আরও দ্রুত হবে ফোন আনলক, কোয়ালকম আনলো 3D Sonic Sensor Gen 2 ফিঙ্গারপ্রিন্ট সেন্সর

‘Qualcomm’ নামটি প্রসেসর নির্মাতা হিসাবেই বেশি পরিচিত। তবে এছাড়াও আমেরিকার কোম্পানিটি স্মার্টফোনের বিভিন্ন প্রযুক্তি নিয়ে কাজ করে। সম্প্রতি তারা আলট্রা সোনিক ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর (ultrasonic in-display fingerprint sensor), 3D Sonic Sensor Gen 2 লঞ্চ করলো। এটি আগের ভার্সনের থেকে স্বাভাবিক ভাবেই আরও উন্নত। মনে করা হচ্ছে থ্রিডি সোনিক সেন্সর জেন সর্বপ্রথম Samsung Galaxy S21 সিরিজে ব্যবহার করা হবে।

প্রসঙ্গত ২০১৮ সালে কোয়ালকম, Galaxy S10 ফ্ল্যাগশিপ সিরিজের সাথে প্রথম প্রজন্মের 3D Sonic Sensor লঞ্চ করেছিল। এরপর কোম্পানি ২০১৯ সালে স্পেশাল এডিশন হিসাবে 3D Sonic Max নিয়ে আসে। যেখানে ২০মিমি x ৩০মিমি সারফেস স্পেস ছিল। তবে 3D Sonic Sensor Gen 2 হল প্রথম প্রজন্মের আলট্রা সোনিক ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের থেকে আরও বেশি সারফেস স্পেস, দ্রুত প্রসেসিং অফার করবে।

3D Sonic Sensor Gen এর ফিচার

নতুন 3D Sonic Sensor Gen 2 ৮মিমি x ৮ মিমি সারফেস স্পেস দেবে। যেখানে প্রথম প্রজন্মের সেন্সরে কেবল ৪ মিমি x ৯মিমি স্পেস পাওয়া যেত। এর অর্থ প্রায় ৭৭ শতাংশ বিস্তৃত সারফেস স্পেস মিলবে। তবে শুধু বেশি স্পেস নয়, এটি দ্রুত প্রসেসিংও করতে পারে। কোয়ালকম দাবি করেছে, ফোন আনলক করতে এই সেন্সর ৫০ শতাংশ দ্রুত ফিঙ্গারপ্রিন্ট স্ক্যান করে।

কোয়ালকম জানিয়েছে, 3D Sonic Sensor Gen 2 ২০২১ এর শুরুতে আশা ফোনগুলিতে ব্যবহার করা হচ্ছে। অর্থাৎ আমরা আশা করতে পারি ১৪ জানুয়ারি লঞ্চ হওয়া Samsung Galaxy S21 সিরিজে এটি ব্যবহার করা হবে। কারণ স্যামসাং বরাবরই তাদের ফ্ল্যাগশিপ সিরিজের সাথে লেটেস্ট টেকনোলজি ব্যবহার করে। কিছুদিন আগে Galaxy Note 20 সিরিজেও Samsung নতুন কর্নিং গরিলা গ্লাস ভিক্টস ব্যবহার করেছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *