ZTE Voyage 30 সিরিজ ভার্চুয়াল র‌্যাম ও 5G সাপোর্ট সহ লঞ্চ হল, দাম দেখে নিন

স্মার্টফোন সংস্থা জেডটিই (ZTE) আজ (২৬ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে চীনের বাজারে তাদের লেটেস্ট মিড রেঞ্জের Voyage 30 সিরিজটি উন্মোচন করেছে। এই সিরিজের অধীনে সংস্থা ZTE Voyage…

স্মার্টফোন সংস্থা জেডটিই (ZTE) আজ (২৬ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে চীনের বাজারে তাদের লেটেস্ট মিড রেঞ্জের Voyage 30 সিরিজটি উন্মোচন করেছে। এই সিরিজের অধীনে সংস্থা ZTE Voyage 30 Pro+, Voyage 30 Pro, Voyage 30 Pro Express Edition এবং Voyage 30-এই চারটি নতুন মডেল লঞ্চ করেছে। তাহলে চলুন এই হ্যান্ডসেটগুলির দাম, স্পেসিফিকেশন এবং ফিচারগুলি সম্পর্কে বিস্তারিত ভাবে জেনে নেওয়া যাক।

জেডটিই ভয়েজ ৩০ সিরিজের মূল্য এবং লভ্যতা (ZTE Voyage 30 Price and Availability)

জেডটিই ভয়েজ ৩০ প্রো প্লাস মডেলটি তিনটি কালার ভ্যারিয়েন্টে পাওয়া যায়, তবে ভয়েজ ৩০ প্রো মাত্র দুটি কালার অপশনে পাওয়া যায় এবং বেস ভ্যারিয়েন্টটি তিনটি কালারে বাজারে উপলব্ধ।

জেডটিই ভয়েজ ৩০ প্রো প্লাসের ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২,১৯৮ ইউয়ান (প্রায় ২৫,৭০০ টাকা)। জেডটিই ভয়েজ ৩০ প্রো-এর জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ সংস্করণের দাম রাখা হয়েছে ১,৬৯৮ ইউয়ান (প্রায় ১৯,৮৬৫ টাকা) এবং এর ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য রাখা হয়েছে ১,৯৯৮ ইউয়ান (প্রায় ২৩,৩৭০ টাকা)। অন্যদিকে, জেডটিই ভয়েজ ৩০- এর ৪ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ৬ জিবি র‍্যাম + ১২৮ জিবি ভ্যারিয়েন্ট দুটির দাম রাখা হয়েছে যথাক্রমে ১,৩৯৯ ইউয়ান (প্রায় ১৬,৩৬০ টাকা) এবং ১,৫৯৯ ইউয়ান (প্রায় ১৮,৭০০ টাকা)।

ZTE Voyage 30 সিরিজ বর্তমানে জেডি.কম (JD.com)-এ রিজার্ভেশনের জন্য তালিকাভুক্ত করা হয়েছে এবং এই হ্যান্ডসেটগুলির আগামী ৩০ এপ্রিল থেকে চীনে আনুষ্ঠানিকভাবে সেল শুরু হবে।

জেডটিই ভয়েজ ৩০ প্রো প্লাস-এর স্পেসিফিকেশন (ZTE Voyage 30 Pro+ Specifications)

সিরিজের টপ-এন্ড মডেল জেডটিই ভয়েজ ৩০ প্রো প্লাস ফোনে বড় ৬.৬৭ ইঞ্চির ওলেড (OLED) ডিসপ্লে আছে, যা ফুল এইচডি+ রেজোলিউশন, ৯০ হার্টজ উচ্চ রিফ্রেশ রেট, ২০:৯ অ্যাসপেক্ট রেশিও এবং ১০০ শতাংশ ডিসিআই-পি৩ কালার গ্যামট অফার করে। এই ডিভাইসটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০ প্রসেসর দ্বারা চালিত। ফোনটি ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ সহ এসেছে।

