেত্রে এ বছর প্রথম ফ্ল্যাশ সেলের ১০ শতাংশ পতন হয়েছে।

প্রসঙ্গত, রেডমি বলেছে যে ব্যবহারকারীরা ১,২২০ পিক্সেলের স্ক্রিন, ওয়্যারলেস চার্জিং এবং স্ন্যাপড্রাগন ৮ সিরিজের প্রসেসরের মতো নতুন স্পেসিফিকেশনগুলি পছন্দ করেছেন। তাই রেডমি কে৬০ লাইনআপের সামগ্রিক বিক্রি পূর্বসূরি রেডমি কে৫০ সিরিজকে ছাড়িয়ে যায় কিনা, এখন সেটাই দেখার বিষয়।

জানিয়ে রাখি, Redmi K60 সিরিজে ৬.৬৭ ইঞ্চির ওলেড (OLED) ডিসপ্লে রয়েছে, যা ২কে (2K) রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করে। K60 এবং K60 Pro যথাক্রমে স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ এবং স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর দ্বারা চালিত, যেখানে K60E-তে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮২০০ চিপসেটটি রয়েছে। তিনটি ডিভাইসেই সর্বাধিক ১৬ জিবি এলপিডিডিআর৫ র‍্যাম এবং ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ পাওয়া যায়।

ক্যামেরার ক্ষেত্রে, স্ট্যান্ডার্ড K60, K60 Pro এবং K60E-এর ট্রিপল ক্যামেরা সেটআপে প্রাইমারি ক্যামেরা হিসেবে যথাক্রমে ৬৪ মেগাপিক্সেল, ৫০ মেগাপিক্সেল এবং ৪৮ মেগাপিক্সেলের সেন্সরগুলি অবস্থান করছে। আর এই তিনটি ডিভাইসেই প্রধান ক্যামেরার সাথে একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স এবং একটি ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর যুক্ত রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য, Pro মডেলটি ১২০ ওয়াট ওয়্যার্ড চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি অফার করে, যেখানে রেগুলার K60 এবং K60E-তে ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সহ ৫,৫০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন সেল ব্যবহার করা হয়েছে।