Xiaomi, Redmi, ও Poco ব্র্যান্ডের প্রচুর ফোনে আসছে Android 13 নির্ভর MIUI 14 আপডেট, রইল পুরো তালিকা

শাওমি (Xiaomi) গত ডিসেম্বরে তাদের অপারেটিং সিস্টেমের (OS) লেটেস্ট সংস্করণ, MIUI 14 প্রকাশ করেছে। বর্তমানে কোম্পানি তাদের স্মার্টফোনগুলিতে এই সফ্টওয়্যার সংস্করণটি রোলআউট করার জন্য জোরকদমে কাজ করছে। এই ইউজার ইন্টারফেসটি অ্যান্ড্রয়েড ১৩-এর ওপর ভিত্তি করে নির্মিত৷ উল্লেখযোগ্যভাবে, MIUI 14 ইতিমধ্যেই ভারতে কিছু স্মার্টফোনে রোলআউট করা হয়েছে৷ কিন্তু এতে প্রকৃত MIUI 14-এর সমস্ত বৈশিষ্ট্য এখনও উপলব্ধ নেই৷ তবে শাওমি নিশ্চিত করেছে যে, ভারতে MIUI 14 লঞ্চ হবে আগামী ২৭ ফেব্রুয়ারি৷ আর ফ্ল্যাগশিপ Xiaomi 13 Pro মডেলটি তার একদিন আগে, অর্থাৎ ২৬ ফেব্রুয়ারি ভারতে আত্মপ্রকাশ করতে চলেছে৷ তাই মনে হচ্ছে এই হ্যান্ডসেটটির হাত ধরে এদেশে MIUI 14 আনুষ্ঠানিকভাবে লঞ্চ হবে এবং এটি শাওমির লেটেস্ট সফ্টওয়্যার স্কিনে চলমান প্রথম স্মার্টফোন হবে।
জানিয়ে রাখি, কোম্পানি MIUI 14-এর ইউজার ইন্টারফেসে বেশ কিছু পরিবর্তন করেছে। ব্যবহারকারীরা বিভিন্ন ক্ষেত্রে এনহান্সমেন্ট পরিলক্ষিত করতে পারবেন, কারণ এর ফলে ইউআই-এর অ্যানিমেশনগুলি আরও দ্রুত ও মসৃণ হয়ে উঠবে এবং ইন-বিল্ট অ্যাপগুলিকেও পুনর্গঠিত করা হবে। মূলত, এই আপডেটটি শাওমি ফোনে ইউজার এক্সপেরিয়েন্সকে রিফ্রেশ করবে। চলুন তাহলে MIUI 14 আপডেট পেতে চলা স্মার্টফোনগুলির তালিকাটি দেখে নেওয়া যাক।
MIUI 14 আপডেট পেতে চলা Xiaomi ফোনের তালিকা
Xiaomi 12 Pro
Mi 11 Ultra
Xiaomi 11i
Xiaomi 11i Hypercharge
Xiaomi 11T Pro
Xiaomi Pad 5
Mi 11X
Mi 11X Pro
Mi 11 Lite
Xiaomi 11 Lite NE 5G
MIUI 14 আপডেট পেতে চলা Poco ফোনের তালিকা
Poco M4 Pro 5G
Poco X4 Pro 5G
Poco F3 GT
Poco F4
Poco M4 Pro
Poco M4
Poco M3 Pro 5G
MIUI 14 আপডেট পেতে চলা Redmi ফোনের তালিকা
Redmi 10
Redmi Note 10 Pro Max
Redmi Note 11T
Redmi Note 11S
Redmi Note 11
Redmi Note 12
Redmi K50i
Redmi Note 11 Pro+
Redmi Note 11 Pro
Redmi Note 12 Pro+
Redmi Note 12 Pro
Redmi Note 10S
Redmi Note 10 Lite
Redmi Note 10 Pro
Redmi Note 10T
Redmi 10 Prime (2022)
Redmi 10 Prime
Redmi 9T
Redmi 10A
Redmi 10 Power