ক্যামেরার ক্ষেত্রে, ZTE Voyage 30 Pro+- এর ব্যাক প্যানেলে অবস্থিত ট্রিপল ক্যামেরা মডিউলে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেলের লেন্স এবং ২ মেগাপিক্সেল শ্যুটার উপস্থিত রয়েছে৷ আর ফোনের সামনে পাঞ্চ হোল কাটআউটে একটি ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা বর্তমান। পাওয়ার ব্যাকআপের জন্য, ZTE Voyage 30 Pro+ ফোনে বড় ৫,১০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৬৬ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এই নতুন জেডটিই হ্যান্ডসেটটি অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক মাই ওএস ১১.৫ (MyOS 11.5) কাস্টম স্কিনে রান করে।

জেডটিই ভয়েজ ৩০ প্রো এবং জেডটিই ভয়েজ ৩০ প্রো এক্সপ্রেস এডিশন-এর স্পেসিফিকেশন (Voyage 30 Pro & Voyage 30 Pro Express Edition Specifications)

ব্র্যান্ডটি জেডটিই ভয়েজ ৩০ প্রো সিরিজের মধ্যে দুটি ভ্যারিয়েন্ট লঞ্চ করেছে, যার মধ্যে রয়েছে ভয়েজ ৩০ প্রো এবং ভয়েজ ৩০ প্রো এক্সপ্রেস এডিশন। বেশিরভাগ ক্ষেত্রেই, উভয় সংস্করণেই অভিন্ন স্পেসিফিকেশন রয়েছে। হ্যান্ডসেটগুলিতে ৯০ হার্টজ রিফ্রেশ রেট, ফুল এইচডি+ রেজোলিউশন এবং ২০:৯ অ্যাসপেক্ট রেশিও সহ ৬.৬৭ ইঞ্চির এলসিডি ডিসপ্লে আছে। উভয় মডেলেই মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০ প্রসেসর পাওয়া যাবে, যদিও ভয়েজ ৩০ প্রো বেস মডেলে ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি অভ্যন্তরীণ স্টোরেজ মিলবে, যেখানে এক্সপ্রেস এডিশনে ২৫৬ জিবি স্টোরেজ পাওয়া যাবে।

ফটোগ্রাফির জন্য, Voyage 30 Pro সিরিজের ব্যাক প্যানেলে ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর সহ ট্রিপল ক্যামেরা সেটআপ উপস্থিত যার মধ্যে দুটি ২ মেগাপিক্সেল সেন্সর রয়েছে। এদিকে ফোনের সামনে একটি ৮ মেগাপিক্সেল পাঞ্চ হোল সেলফি শুটার বর্তমান। নতুন ফোনে একটি বিশাল ৬,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ২২.৫ ওয়াট দ্রুত চার্জিং সাপোর্ট করে। এছাড়া অন্যান্য বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ৩.৫ মিলিমিটার হেডফোন জ্যাক এবং ৫ জিবি পর্যন্ত ভার্চুয়াল মেমরি। Voyage 30 Pro Express Edition-টি এনএফসি সাপোর্টের সাথে এসেছে।

জেডটিই ভয়েজ ৩০-এর স্পেসিফিকেশন (ZTE Voyage 30 Specifications)

জেডটিই ভয়েজ ৩০-এ ৬.৫২ ইঞ্চির এলসিডি ওয়াটারড্রপ নচ ডিসপ্লে আছে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট এবং ৯১.৩ শতাংশ স্ক্রিন-টু-বডি রেশিও অফার করে। এই হ্যান্ডসেটটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০০ চিপসেট দ্বারা চালিত। এতে ৬ জিবি পর্যন্ত র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মিলবে।

ফটোগ্রাফির জন্য, ZTE Voyage 30-এর পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ আছে, যেখানে ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং দুটি ২ মেগাপিক্সেলের সেন্সর উপস্থিত। ফোনের সামনে ৫ মেগাপিক্সেলের সেলফি শুটার বর্তমান। পাওয়ার ব্যাকআপের জন্য, ZTE Voyage 30-এ একটি ৪,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, কিন্তু এটি শুধুমাত্র স্ট্যান্ডার্ড ১০ ওয়াট চার্জিং সাপোর্ট করে। এই ডিভাইসটির ওজন ১৮১ গ্রাম এবং পুরুত্ব ৮.৬ মিলিমিটার। এছাড়া‌ এই হ্যান্ডসেটে একটি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং একটি ৩.৫ মিলিমিটার হেডফোন জ্যাক পাওয়া যাবে।