Yamaha ভারতে আনল YH, EP সিরিজের একঝাঁক ওয়্যারলেস ইয়ারফোন

ভারতে আত্মপ্রকাশ করলো ইয়াহামা কোম্পানির একাধিক নতুন অডিও প্রোডাক্ট। এর মধ্যে রয়েছে প্রিমিয়াম ওয়্যারলেস হেডফোন এবং ওয়্যারলেস ইয়ারফোন। এই নতুন মডেলের অডিও প্রোডাক্টে রয়েছে লিসনিং…

ভারতে আত্মপ্রকাশ করলো ইয়াহামা কোম্পানির একাধিক নতুন অডিও প্রোডাক্ট। এর মধ্যে রয়েছে প্রিমিয়াম ওয়্যারলেস হেডফোন এবং ওয়্যারলেস ইয়ারফোন। এই নতুন মডেলের অডিও প্রোডাক্টে রয়েছে লিসনিং ক্লিয়ার ফিচার অর্থাৎ এর মাধ্যমে ফ্রিকোয়েন্সি কমিয়ে বাড়িয়ে কম ভলিউমে ফুল রেঞ্জ সাউন্ড শুনতে পারবেন ব্যবহারকারী। ফলে তার কানের কোনো ক্ষতি হবে না। নতুন ওয়্যারলেস হেডফোনগুলি হল Yamaha YH- L700A, YH- E700A এবং YH- E500A। পাশাপাশি ওয়্যারলেস নেকব্যান্ড ইয়ারফোনগুলির মধ্যে রয়েছে Yamaha EP-E70A, EP-E50A, এবং EP-E30A।

সংস্থার মতে, ইয়ামাহার নতুন ওয়্যারলেস হেডফোনগুলিতে রয়েছে লিসেনিং অপ্টিমাইজার ফিচার। যার মাধ্যমে রিয়েল টাইম মিউজিকের সাথে সামঞ্জস্য রাখা সম্ভব। অন্যদিকে ইয়ামাহার YH- L700A ওয়্যারলেস হেডফোনে রয়েছে হেড ট্রাকিং সাপোর্ট, অ্যাক্টিভ নয়েজ ক্যান্সলেশন এবং প্রয়োজন মতো বাইরে শব্দ শোনার জন্য অ্যাম্বিয়েন্ট সাউন্ড মোড। চলুন দেখে নেওয়া যাক, ইয়ামাহার নতুন হেডফোনগুলির দাম‌ ও সমস্ত ফিচার।

ইয়ামাহার সবচেয়ে প্রিমিয়াম রেঞ্জের Yamaha YH- L700A ওভার ইয়ার হেডফোনটির দাম রাখা হয়েছে ৪৩,৩০০ টাকা। অন্যদিকে YH- E700A এবং YH- E500A ইয়ারফোন দুটির দাম যথাক্রমে ২৯,৯০০ টাকা এবং ১৪,৮০০ টাকা। এই তিনটি হেডফোন ই-কমার্স সাইট অ্যামাজন, ইয়ামাহা মিউজিক স্টোর এবং bajaao.com থেকে কিনতে পাওয়া যাবে ।

Yamaha YH- L700A হেডফোনের স্পেসিফিকেশন

Yamaha YH- L700A হেডফোনটি ৪০ এমএম ডাইনামিক ড্রাইভারের সাথে এসেছে। এতে এসবিসি, এএএসি এবং কোয়ালকম এপিটিএক্স আডাপটিভ ব্লুটুথ কোডেক সাপোর্ট করবে। এমনকি হেডফোনের সেটিং পরিবর্তনের জন্য এতে সংস্থার কম্পানিয়ন অ্যাপও সাপোর্ট করবে। শুধু তাই নয়, এতে পাওয়া যাবে হেড ট্র্যাকিং সহ থ্রিডি সাউন্ড ইমার্শন এবং লিসেনিং কন্ডিশন নিরীক্ষণ করার জন্য ইন্টার্নাল মাইক্রোফোন।

তাছাড়া এতে এএনসি ফিচার উপলব্ধ। সুইভেল ফোল্ডিং ডিজাইনের সাথে আসা হেডফোনটিতে কানেক্টিভিটির জন্য দেওয়া হয়েছে ৩.৫ এমএম হেডফোন জ্যাক। তাছাড়া এটি ভয়েস অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট করবে। সংস্থার দাবি, এটি একবার চার্জে ৩৪ ঘন্টা পর্যন্ত ব্যাটারি লাইফ অফার করতে সক্ষম। হেডফোনটির ওজন ৩৩০ গ্রাম।

Yamaha YH- E700A হেডফোনের স্পেসিফিকেশন

এই সিরিজের দ্বিতীয় Yamaha YH- E700A হেডফোনটি অন ইয়ার ডিজাইনের সাথে এসেছে। এই হেডফোনে আছে রয়েছে ৪০ এমএম ডায়নামিক ড্রাইভার এবং এতে এসবিসি, এএএসি এবং কোয়ালকম এপিটিএক্স অ্যাডাপটিভ ব্লুটুথ কোডেক সাপোর্ট করবে। এর সাথে ৩.৫ এমএম হেডফোন জ্যাক দেওয়া হলেও, এটি হাইরেঞ্জ অডিও সাপোর্ট করবে না। সংস্থার দাবি, একক চার্জে হেডফোনটি ৩৮ ঘন্টা পর্যন্ত ব্যাটারি লাইফ অফার করতে সক্ষম। হেডফোনটির ওজন ২০০ গ্রাম।

