অটোকার

বছরের প্রথম দিনেই সুখবর, স্কুটারে প্রথমবার দেখা যাবে এই প্রযুক্তি, আসছে 2025 Ather 450 সিরিজ

Published on:

2025 ather 450 series with magic twist feature launching on January 4 in india

বাজারে নতুন ইলেকট্রিক আনতে চলেছে Ather Energy। 2025 Ather 450 সিরিজ লঞ্চ করার লক্ষ্য নিয়েছে কোম্পানি। 4 জানুয়ারি এই ইলেকট্রিক স্কুটার লঞ্চ করা হবে। সম্পূর্ণ না জানা গেলেও, কী কী আপডেট থাকতে পারে তার আভাস দিয়েছে এথার এনার্জি। একগুচ্ছ ফিচার্স থাকবে এই স্কুটারে তা কার্যত নিশ্চিত।

নতুন Ather 450 সিরিজে থাকবে বিশেষ প্রযুক্তি

বর্তমানে যে 450 ভ্যারিয়েন্ট রয়েছে তারই আপডেটেড মডেল হিসাবে লঞ্চ হবে এটি, নাকি সম্পূর্ণ নতুন মডেল, নিশ্চিত করেছে কোম্পানি। এটির সবথেকে বড় আকর্ষণ হতে পারে “ম্যাজিক টুইস্ট ফিচার”। এই বৈশিষ্ট্যটি প্রথম Ather 450 Apex স্কুটারে যোগ করা হয়েছিল। এটির সুবিধা হল, ম্যানুয়ালি ব্রেক না কষে, থ্রটল টুইস্ট করলেই ব্রেক কষা যাবে।

WhatsApp Community Join Now

থ্রটল টুইস্ট করেই ব্রেক, স্পিড আপ, স্লো ডাউন অথবা সম্পূর্ণ থামিয়ে দেওয়া যাবে স্কুটার। আপনাদের জানিয়ে রাখি, এই ফিচারটি বর্তমানে আর কোনও ইলেকট্রিক স্কুটারে নেই। সুতরাং এটি একটি বড় চমক হতে পারে।

এথারের অন্য মডেলের দাম বাড়ছে

অন্যদিকে, 1 জানুয়ারি থেকে ইলেকট্রিক স্কুটারের দাম বাড়িয়েছে এথার। দাম বেড়েছে পারিবারিক ইলেকট্রিক স্কুটি হিসাবে পরিচিত Ather Rizta এর। 5,000-6,000 টাকা পর্যন্ত দাম বাড়বে বলে জানা গিয়েছে। Rizta এর দাম শুরু 1.10 লাখ টাকা (এক্স-শোরুম) থেকে। 450 সিরিজের অধীন স্কুটারগুলির দামও বাড়বে বলে জানিয়েছে কোম্পানি। প্রসঙ্গত, বাজারে IPO আনতে চলেছে এথার এনার্জি। 2024 এর শুরুতে SEBI এর কাছে সেই আবেদন জমা দিয়েছিল কোম্পানিটি। এদিন তার অনুমোদন পেল এথার।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন