Redmi A2 series launch date India

Redmi A2 সিরিজ জলের দরে ভারতে লঞ্চ হবে 19 মে, থাকবে আমজনতার জন্য জরুরী ফিচার্স

রেডমি (Redmi) তাদের সাশ্রয়ী মূল্যের A2 সিরিজের স্মার্টফোনগুলি চলতি বছরের শুরুতে ইউরোপের কিছু বাজারে লঞ্চ করেছিল। আর এখন শাওমি (Xiaomi)-এর সাব-ব্র্যান্ডটি এই লাইনআপটি ভারতের বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে। এই সিরিজটিতে দুটি মডেল অন্তর্ভুক্ত রয়েছে – Redmi A2 এবং A2+। ডিভাইসগুলি গতবছর ভারতে লঞ্চ হওয়া A1 সিরিজের উত্তরসূরি হিসাবে আগামী সপ্তাহেই এদেশের বাজারে আত্মপ্রকাশ করবে বলে নিশ্চিত করা হয়েছে। রেডমি মূলত তাদের A-সিরিজের অধীনে এন্ট্রি-লেভেল হ্যান্ডসেটগুলি লঞ্চ করে থাকে। ব্র্যান্ডটি গত বছর ভারতে A1 সিরিজের অধীনেও দুটি মডেল উন্মোচন করেছিল, যার দুটিরই দাম ছিল ১০,০০০ টাকার নিচে। আসন্ন Redmi A2-এর দামও একই বিভাগে থাকবে বলে আশা করা হচ্ছে। আসুন তাহলে এখনও পর্যন্ত Redmi A2-এর লঞ্চ, স্পেসিফিকেশন এবং ফিচার সম্পর্কে যা যা তথ্য সামনে এসেছে, সেগুলি সম্পর্কে সবিস্তারে জেনে নেওয়া যাক।

Redmi A2 আগামী সপ্তাহেই আসছে ভারতের বাজারে

রেডমি ভারতে কোম্পানির অন্যতম সাশ্রয়ী মূল্যের স্মার্টফোন হিসেবে রেডমি এ২ লঞ্চ করতে চলেছে। এটি ভারতে আগামী ১৯ মে লঞ্চ হবে৷ ব্র্যান্ড দ্বারা শেয়ার করা টিজার পোস্টে এই হ্যান্ডসেটটিকে “দেশ কা স্মার্টফোন” (দেশের স্মার্টফোন) বলে অভিহিত করা হয়েছে৷ টিজার ইমেজ অনুযায়ী, এন্ট্রি-লেভেল ফোনটির ডিসপ্লের ওপরে একটি ওয়াটার-ড্রপ নচ থাকবে। এছাড়াও, অফিসিয়াল ইভেন্ট মাইক্রোসাইট রেডমি এ২-এর কিছু মূল বৈশিষ্ট্যও নিশ্চিত করেছে।

জানা যাচ্ছে, এর ব্যাক প্যানেলে একটি ডুয়েল-ক্যামেরা সেটআপ থাকবে, যার পাশে একটি এলইডি ফ্ল্যাশ মডিউল অবস্থান করবে। এই ক্যামেরা মডিউলের ডিজাইনটি পূর্বসূরি এ১ মডেলের মতোই। রেডমি এ২ সিরিজের ডিভাইসগুলিতে একটি নতুন অক্টা-কোর প্রসেসর এবং একটি বড় ব্যাটারি ব্যবহৃত হবে। এগুলি লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৩ ইউজার ইন্টারফেসে রান করবে। যদিও টিজার পোস্টারে খুব বেশি তথ্য প্রকাশ না করা হয়নি, তবে যেহেতু লাইনআপটি ইতিমধ্যেই আন্তর্জাতিক বাজারে লঞ্চ করা হয়েছে, তাই এর স্পেসিফিকেশনগুলি আর অজানা নেই।

এদিকে, রেডমি এ২+ মডেলটি স্ট্যান্ডার্ড রেডমি এ২-এর মতোই দেখতে, তবে প্লাস মডেলে একটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার অন্তর্ভুক্ত রয়েছে, যা ফোন দুটিকে আলাদা করে। দুটি হ্যান্ডসেটেই ১,৬০০ x ৭২০ পিক্সেলের এইচডি+ রেজোলিউশন সহ ৬.৫২ ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লে রয়েছে। ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ২০:৯ এবং এটি স্ট্যান্ডার্ড ৬০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। ডিসপ্লের চারপাশের বেজেলগুলি কিছুটা পুরু, যা এই দামের ফোনগুলিতে দেখতে পাওয়া খুবই স্বাভাবিক৷

পারফরম্যান্সের ক্ষেত্রে, Redmi A2 সিরিজের হ্যান্ডসেটগুলি মিডিয়াটেক হেলিও জি৩৬ প্রসেসর দ্বারা চালিত। গ্লোবাল মার্কেটে ৩ জিবি র‍্যাম এবং ৩২ জিবি স্টোরেজ সহ লঞ্চ করা হয়েছিল। তবে আশা করা হচ্ছে রেডমি ভারতে A2 সিরিজের একটি উচ্চতর র‍্যাম ভ্যারিয়েন্ট লঞ্চ করবে।

ফটোগ্রাফির জন্য, Redmi A2 সিরিজে অবস্থিত ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপের মধ্যে ৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং একটি কিউভিজিএ (QVGA) লেন্স রয়েছে। আর সেলফির জন্য, ফোনের সামনে একটি ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা অবস্থান করছে। পাওয়ার ব্যাকআপের জন্য, Redmi A2 এবং A2+ এ ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা স্ট্যান্ডার্ড ১০ ওয়াট চার্জিং সাপোর্ট অফার করে৷

এই ফোনগুলির সাথে চার্জারও সরবরাহ করবে কোম্পানি। তবে, হ্যান্ডসেটগুলিতে পুরোনো মাইক্রো-ইউএসবি চার্জিং পোর্ট রয়েছে। ইউরোপের বাজারে Redmi A2 এবং A2+ তিনটি কালার অপশনে উপলব্ধ – লাইট ব্লু, লাইট গ্রীন এবং ব্ল্যাক। উভয় মডেলেই টেক্সচার সহ ফেক লেদারের রিয়ার প্যানেল রয়েছে। এগুলির ওজন প্রায় ১৯২ গ্রাম এবং পরিমাপ ১৬৪.৯ × ৭৬.৭৫ × ৯.০৯ মিলিমিটার।