Yamaha EP-E70A, EP-E50A, এবং EP-E30A ওয়্যারলেস নেকব্যান্ড ইয়ারফোনের দাম ও লভ্যতা

ভারতে Yamaha EP-E70A ওয়্যারলেস নেকব্যান্ড ইয়ারফোনের দাম ধার্য করা হয়েছে ২৩,৬০০ টাকা। পাশাপাশি EP-E50A, এবং EP-E30A ওয়্যারলেস নেকব্যান্ড ইয়ারফোনের দাম রাখা হয়েছে যথাক্রমে ১২,৪০০ টাকা এবং ৪,৮৯০ টাকা। তিনটি ইয়ারফোন ই-কমার্স সাইট অ্যামাজন, ইয়ামাহা মিউজিক স্টোর এবং bazar.com থেকে কিনতে পাওয়া যাচ্ছে।

Yamaha EP-E70A ওয়্যারলেস নেকব্যান্ড ইয়ারফোনের স্পেসিফিকেশন

নতুন Yamaha EP-E70A ওয়্যারলেস নেকব্যান্ড ইয়ারফোন ৯.২ এমএম ডাইনামিক ড্রাইভারের সাথে এসেছে। এতেও এসবিসি, এ এএসি এবং কোয়ালকম এপিটিএক্স অ্যাডাপটিভ ব্লুটুথ কোডেক সাপোর্ট করবে। এটি ১০ মিটার পর্যন্ত ব্লুটুথ রেঞ্জ অফার করতে সক্ষম ।
হেডফোনের মত বাইরের অবাঞ্ছিত আওয়াজ এড়ানোর জন্য এতে রয়েছে উন্নততর এএনসি ফিচার। শুধু তাই নয়, নিকটবর্তী ডিভাইসের সাথে কানেক্ট করার জন্য এটি ভয়েস অ্যাসিস্টেন্ট সাপোর্ট সহ এসেছে। সংস্থাটি দাবি করেছে, এএনসি ফিচার অন থাকলে এটি ১৮ ঘন্টা পর্যন্ত ব্যাটারি লাইফ অফার করতে সক্ষম।

Yamaha EP-E50A ওয়্যারলেস নেকব্যান্ড ইয়ারফোনের স্পেসিফিকেশন

৩৫ গ্রাম ওজনের এই ইয়ারফোনটি সফট নেকব্যান্ড ডিজাইনের সাথে এসেছে। এতে দেওয়া হয়েছে ৯ এমএম ডাইনামিক ড্রাইভার। এই ইয়ারফোনে এসবিসি, এ এএসি এবং কোয়ালকম এপিটিএক্স অ্যাডাপটিভ ব্লুটুথ কোডেক সাপোর্ট করবে। এর ব্লুটুথ রেঞ্জ ১০ মিটার পর্যন্ত। তবে EP-E70A ইয়ারফোনের মত নতুন এই ইয়ারফোনটিতে উন্নততর এএনসি ফিচার সাপোর্ট করবে না। বরং এতে রেগুলার অ্যাক্টিভ নয়েজ ক্যান্সলেশন ফিচার উপলব্ধ। তবে নিকটবর্তী ডিভাইসের সাথে কানেক্ট করার জন্য এতে এটি ভয়েস অ্যাসিস্টেন্ট সাপোর্ট করবে। সংস্থার দাবি, একবার চার্জে এটি ৯ ঘণ্টা পর্যন্ত প্লে টাইম অফার করতে সক্ষম। তবে এএনসি ফিচার অন থাকলে এটি সাড়ে চার ঘন্টা পর্যন্ত সক্রিয় থাকবে।

Yamaha EP-E30A ওয়্যারলেস নেকব্যান্ড ইয়ারফোনের স্পেসিফিকেশন

ইয়ামাহার অডিও প্রোডাক্ট গুলির মধ্যে সবচেয়ে বাজেট রেঞ্জে এসেছে Yamaha EP-E30A ওয়্যারলেস নেকব্যান্ড ইয়ারফোনটি। এই ইয়ারফোনে ব্যবহৃত হয়েছে ৮.৬ এমএম ডায়নামিক ড্রাইভার। তবে ইয়ারফোনটি কেবলমাত্র এসবিসি এবং এএসি কোডেক সাপোর্ট করবে। কিন্তু তা সত্বেও এটি ১০ মিটার রেঞ্জ অফার করতে সক্ষম। এমনকি এতে ভয়েস অ্যাসিস্টেন্ট সাপোর্ট করলেও, এএনসি ফিচার উপস্থিত থাকবে না। পাওয়ার ব্যাকআপের কথা বললে, এটি ১৪ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিতে পারবে। পরিশেষে জানাই, ইয়ারফোনটির ওজন ১৯.৫ গ্রাম।